নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল শনিবার বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনের সময় এক আলোকচিত্রী গ্যালারিতে বল পাঠানোর চ্যালেঞ্জ ছুড়ে মুশফিকুর রহিমকে যেন ‘তাতিয়ে’ই দিলেন। জবাবে মুশফিকও কম যান না। ব্যাট দিয়ে সজোরে বল সেই ফটোসাংবাদিকের উদ্দেশে গ্যালারিতে পাঠিয়ে দিলেন দুবার!
রসিকতা করেই চ্যালেঞ্জটা জিততে গ্যালারিতে বল পাঠিয়েছেন মুশফিক। তবে আজ ‘সিরিয়াসলি’ বল গ্যালারিতে পাঠাতে চাইবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। গত ম্যাচে গোল্ডেন ডাকে ফেরায় মুশফিকের রানক্ষুধা নিশ্চিত আরও বেড়েছে। হয়তো তাঁর কাছ থেকে দেখা মিলতে পারে দুর্দান্ত এক ইনিংস। মুশফিকের ব্যাটিং নিয়ে সংশয় ছিল না কখনোই। সংশয় যত তাঁর কিপিং নিয়ে। এই যেমন আজ কি উইকেটকিপিংয়ে ফিরছেন, প্রশ্নটা এসে যাচ্ছে বিশেষ এক কারণে।
নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, প্রথম দুই টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান ও পরের দুটিতে কিপিং করবেন মুশফিক। দুই ম্যাচের পারফরম্যান্স দেখে ঠিক হবে সিরিজের পঞ্চম ম্যাচে কে দাঁড়াবেন উইকেটের পেছনে।
কোচের কথা অনুযায়ী আজ গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর কথা মুশির। তবে গতকাল মুশফিক কিপিং অনুশীলন না করায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কাল তো অনুশীলনের পুরোটা সময় ব্যাটিংই করেছেন। ইনডোরে ব্যাটিং অনুশীলনের পর মূল মাঠে বড় শট খেলে অনুশীলন করেন। কিপিং গ্লাভস বেরই করেননি তিনি। যদিও অন্য সময়ে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও তিনি নিয়মিতই ঝালিয়ে নেন। আর এবার দুই মাসের বেশি সময় উইকেটকিপিং করছেন না মুশফিক। এখন তো তাঁর আরও বেশি ঝালিয়ে নেওয়ার কথা ছিল।
প্রথম দুই ম্যাচে আউটফিল্ডে দারুণ ফিল্ডিং করেছেন মুশফিক। দুই দল মিলিয়ে সর্বোচ্চ চারটি ক্যাচ ধরেছেন তিনিই। মুশফিকের কিপিং নিয়ে অবশ্য টিম ম্যানেজমেন্ট আপাতত মুখে তালা মেরে রেখেছে। বিষয়টি বেশ স্পর্শকাতর হয়ে গেছে নির্বাচকদের কাছেও। গতকাল এক অনুষ্ঠানে যেমন সাংবাদিকেরা নির্বাচক হাবিবুল বাশার সুমনকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সযত্নেই এড়িয়ে গেছেন তিনি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল শনিবার বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনের সময় এক আলোকচিত্রী গ্যালারিতে বল পাঠানোর চ্যালেঞ্জ ছুড়ে মুশফিকুর রহিমকে যেন ‘তাতিয়ে’ই দিলেন। জবাবে মুশফিকও কম যান না। ব্যাট দিয়ে সজোরে বল সেই ফটোসাংবাদিকের উদ্দেশে গ্যালারিতে পাঠিয়ে দিলেন দুবার!
রসিকতা করেই চ্যালেঞ্জটা জিততে গ্যালারিতে বল পাঠিয়েছেন মুশফিক। তবে আজ ‘সিরিয়াসলি’ বল গ্যালারিতে পাঠাতে চাইবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। গত ম্যাচে গোল্ডেন ডাকে ফেরায় মুশফিকের রানক্ষুধা নিশ্চিত আরও বেড়েছে। হয়তো তাঁর কাছ থেকে দেখা মিলতে পারে দুর্দান্ত এক ইনিংস। মুশফিকের ব্যাটিং নিয়ে সংশয় ছিল না কখনোই। সংশয় যত তাঁর কিপিং নিয়ে। এই যেমন আজ কি উইকেটকিপিংয়ে ফিরছেন, প্রশ্নটা এসে যাচ্ছে বিশেষ এক কারণে।
নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, প্রথম দুই টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান ও পরের দুটিতে কিপিং করবেন মুশফিক। দুই ম্যাচের পারফরম্যান্স দেখে ঠিক হবে সিরিজের পঞ্চম ম্যাচে কে দাঁড়াবেন উইকেটের পেছনে।
কোচের কথা অনুযায়ী আজ গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর কথা মুশির। তবে গতকাল মুশফিক কিপিং অনুশীলন না করায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কাল তো অনুশীলনের পুরোটা সময় ব্যাটিংই করেছেন। ইনডোরে ব্যাটিং অনুশীলনের পর মূল মাঠে বড় শট খেলে অনুশীলন করেন। কিপিং গ্লাভস বেরই করেননি তিনি। যদিও অন্য সময়ে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও তিনি নিয়মিতই ঝালিয়ে নেন। আর এবার দুই মাসের বেশি সময় উইকেটকিপিং করছেন না মুশফিক। এখন তো তাঁর আরও বেশি ঝালিয়ে নেওয়ার কথা ছিল।
প্রথম দুই ম্যাচে আউটফিল্ডে দারুণ ফিল্ডিং করেছেন মুশফিক। দুই দল মিলিয়ে সর্বোচ্চ চারটি ক্যাচ ধরেছেন তিনিই। মুশফিকের কিপিং নিয়ে অবশ্য টিম ম্যানেজমেন্ট আপাতত মুখে তালা মেরে রেখেছে। বিষয়টি বেশ স্পর্শকাতর হয়ে গেছে নির্বাচকদের কাছেও। গতকাল এক অনুষ্ঠানে যেমন সাংবাদিকেরা নির্বাচক হাবিবুল বাশার সুমনকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সযত্নেই এড়িয়ে গেছেন তিনি।
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
২৪ মিনিট আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগে