ক্রীড়া ডেস্ক
২০১৬ সালে অভিষেকের পর তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন মোটে ৩২ ম্যাচ। বলতে গেলে ক্যারিয়ারের শুরু থেকে জিম্বাবুয়ে দলে যাওয়া-আসার মধ্যে আছেন। সর্বশেষ ম্যাচটিও খেলেছেন সাত মাস আগে, গত বছরের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে।
তারিসাই মুসাকান্দাকে তাই খুব বেশি ক্রিকেটপ্রেমীর চেনার কথা নয়। তবে ২৭ বছর বয়সী ক্রিকেটারকে মানুষ এখন থেকে চিনবেন ‘গুরুতর অপরাধের’ কারণে।
মুসাকান্দার বিরুদ্ধে গাড়িচাপা দিয়ে দেশটির তারকা টেনিস খেলোয়াড় গিনয়াই চিঙ্গোকাকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ জন্য তিনি আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। ৩৮ বছর বয়সী চিঙ্গোকা ডেভিস কাপে জিম্বাবুয়েকে প্রতিনিধিত্ব করেছেন।
গত ১৬ জানুয়ারি রাতে জিম্বাবুয়ের রাজধানী হারারের সড়কে নিজের গাড়ি চালাচ্ছিলেন মুসাকান্দা। এ সময় চিঙ্গোকাকে চাপা দিয়ে বসেন তিনি। ঘটনাটিকে ‘না বুঝে হত্যা’ হিসেবে অভিহিত করা হয়েছে।
দুর্ঘটনায় চিঙ্গোকা বাঁ পা ও কনুইয়ে আঘাত পান। হাসপাতালে ভর্তির পর গত ২৭ জানুয়ারি মারা যান তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিঙ্গোকাকে চাপা দেওয়ার পর গাড়ি থামিয়ে নাকি দাঁড়িয়ে ছিলেন মুসাকান্দা। ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাটি পুলিশকে জানানোর নিয়ম থাকলেও তিনি জানিয়েছেন চিঙ্গোকার মৃত্যুর এক দিন পর (দুর্ঘটনার ১২ দিন পর।)
ময়নাতদন্ত প্রতিবেদনে সড়ক দুর্ঘটনাতেই চিঙ্গোকার মৃত্যুর কারণ বলা হয়েছে। এর জন্য দায়ী করা হয়েছে মুসাকান্দাকে।
এর আগেও একবার গাড়ি চালনাসংক্রান্ত ঝামেলায় পড়েছিলেন মুসাকান্দা। তা ছাড়া ২০২০ সালে মদ্যপানের অভিযোগে অস্ট্রেলিয়ার দল নিউ সিটি ক্লাব তাঁকে বরখাস্ত করে। এরপর তিনি দেশে ফিরে আসেন।
টেনিস সম্পর্কিত আরও পড়ুন:
২০১৬ সালে অভিষেকের পর তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন মোটে ৩২ ম্যাচ। বলতে গেলে ক্যারিয়ারের শুরু থেকে জিম্বাবুয়ে দলে যাওয়া-আসার মধ্যে আছেন। সর্বশেষ ম্যাচটিও খেলেছেন সাত মাস আগে, গত বছরের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে।
তারিসাই মুসাকান্দাকে তাই খুব বেশি ক্রিকেটপ্রেমীর চেনার কথা নয়। তবে ২৭ বছর বয়সী ক্রিকেটারকে মানুষ এখন থেকে চিনবেন ‘গুরুতর অপরাধের’ কারণে।
মুসাকান্দার বিরুদ্ধে গাড়িচাপা দিয়ে দেশটির তারকা টেনিস খেলোয়াড় গিনয়াই চিঙ্গোকাকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ জন্য তিনি আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। ৩৮ বছর বয়সী চিঙ্গোকা ডেভিস কাপে জিম্বাবুয়েকে প্রতিনিধিত্ব করেছেন।
গত ১৬ জানুয়ারি রাতে জিম্বাবুয়ের রাজধানী হারারের সড়কে নিজের গাড়ি চালাচ্ছিলেন মুসাকান্দা। এ সময় চিঙ্গোকাকে চাপা দিয়ে বসেন তিনি। ঘটনাটিকে ‘না বুঝে হত্যা’ হিসেবে অভিহিত করা হয়েছে।
দুর্ঘটনায় চিঙ্গোকা বাঁ পা ও কনুইয়ে আঘাত পান। হাসপাতালে ভর্তির পর গত ২৭ জানুয়ারি মারা যান তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিঙ্গোকাকে চাপা দেওয়ার পর গাড়ি থামিয়ে নাকি দাঁড়িয়ে ছিলেন মুসাকান্দা। ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাটি পুলিশকে জানানোর নিয়ম থাকলেও তিনি জানিয়েছেন চিঙ্গোকার মৃত্যুর এক দিন পর (দুর্ঘটনার ১২ দিন পর।)
ময়নাতদন্ত প্রতিবেদনে সড়ক দুর্ঘটনাতেই চিঙ্গোকার মৃত্যুর কারণ বলা হয়েছে। এর জন্য দায়ী করা হয়েছে মুসাকান্দাকে।
এর আগেও একবার গাড়ি চালনাসংক্রান্ত ঝামেলায় পড়েছিলেন মুসাকান্দা। তা ছাড়া ২০২০ সালে মদ্যপানের অভিযোগে অস্ট্রেলিয়ার দল নিউ সিটি ক্লাব তাঁকে বরখাস্ত করে। এরপর তিনি দেশে ফিরে আসেন।
টেনিস সম্পর্কিত আরও পড়ুন:
উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ কক্ষে হয় এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছে মন্ত্রণালয়।
৪০ মিনিট আগেআইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা না জিতলেও দুই আসরেই ফাইনাল খেলেছে ভারত। তবে এবার শিরোপার লড়াইয়ে উঠতে ব্যর্থ হয়েছে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জুনে অনুষ্ঠিতব্য ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ফাইনালে ভারত না থাকায় বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়ছে ক্রিকেট
১ ঘণ্টা আগেনিজেদের মাঠে ব্যর্থ এক চ্যাম্পিয়নস ট্রফি কাটল পাকিস্তানের। পুরো দলকে ধুয়ে দিলেন সাবেকরা। ক্রিকেট মাঠে সময়টা যখন বেশ খারপই যাচ্ছে, তখনই পারিবারিক এক বড় সুসংবাদ পেলেন হারিস রউফ। প্রথমবারের মতো সন্তানের বাবা হয়েছেন এই পেসার। হারিসে স্ত্রী মুজনা মাসুদ মালিকের ঘরে জন্ম নিয়েছে এক পুত্র সন্তান।
১ ঘণ্টা আগেরোহিত শর্মার নেতৃত্বে টানা দুইটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ভারত। দুবাইয়ে পরশু রাতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়নস ট্রফিতে। টানা দুইবার বৈশ্বিক শিরোপা জয়ে ১৫০ কোটির ভারত আনন্দে ভেসে থাকলেও এবার রাজকীয়ভাবে বরণ করা হচ্ছে না।
২ ঘণ্টা আগে