বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে অদ্ভুত নিয়ম আইসিসির

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১৯: ৪৬

টি­-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ১৮ দিন বাকি। এরপরেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ২০ দলের লড়াই। দল সংখ্যায় যা যেকোনো সংস্করণ মিলিয়ে সবচেয়ে বড় বিশ্বকাপ। 

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সময় ঘনিয়ে আসায় তাই সবকিছু চূড়ান্ত করে নিচ্ছে আইসিসি। সেই ধারাবাহিকতায় এবার জানা গেছে দ্বিতীয় সেমিফাইনালের জন্য নাকি রিজার্ভ ডে রাখেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এমনটিই নিজেদের প্রতিবেদন জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। 

বাংলাদেশ সময় অনুযায়ী ২৭ জুন রাত ৯টায় দ্বিতীয় সেমিফাইনাল হবে গায়ানায়। শেষ চারের ম্যাচটির জন্য রিজার্ভ ডে না রাখলেও খেলা শেষ করতে বাড়তি সময় রেখেছে আইসিসি। যদি গায়ানায় ম্যাচ চলাকালীন সময় কখনো বৃষ্টি আসে তাহলে খেলা শেষ করতে বাড়তি ২৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারবেন আম্পায়াররা। রিজার্ভ ডে না থাকার মূল কারণ হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালের এক দিন পরেই ফাইনাল। 

রিজার্ভ ডে রাখতে গেলে ফাইনাল খেলার আগে কোনো বিশ্রাম পায় না দ্বিতীয় সেমির জয়ী দলের খেলোয়াড়েরা। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ৯টায় বিশ্বকাপের ফাইনাল বার্বাডোজে। দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলকে ফাইনাল খেলতে গায়ানা থেকে ৯২৮ কি.মি. পথ পাড়ি দিয়ে বার্বাডোজে পৌঁছাতে হবে। তবে প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে আছে। বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ২৭ জুন ভোর সাড়ে ছয়টায় ত্রিনিদাদে প্রথম সেমির ম্যাচ হবে। সেদিন ম্যাচে বৃষ্টি আসলে পরের দিন খেলা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত