ক্রীড়া ডেস্ক
দীর্ঘদিন পর রানে ফিরেছেন বিরাট কোহলি। মনে হচ্ছে যেন ‘কিং কোহলি’ ফিরে এসেছেন। তবে কোহলিকে বাংলাদেশ সিরিজের ‘তিক্ত স্মৃতি’ মনে করিয়ে দিলেন গৌতম গম্ভীর।
গত মঙ্গলবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৭ বলে ১১৩ রান করেন কোহলি। যা ছিল ভারতীয় এই ব্যাটারের ৪৫তম ওয়ানডে সেঞ্চুরি আর আন্তর্জাতিক ক্রিকেটে ৭৩তম। টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরিও হয়ে গিয়েছিল কোহলির। শ্রীলঙ্কার আগে গত বছরের ১০ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে এই সংস্করণে সেঞ্চুরি করেছিলেন তিনি। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৯১ বলে ১১৩ রান করেছিলেন ভারতীয় এই ব্যাটার। যেখানে ভারত সিরিজ আগেই হেরে গিয়েছিল।
গম্ভীরের মতে, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের ভুললে চলবে না যে আমরা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছি। আমরা ভুলেই গেছি। ব্যক্তিগত সাফল্য, সেঞ্চুরি সবই গুরুত্বপূর্ণ। যখন আপনার রেকর্ডে ফিফটি, সেঞ্চুরি যোগ হয়, দেখতে ভালো লাগে। তবে বাংলাদেশে কি হয়েছে, তা আপনার ভুললে চলবে না। অনেক বড় শিক্ষা ছিল এটা।’
২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেন গম্ভীর। ভারতের জার্সিতে ৫৮ টেস্ট, ১৪৭ ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন সংস্করণ মিলে ২৪২ ম্যাচে ৩৮.৯৫ গড়ে ১০৩২৪ রান করেন। ২০ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৬৩ ফিফটি। সবচেয়ে বেশি রান করেছেন ওয়ানডেতে। সাদা বলের এই সংস্করণে ৩৯.৬৮ গড় ও ৮৫.২৫ স্ট্রাইক রেটে করেছেন ৫২৩৮ রান। করেছেন ১১ সেঞ্চুরি ও ৩৪ ফিফটি।
দীর্ঘদিন পর রানে ফিরেছেন বিরাট কোহলি। মনে হচ্ছে যেন ‘কিং কোহলি’ ফিরে এসেছেন। তবে কোহলিকে বাংলাদেশ সিরিজের ‘তিক্ত স্মৃতি’ মনে করিয়ে দিলেন গৌতম গম্ভীর।
গত মঙ্গলবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৭ বলে ১১৩ রান করেন কোহলি। যা ছিল ভারতীয় এই ব্যাটারের ৪৫তম ওয়ানডে সেঞ্চুরি আর আন্তর্জাতিক ক্রিকেটে ৭৩তম। টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরিও হয়ে গিয়েছিল কোহলির। শ্রীলঙ্কার আগে গত বছরের ১০ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে এই সংস্করণে সেঞ্চুরি করেছিলেন তিনি। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৯১ বলে ১১৩ রান করেছিলেন ভারতীয় এই ব্যাটার। যেখানে ভারত সিরিজ আগেই হেরে গিয়েছিল।
গম্ভীরের মতে, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের ভুললে চলবে না যে আমরা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছি। আমরা ভুলেই গেছি। ব্যক্তিগত সাফল্য, সেঞ্চুরি সবই গুরুত্বপূর্ণ। যখন আপনার রেকর্ডে ফিফটি, সেঞ্চুরি যোগ হয়, দেখতে ভালো লাগে। তবে বাংলাদেশে কি হয়েছে, তা আপনার ভুললে চলবে না। অনেক বড় শিক্ষা ছিল এটা।’
২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেন গম্ভীর। ভারতের জার্সিতে ৫৮ টেস্ট, ১৪৭ ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন সংস্করণ মিলে ২৪২ ম্যাচে ৩৮.৯৫ গড়ে ১০৩২৪ রান করেন। ২০ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৬৩ ফিফটি। সবচেয়ে বেশি রান করেছেন ওয়ানডেতে। সাদা বলের এই সংস্করণে ৩৯.৬৮ গড় ও ৮৫.২৫ স্ট্রাইক রেটে করেছেন ৫২৩৮ রান। করেছেন ১১ সেঞ্চুরি ও ৩৪ ফিফটি।
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
৪৪ মিনিট আগেটেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
২ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
৪ ঘণ্টা আগে