ক্রীড়া ডেস্ক
আইসিসি বাছাইপর্বে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সটা অব্যাহত রেখেছে জিম্বাবুয়ে। নিজেদের মাটিতে হওয়া টুর্নামেন্ট টানা তৃতীয় জয় পেয়েছে তারা। আজ ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ রানে হারিয়েছে স্বাগতিকেরা।
হারারেতে অবশ্য জয়ের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজরা। কিন্তু নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ক্যারিবিয়ানরা শেষ দিকে ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলায় প্রতিপক্ষের দেওয়া ২৬৯ রানের লক্ষ্য পেরোতে পারেনি। ২৩৩ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ওপেনার কাইল মায়ার্স। শেষ দিকে ক্যারিবিয়ানদের ধসে দেওয়া টেন্ডাই চাতারা ৫২ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেটশিকারি।
এর আগে প্রতিপক্ষকে ২৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়ার স্কোর পায় জিম্বাবুয়ে সিকান্দার রাজা ও রায়ান বার্লের জোড়া ফিফটিতে। ৫০ রান করেন বার্ল। আর ব্যাটিংয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন নেদারল্যান্ডসের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে দ্রুততম সেঞ্চুরি করা রাজা। ব্যাটিংয়ে দুর্দান্তে ফিফটির পর বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার।
সর্বশেষ বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুয়ের। এবার সেই আক্ষেপটা দূর হতে পারে তাদের। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর আগেই সুপার সিক্স নিশ্চিত হয়েছিল স্বাগতিকদের। এ জয়ে ২০২৩ বিশ্বকাপে সুযোগ পেতে ‘এ’ গ্রুপের অন্যান্য প্রতিপক্ষদের চেয়ে বেশ এগিয়ে থাকল তারা। গ্রুপের প্রতিপক্ষদের বিপক্ষে পাওয়া পয়েন্টগুলো সুপার সিক্সে তাদের নামের পাশে যোগ হবে। বর্তমানে ৩ ম্যাচে ৬ পয়েন্টে ‘এ’ গ্রুপের শীর্ষে তারা।
টুর্নামেন্টের অন্য ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাক্স ও’ডাউডের ৯০ রানের ইনিংসের সুবাদে ১৩৭ বল হাতে রেখেই ১৬৮ রানের লক্ষ্য পেরিয়ে যায় ডাচরা। জয়ের কাজটা অবশ্য প্রতিপক্ষকে ১৬৭ রানে অলআউট করে বোলাররাই করে রেখেছিল। ডাচদের হয়ে মাত্র ২৪ রানে ৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি লোগান ফন বিক।
আইসিসি বাছাইপর্বে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সটা অব্যাহত রেখেছে জিম্বাবুয়ে। নিজেদের মাটিতে হওয়া টুর্নামেন্ট টানা তৃতীয় জয় পেয়েছে তারা। আজ ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ রানে হারিয়েছে স্বাগতিকেরা।
হারারেতে অবশ্য জয়ের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজরা। কিন্তু নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ক্যারিবিয়ানরা শেষ দিকে ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলায় প্রতিপক্ষের দেওয়া ২৬৯ রানের লক্ষ্য পেরোতে পারেনি। ২৩৩ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ওপেনার কাইল মায়ার্স। শেষ দিকে ক্যারিবিয়ানদের ধসে দেওয়া টেন্ডাই চাতারা ৫২ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেটশিকারি।
এর আগে প্রতিপক্ষকে ২৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়ার স্কোর পায় জিম্বাবুয়ে সিকান্দার রাজা ও রায়ান বার্লের জোড়া ফিফটিতে। ৫০ রান করেন বার্ল। আর ব্যাটিংয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন নেদারল্যান্ডসের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে দ্রুততম সেঞ্চুরি করা রাজা। ব্যাটিংয়ে দুর্দান্তে ফিফটির পর বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার।
সর্বশেষ বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুয়ের। এবার সেই আক্ষেপটা দূর হতে পারে তাদের। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর আগেই সুপার সিক্স নিশ্চিত হয়েছিল স্বাগতিকদের। এ জয়ে ২০২৩ বিশ্বকাপে সুযোগ পেতে ‘এ’ গ্রুপের অন্যান্য প্রতিপক্ষদের চেয়ে বেশ এগিয়ে থাকল তারা। গ্রুপের প্রতিপক্ষদের বিপক্ষে পাওয়া পয়েন্টগুলো সুপার সিক্সে তাদের নামের পাশে যোগ হবে। বর্তমানে ৩ ম্যাচে ৬ পয়েন্টে ‘এ’ গ্রুপের শীর্ষে তারা।
টুর্নামেন্টের অন্য ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাক্স ও’ডাউডের ৯০ রানের ইনিংসের সুবাদে ১৩৭ বল হাতে রেখেই ১৬৮ রানের লক্ষ্য পেরিয়ে যায় ডাচরা। জয়ের কাজটা অবশ্য প্রতিপক্ষকে ১৬৭ রানে অলআউট করে বোলাররাই করে রেখেছিল। ডাচদের হয়ে মাত্র ২৪ রানে ৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি লোগান ফন বিক।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে