ক্রীড়া ডেস্ক
ব্রিজটাউনে রোভম্যান পাওয়েলের তাণ্ডব দেখল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ২০ রানের জয়ে আসল নায়ক রোভম্যান। ব্যাটকে তলোয়ার বানিয়ে একাই করছেন ৫৩ বলে ১০৭ রান।
রোভম্যানের ব্যাটিং তাণ্ডব ও নিকোলাস পুরানের ঝোড়ো ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ২২৪ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেটে ২০৪ রানে থেমে যায় ইংল্যান্ড।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৪৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে নিকোলাস পুরান ও রোভম্যান মিলে গড়েন দারুণ এক জুটি। এ দুজন দলকে নিয়ে যান ১৭০ রানে। পুরানের বিদায়ে ভাঙে এ জুটি। ৪৩ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৭০ রান করেন পুরান। তবে অন্য প্রান্তে ঝড় অব্যাহত রেখে সেঞ্চুরি তুলে নেন রোভম্যান। দলীয় ২১০ রানে ফেরেন তিনি। ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ২০১ স্ট্রাইক রেটে ১০৭ রান। তাঁর ইনিংসে ৪টি চারের পাশাপাশি ছিল ১০টি ছয়ের মার। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ থামে ২২৪ রানে।
জবাব দিতে নেমে ৩৩ রানে ফেরেন জেসন রয় (১৯)। এক প্রান্তে উইকেট পতন অব্যাহত থাকলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন টম ব্যান্টন। ৩৯ বলে ৭৩ রান করেন এই ব্যাটার। নিচের দিকে ফিল সল্ট করেন ২৪ বলে ৫৭ রান। এর পরও শেষ পর্যন্ত ২০৪ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। উইন্ডিজ ম্যাচ জিতে নেয় ২০ রানে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
ব্রিজটাউনে রোভম্যান পাওয়েলের তাণ্ডব দেখল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ২০ রানের জয়ে আসল নায়ক রোভম্যান। ব্যাটকে তলোয়ার বানিয়ে একাই করছেন ৫৩ বলে ১০৭ রান।
রোভম্যানের ব্যাটিং তাণ্ডব ও নিকোলাস পুরানের ঝোড়ো ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ২২৪ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেটে ২০৪ রানে থেমে যায় ইংল্যান্ড।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৪৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে নিকোলাস পুরান ও রোভম্যান মিলে গড়েন দারুণ এক জুটি। এ দুজন দলকে নিয়ে যান ১৭০ রানে। পুরানের বিদায়ে ভাঙে এ জুটি। ৪৩ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৭০ রান করেন পুরান। তবে অন্য প্রান্তে ঝড় অব্যাহত রেখে সেঞ্চুরি তুলে নেন রোভম্যান। দলীয় ২১০ রানে ফেরেন তিনি। ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ২০১ স্ট্রাইক রেটে ১০৭ রান। তাঁর ইনিংসে ৪টি চারের পাশাপাশি ছিল ১০টি ছয়ের মার। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ থামে ২২৪ রানে।
জবাব দিতে নেমে ৩৩ রানে ফেরেন জেসন রয় (১৯)। এক প্রান্তে উইকেট পতন অব্যাহত থাকলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন টম ব্যান্টন। ৩৯ বলে ৭৩ রান করেন এই ব্যাটার। নিচের দিকে ফিল সল্ট করেন ২৪ বলে ৫৭ রান। এর পরও শেষ পর্যন্ত ২০৪ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। উইন্ডিজ ম্যাচ জিতে নেয় ২০ রানে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৩৪ মিনিট আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৩ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৪ ঘণ্টা আগে