‘ফিনিশ’ করতে না পারার আক্ষেপ সাইফউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: সাদা বলের ক্রিকেটে শেষ দিকে দ্রুত রান তোলার ব্যাটসম্যান কম–বেশি সব দলেই এখন থাকে। তবে বাংলাদেশ দলে এই শূন্যতা কিছুতেই পূরণ হচ্ছে না। বিভিন্ন সময়ে অনেককে দিয়ে চেষ্টা করা হয়েছে, সমাধান পায়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বর্তমানে দায়িত্বটা বর্তাচ্ছে মোহাম্মদ সাইফউদ্দিনের কাঁধে। অন্যরা কী বলবেন, পেস বোলিং অলরাউন্ডার নিজেই তো তাঁর ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন।

সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটে পড়ার আগে সাইফউদ্দিন খেলেছেন দুটি ওয়ানডে। প্রথম ম্যাচে আটে নেমে করেছেন ৯ বলে ১৩ রান। দ্বিতীয় ম্যাচে মাথায় আঘাত পাওয়ার আগে নয়ে নেমে করেছিলেন ৩০ বলে ১১ রান। চোট কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন সাইফউদ্দিন। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর আগে আজ শ্রীলঙ্কা সিরিজে নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে ২৪ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার বললেন, ‘সন্তুষ্টির কথা বললে সে হিসেবে কিছুই করতে পারিনি। তবে এটাও ঠিক ভালোর কোনো শেষ নেই। ভালো করতে নিজের তাগিদ যেমন থাকতে হবে, ম্যাচ ও অনুশীলনে অনেক সুযোগও পেতে হবে। আজ-কাল বললাম আর এক সপ্তাহ বা মাসের মধ্যে সেরা ফিনিশার হয়ে যাব—এটা কঠিন। হয়তো ঘরোয়া ক্রিকেটে নিজেকে কিছুটা প্রমাণ করতে পেরেছি। আন্তর্জাতিক পর্যায়ে সেভাবে পারিনি।’

এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে খেলা সাইফউদ্দিন ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ১৭ ইনিংসে। সাত, আট ও নয়—তিন পজিশনে ব্যাটিং করেছেন। এর মধ্যে আট নম্বর পজিশনে ১০ ইনিংস ব্যাটিং করে ৩৫.৬০ গড়ে করেছেন ১৭৮ রান। ক্যারিয়ারে দুটি ফিফটি পেয়েছেন এই পজিশনে।

এবারের ডিপিএলে আবাহনী লিমিটেডে হয়ে খেলছেন সাইফউদ্দিন। ঘরোয়া ক্রিকেটে ফিনিশারের দায়িত্বটা ভালোভাবেই পালন করতে চান তিনি। কদিন আগেও তিনি জাতীয় দলে পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করার আগ্রহের কথা জানিয়েছিলেন। এবার আবাহনীর হয়ে সেই আগ্রহের কথা আরও একবার জানালেন সাইফউদ্দিন, ‘সুযোগ আসবে না এটাই বাস্তবতা। সাতেই ব্যাটিং করতে হবে। অবশ্যই টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে নামাবে না। তবু এক-দুইটা ম্যাচে সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত