বিশেষ কীর্তি গড়া বাংলাদেশের ম্যাচ কবে, কখন ও কোথায় 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১২: ২৬
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৪: ৫৯

কয়েক ঘণ্টা পরই দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই দক্ষিণ আফ্রিকা, যেখানে চার বছর আগে বিশ্বজয়ের কীর্তি গড়েছিলেন বাংলাদেশের যুবারা। আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল। 

মূলত এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে শ্রীলঙ্কা আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় সেখানে আর হচ্ছে না। টুর্নামেন্টের আয়োজন স্বত্ব পায় দক্ষিণ আফ্রিকা। ২০২০-এর ৯ ফেব্রুয়ারি পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে ভারতের বিপক্ষে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯, জাতীয় দল—সব মিলে এটাই বাংলাদেশের প্রথম কোনো বিশ্বকাপ। তাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিশেষ এক কীর্তিও গড়ে ফেলে বাংলাদেশ। একবার ফাইনাল খেলে সেবারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ—তারাও একবার করে যুব বিশ্বকাপ জিতেছে ঠিকই। তবে তাদেরও রানার্সআপ হওয়ার রেকর্ড হয়েছে। বাংলাদেশ এখনো পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হয়নি। 

২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬ দল। চার গ্রুপে রয়েছে চারটি করে দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচ। মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বেই গত বছরের ডিসেম্বরে দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে হেসেখেলেই ভারতকে হারিয়ে দিয়েছিল তারা। 

রাউন্ড রবিন পদ্ধতির গ্রুপ পর্বের পর হবে সুপার সিক্স পর্ব। এবারের বিশ্বকাপে সব মিলে ম্যাচ হবে ৪১টি। ১১ ফেব্রুয়ারি বেনোনির উইলিমুর পার্কে হবে টুর্নামেন্টের ফাইনাল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখন পর্যন্ত ১৪ বার আয়োজিত হয়েছে। সবচেয়ে বেশি পাাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে দুবার। ২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের উচ্ছ্বাস২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড
গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া
গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেপাল

বাংলাদেশ ম্যাচের সূচি: 
প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২০ জানুয়ারি, ২০২৪ 
প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২২ জানুয়ারি, ২০২৪ 
প্রতিপক্ষ: যুক্তরাষ্ট্র; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২৬ জানুয়ারি, ২০২৪ 
সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত