ক্রীড়া ডেস্ক
আর্থিক কেলেঙ্কারির কারণে খেলোয়াড়দের শাস্তির ঘটনা নতুন কিছু নয়। অনেক সময় জড়িয়ে যান তাঁদের পরিবারের সদস্যরাও। কোটি টাকা আত্মসাতের এক মামলায় এবার ফেঁসে গেলেন ভারতের এক ক্রিকেটারের বাবা।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের গত রাতের এক খবরে জানা গেছে, নামান ওঝার বাবা বিনয় ওঝাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৭ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯ লাখ ৭৮ হাজার টাকা। বিনয়ের সঙ্গে ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ফেঁসেছেন আরও তিন জন। অভিষেক রত্নম ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। পাশাপাশি তাঁর জরিমানা হয়েছে ১০ লাখ রুপি। ধনরাজ পাওয়ার, লাখান হিঙ্গে-এই দুই জনকেই ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুজনেরই জরিমানা ৭ লাখ রুপি। টাইমস অব ইন্ডিয়াকে আইনজীবী বিশাল কোদালে বলেছেন, ‘অভিষেক রত্নম, বিনয় ওঝা এজেন্টের মাধ্যমে ফেক অ্যাকাউন্ট খুলেছেন এবং ১ কোটি ২৫ লাখ রুপি আত্মসাৎ করেছে।’
বিনয়ের অর্থ আত্মসাতের ঘটনা ১১ বছরের পুরোনো। ২০১৩ সালে ‘ব্যাংক অব মহারাষ্ট্র’ নামের একটি ব্যাংকের মধ্যপ্রদেশের বেতুল শাখায় ১ কোটি ২৫ লাখ রুপি আত্মসাৎ করা হয়েছিল। বাংলাদেশি হিসেবে সেটা ১ কোটি ৭৫ লাখ টাকা। অর্থ আত্মসাতের সময় বিনয় সেই শাখার ম্যানেজার ছিলেন বলে জানা গেছে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, পুলিশ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছিল। তবে গতকাল মধ্যপ্রদেশের মুলতাই অতিরিক্ত আদালত রায়ে শাস্তি দিয়েছেন চার জনকে। পাবলিক প্রসিকিউটর রাজেশ সাবলে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘তদন্তের সময় জানা গেছে, ব্যাংক কর্মকর্তাদের পাসওয়ার্ড জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে।’
নামান ভারতের জার্সিতে সব মিলিয়ে খেলেছেন ৪ ম্যাচ। ওয়ানডে, টেস্ট খেলেছেন একটি করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২ ম্যাচ। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে নামান অবসর নিয়েছেন। আইপিএলে ১১৩ ম্যাচে ২০.৭২ গড় ও ১১৮.৩৫ স্ট্রাইকরেটে করেন ১৫৫৪ রান।
আর্থিক কেলেঙ্কারির কারণে খেলোয়াড়দের শাস্তির ঘটনা নতুন কিছু নয়। অনেক সময় জড়িয়ে যান তাঁদের পরিবারের সদস্যরাও। কোটি টাকা আত্মসাতের এক মামলায় এবার ফেঁসে গেলেন ভারতের এক ক্রিকেটারের বাবা।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের গত রাতের এক খবরে জানা গেছে, নামান ওঝার বাবা বিনয় ওঝাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৭ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯ লাখ ৭৮ হাজার টাকা। বিনয়ের সঙ্গে ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ফেঁসেছেন আরও তিন জন। অভিষেক রত্নম ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। পাশাপাশি তাঁর জরিমানা হয়েছে ১০ লাখ রুপি। ধনরাজ পাওয়ার, লাখান হিঙ্গে-এই দুই জনকেই ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুজনেরই জরিমানা ৭ লাখ রুপি। টাইমস অব ইন্ডিয়াকে আইনজীবী বিশাল কোদালে বলেছেন, ‘অভিষেক রত্নম, বিনয় ওঝা এজেন্টের মাধ্যমে ফেক অ্যাকাউন্ট খুলেছেন এবং ১ কোটি ২৫ লাখ রুপি আত্মসাৎ করেছে।’
বিনয়ের অর্থ আত্মসাতের ঘটনা ১১ বছরের পুরোনো। ২০১৩ সালে ‘ব্যাংক অব মহারাষ্ট্র’ নামের একটি ব্যাংকের মধ্যপ্রদেশের বেতুল শাখায় ১ কোটি ২৫ লাখ রুপি আত্মসাৎ করা হয়েছিল। বাংলাদেশি হিসেবে সেটা ১ কোটি ৭৫ লাখ টাকা। অর্থ আত্মসাতের সময় বিনয় সেই শাখার ম্যানেজার ছিলেন বলে জানা গেছে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, পুলিশ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছিল। তবে গতকাল মধ্যপ্রদেশের মুলতাই অতিরিক্ত আদালত রায়ে শাস্তি দিয়েছেন চার জনকে। পাবলিক প্রসিকিউটর রাজেশ সাবলে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘তদন্তের সময় জানা গেছে, ব্যাংক কর্মকর্তাদের পাসওয়ার্ড জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে।’
নামান ভারতের জার্সিতে সব মিলিয়ে খেলেছেন ৪ ম্যাচ। ওয়ানডে, টেস্ট খেলেছেন একটি করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২ ম্যাচ। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে নামান অবসর নিয়েছেন। আইপিএলে ১১৩ ম্যাচে ২০.৭২ গড় ও ১১৮.৩৫ স্ট্রাইকরেটে করেন ১৫৫৪ রান।
আয়োজক হয়েও চ্যাম্পিয়নস ট্রফিতে আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বেজে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তানের। তবে এই হতাশা নিয়ে বসে থাকলে তো চলবে না। তাদের এখন প্রস্তুত হতে হবে নিউজিল্যান্ড সিরিজের জন্য।
২৩ মিনিট আগেতেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে আজ রাতে মুখোমুখি হবে আল নাসর ও এস্তেগলাল। এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচ শুরু হবে রাত ১০টায়। তবে এই ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর গতকাল ইরানে পৌঁছালেও...
১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) আজ শুরুর দিনেই বেঁধে গেল ঝামেল। যার ফলে ম্যাচ ৩০ মিনিট বন্ধ রাখতে হয়েছে। ঝামেলা বেঁধেছে বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে। প্রাইম ব্যাংকের ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে ফাহাদ হোসেনকে এক্সট্রা...
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুতেই সেঞ্চুরি করেছেন ইফতেখার হোসেন ইফতি। তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
৪ ঘণ্টা আগে