Ajker Patrika

এমন সুযোগ প্রতি বছর মেলে না, জয়ের পর যুক্তরাষ্ট্রের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ জুন ২০২৪, ২০: ১০
এমন সুযোগ প্রতি বছর মেলে না, জয়ের পর যুক্তরাষ্ট্রের অধিনায়ক

সুপার ওভারে ম্যাচ জয়ের নায়ক সৌরভ নেত্রভালকার হলেও যুক্তরাষ্ট্রকে ম্যাচ জয়ের ভিত গড়ে দেন মোনাঙ্ক প্যাটেল। দলের অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে হারানোর বুহ্য তৈরি করেন। 

মোনাঙ্কারের ফিফটিতেই নির্ধারিত ওভার শেষে ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ১৫৯ রানের বিপরীতে ঠিক ১৫৯ রান করে যুক্তরাষ্ট্র। পরে সুপার ওভারে ১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নেত্রভালকারের ওভার থেকে ১৩ রানের বেশি নিতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। আর এতেই ঐতিহাসিক জয় পায় যুক্তরাষ্ট্র। 

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমে পূর্ণ সদস্য এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর গৌরব অর্জন করে যুক্তরাষ্ট্র। অধিনায়ক হিসেবে দলকে এমন জয় এনে দেওয়ায় ভীষণ খুশি মোনাঙ্ক। এমন সুযোগ যে কমই পাওয়া যায় সেটাও জানিয়েছেন তিনি। 

ওপেনিংয়ে নেমে ৩৮ বলে ৫০ রানের ইনিংস খেলে যুক্তরাষ্ট্রের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোনাঙ্ক। ১ ছক্কা এবং ৭ চারে সাজানো ইনিংসটির জন্য পরে ম্যাচসেরা হয়েছেন তিনি। পুরস্কার নিতে এসে ম্যাচ জয়ের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমাদের জন্য বিরাট অর্জন। প্রথম সাক্ষাতে পাকিস্তানকে হারানোটা। আমাদের বিশ্বাস ছিল লক্ষ্যটা তাড়া করতে পারব। প্রয়োজন ছিল শুরুর তিন উইকেটে দুর্দান্ত জুটি। আন্দ্রিস গুসের সঙ্গে ১২ তম ওভার পর্যন্ত ব্যাটিং করে ম্যাচটা আমাদের হাতে নিতে পেরেছিলাম।’ 

পাকিস্তানকে হারানোর এমন সুযোগ যে সব সময় পাওয়া যায় না সেটাও জানিয়েছেন মোনাঙ্কা। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের ম্যাচে আপনি প্রতি বছর এমন সুযোগ পাবেন না। তাই জানতাম পাকিস্তানের বিপক্ষে প্রতিটি বলে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। সেটার ফলই হচ্ছে এই দলীয় প্রচেষ্টা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত