Ajker Patrika

কোটি টাকা আত্মসাতের মামলায় ভারতীয় ক্রিকেটারের বাবার কঠিন শাস্তি

ক্রীড়া ডেস্ক    
কোটি টাকা আত্মসাতের মামলায় ফেঁসে গেছেন নামান ওঝার বাবা। ছবি: সংগৃহীত
কোটি টাকা আত্মসাতের মামলায় ফেঁসে গেছেন নামান ওঝার বাবা। ছবি: সংগৃহীত

আর্থিক কেলেঙ্কারির কারণে খেলোয়াড়দের শাস্তির ঘটনা নতুন কিছু নয়। অনেক সময় জড়িয়ে যান তাঁদের পরিবারের সদস্যরাও। কোটি টাকা আত্মসাতের এক মামলায় এবার ফেঁসে গেলেন ভারতের এক ক্রিকেটারের বাবা।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের গত রাতের এক খবরে জানা গেছে, নামান ওঝার বাবা বিনয় ওঝাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৭ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯ লাখ ৭৮ হাজার টাকা। বিনয়ের সঙ্গে ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ফেঁসেছেন আরও তিন জন। অভিষেক রত্নম ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। পাশাপাশি তাঁর জরিমানা হয়েছে ১০ লাখ রুপি। ধনরাজ পাওয়ার, লাখান হিঙ্গে-এই দুই জনকেই ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুজনেরই জরিমানা ৭ লাখ রুপি। টাইমস অব ইন্ডিয়াকে আইনজীবী বিশাল কোদালে বলেছেন, ‘অভিষেক রত্নম, বিনয় ওঝা এজেন্টের মাধ্যমে ফেক অ্যাকাউন্ট খুলেছেন এবং ১ কোটি ২৫ লাখ রুপি আত্মসাৎ করেছে।’

বিনয়ের অর্থ আত্মসাতের ঘটনা ১১ বছরের পুরোনো। ২০১৩ সালে ‘ব্যাংক অব মহারাষ্ট্র’ নামের একটি ব্যাংকের মধ্যপ্রদেশের বেতুল শাখায় ১ কোটি ২৫ লাখ রুপি আত্মসাৎ করা হয়েছিল। বাংলাদেশি হিসেবে সেটা ১ কোটি ৭৫ লাখ টাকা। অর্থ আত্মসাতের সময় বিনয় সেই শাখার ম্যানেজার ছিলেন বলে জানা গেছে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, পুলিশ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছিল। তবে গতকাল মধ্যপ্রদেশের মুলতাই অতিরিক্ত আদালত রায়ে শাস্তি দিয়েছেন চার জনকে। পাবলিক প্রসিকিউটর রাজেশ সাবলে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘তদন্তের সময় জানা গেছে, ব্যাংক কর্মকর্তাদের পাসওয়ার্ড জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে।’

নামান ভারতের জার্সিতে সব মিলিয়ে খেলেছেন ৪ ম্যাচ। ওয়ানডে, টেস্ট খেলেছেন একটি করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২ ম্যাচ। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে নামান অবসর নিয়েছেন। আইপিএলে ১১৩ ম্যাচে ২০.৭২ গড় ও ১১৮.৩৫ স্ট্রাইকরেটে করেন ১৫৫৪ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত