নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। চ্যাম্পিয়নদের জন্য এরই মধ্যে পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিবি। এবার বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যত দূর জানা গেল, সাবিনা-মারিয়াদের জন্য এক কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা দিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। সে জন্য বিকেল ৫টা থেকে বাফুফে ভবনে এসে অপেক্ষা করছেন আসিফ মাহমুদ। শুধু অর্থ পুরস্কারই নয়, আরও কিছু সুখবরও পেতে যাচ্ছেন সাফজয়ীরা।
হিমালয় জয় করার পর দুপুরে দেশে পা রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরও বাফুফেতে এসে পৌঁছাতে পারেননি তাঁরা। পথে পথে সমর্থকদের জন্য পড়তে হচ্ছে মধুর বিড়ম্বনায়।
এদিকে বিকেলে সাফজয়ীদের জন্য পুরস্কারের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’
এর আগে ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জেতে বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি।
নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। চ্যাম্পিয়নদের জন্য এরই মধ্যে পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিবি। এবার বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যত দূর জানা গেল, সাবিনা-মারিয়াদের জন্য এক কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা দিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। সে জন্য বিকেল ৫টা থেকে বাফুফে ভবনে এসে অপেক্ষা করছেন আসিফ মাহমুদ। শুধু অর্থ পুরস্কারই নয়, আরও কিছু সুখবরও পেতে যাচ্ছেন সাফজয়ীরা।
হিমালয় জয় করার পর দুপুরে দেশে পা রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরও বাফুফেতে এসে পৌঁছাতে পারেননি তাঁরা। পথে পথে সমর্থকদের জন্য পড়তে হচ্ছে মধুর বিড়ম্বনায়।
এদিকে বিকেলে সাফজয়ীদের জন্য পুরস্কারের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’
এর আগে ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জেতে বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩৪ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে