দুর্ঘটনা থেকে সেরে উঠছেন পন্ত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২: ৪৬
Thumbnail image

সড়ক দুর্ঘটনার পর এই প্রথম কথা বললেন ঋষভ পন্ত। ‘মৃত্যুকূপ’ থেকে বেঁচে যাওয়া পন্ত জানালেন নিজের চিকিৎসার বর্তমান অবস্থা। 

গতকাল সন্ধ্যায় নিজের টুইটার অ্যাকাউন্টে বিশাল স্ট্যাটাস দিয়েছেন পন্ত। বিপদে পাশে থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), জয় শাহ ও সরকারি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার টুইট করেছেন, ‘পাশে থাকায় সবার প্রতি আমি কৃতজ্ঞ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।’ 

‘বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু’—এ কথার প্রমাণই যেন গতকাল মিলেছে পন্তের কথায়। প্রাণে বাঁচানো রজত কুমার ও নিশু কুমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পন্ত। ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘এ দুই হিরোর অবদান আমাকে স্বীকার করতে হবে। রজত কুমার ও নিশু কুমারকে ধন্যবাদ। যাঁরা দুর্ঘটনার সময় আমাকে সাহায্য করেছেন এবং নিরাপদে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। আমি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ ও চিরঋণী।’ 

পন্ত আরও বলেন, ‘অন্তরের অন্তস্থল থেকে ভক্ত, সতীর্থ, চিকিৎসক সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাকে উৎসাহ দিয়েছেন। আপনাদের সবাইকে মাঠে দেখতে উন্মুখ হয়ে আছি।’ 

গত বছরের ৩০ ডিসেম্বর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পন্ত। ঘুমন্ত অবস্থায় গাড়ি চালিয়ে উত্তরাখন্ডের রুরকি শহরের কাছে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগেছিল তাঁর গাড়ির। দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছেন, হাঁটুর তিনটা গুরুত্বপূর্ণ লিগামেন্টে চিড় ধরা পড়েছে। এবারের আইপিএল তো বটেই, এমনকি অক্টোবর-নভেম্বরে নিজেদের মাঠে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে ঘোর সংশয় রয়েছে তাঁর ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত