Ajker Patrika

রাজার নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারাল দুর্দান্ত জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ জুন ২০২৩, ১২: ১৬
রাজার নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারাল দুর্দান্ত জিম্বাবুয়ে

আইসিসি বাছাইপর্বে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সটা অব্যাহত রেখেছে জিম্বাবুয়ে। নিজেদের মাটিতে হওয়া টুর্নামেন্ট টানা তৃতীয় জয় পেয়েছে তারা। আজ ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ রানে হারিয়েছে স্বাগতিকেরা। 

হারারেতে অবশ্য জয়ের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজরা। কিন্তু নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ক্যারিবিয়ানরা শেষ দিকে ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলায় প্রতিপক্ষের দেওয়া ২৬৯ রানের লক্ষ্য পেরোতে পারেনি। ২৩৩ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ওপেনার কাইল মায়ার্স। শেষ দিকে ক্যারিবিয়ানদের ধসে দেওয়া টেন্ডাই চাতারা ৫২ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেটশিকারি। 

এর আগে প্রতিপক্ষকে ২৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়ার স্কোর পায় জিম্বাবুয়ে সিকান্দার রাজা ও রায়ান বার্লের জোড়া ফিফটিতে। ৫০ রান করেন বার্ল। আর ব্যাটিংয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন নেদারল্যান্ডসের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে দ্রুততম সেঞ্চুরি করা রাজা। ব্যাটিংয়ে দুর্দান্তে ফিফটির পর বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার। 
 
সর্বশেষ বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুয়ের। এবার সেই আক্ষেপটা দূর হতে পারে তাদের। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর আগেই সুপার সিক্স নিশ্চিত হয়েছিল স্বাগতিকদের। এ জয়ে ২০২৩ বিশ্বকাপে সুযোগ পেতে ‘এ’ গ্রুপের অন্যান্য প্রতিপক্ষদের চেয়ে বেশ এগিয়ে থাকল তারা। গ্রুপের প্রতিপক্ষদের বিপক্ষে পাওয়া পয়েন্টগুলো সুপার সিক্সে তাদের নামের পাশে যোগ হবে। বর্তমানে ৩ ম্যাচে ৬ পয়েন্টে ‘এ’ গ্রুপের শীর্ষে তারা। 

টুর্নামেন্টের অন্য ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাক্স ও’ডাউডের ৯০ রানের ইনিংসের সুবাদে ১৩৭ বল হাতে রেখেই ১৬৮ রানের লক্ষ্য পেরিয়ে যায় ডাচরা। জয়ের কাজটা অবশ্য প্রতিপক্ষকে ১৬৭ রানে অলআউট করে বোলাররাই করে রেখেছিল। ডাচদের হয়ে মাত্র ২৪ রানে ৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি লোগান ফন বিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত