ভারতের মাঠে জেতা অসম্ভব মনে করেন রমিজ

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

‘ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়’-বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্যাপারটা যেন এমনই। ভারতের বিপক্ষে দীর্ঘদিন টেস্ট সিরিজ জিততে পারছে না অস্ট্রেলিয়া। এবারও টেস্ট সিরিজ হাতছাড়া হয়ে গেছে অস্ট্রেলিয়ার থেকে। রমিজ রাজার মতে, ভারতের মাঠে ভারতকে হারানো অসম্ভব।

এবার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দুটো ম্যাচই তিনদিনে শেষ হয়েছে। দুটো টেস্টেই বাজেভাবে হেরেছে অস্ট্রেলিয়া। নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানের বড় ব্যবধানে জেতে ভারত। আর দিল্লি টেস্টে ৬ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। যেখানে তৃতীয় দিনের প্রথম সেশনেই ৯ উইকেট হারায় অজিরা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৭ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। দুই ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন ভারতের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন রমিজ। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক পিসিবি প্রধান বলেন, ‘যেভাবে অস্ট্রেলিয়া পার্থ অথবা ব্রিসবেনে উপমহাদেশের দলগুলোর বিপক্ষে জেতে, একই অবস্থা এখন অস্ট্রেলিয়ার হয়েছে। সব এখন বদলে গেছে। এতেই বোঝা যায়, ভারতের মাঠে টেস্ট খেলতে এলে অস্ট্রেলিয়া কখনোই প্রস্তুত হয়ে আসে না। ভারতের মাঠে ভারতকে হারানো অসম্ভব। স্পিনের বিপক্ষে সাদামাটা পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। এক সেশনেই ৯ উইকেট পড়ে গেছে। দুর্দান্ত বোলিং করেছে জাদেজা।’ 

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া সর্বশেষ জিতেছে ২০১৪-১৫ মৌসুমে। ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতেছিল অজিরা। এরপর ২০১৭,২০১৮-১৯, ২০২০-২১-টানা তিনটি সিরিজ জিতেছে ভারত। আর এবার তো ভারতীয় দল চার ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত