ক্রীড়া ডেস্ক
লাহোর থেকে মাউন্ট মঙ্গানুই-গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব প্রায় ১৩ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে ৪৭ বছর। দীর্ঘ এই সময়ে কত রেকর্ড ভাঙা-গড়ার খেলা হয়েছে। পাকিস্তানি কিংবদন্তি মুদাসসর নজারের বহু পুরোনো এক রেকর্ড প্রায় ভেঙেই গিয়েছিল আজ।
লাল বলের ক্রিকেটে মাটি আঁকড়ে কীভাবে পড়ে থাকতে হয়, সেটা আজ নতুন করে দেখালেন জিৎ রাভাল। বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে ৫৫১ মিনিটে সেঞ্চুরি করেছেন রাভাল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিসট্রিক্টসের হয়ে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। ম্যাচের চতুর্থ দিনে আজ সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে করেছেন কিউই এই ক্রিকেটার। সময়ের হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় এটা তৃতীয়। সবার ওপরে এখনো আছে নজারের সেই রেকর্ড। ১৯৭৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫৭ মিনিটে তিন অঙ্ক ছুঁয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি।
রাভাল ৫৫১ মিনিটের ম্যারাথন ইনিংসের শুরুটা করেছিলেন ৮ ডিসেম্বর শেষ বিকেলে। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনি ৫৮৯ মিনিট ব্যাটিং করেছেন। ৩৯৬ বলে ১০৭ রান করে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১০ চার মেরেছেন তিনি। সেন্ট্রাল ডিসট্রিক্টস-নর্দান ডিসট্রিক্টস ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে। নর্দার্ন প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছে। এরপর সেন্ট্রাল তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৯১ রান। ১৮৭ রানে পিছিয়ে থাকা নর্দার্ন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৬২ রান করতেই শেষ হয়ে যায় ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটে রাভাল সবশেষ ম্যাচ খেলেছেন ২০২০-এর জানুয়ারিতে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে ৪৩ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের জার্সিতে কেবল তিনি ২৪ টেস্ট খেলেন। ৩০.০৭ গড়ে করেন ১১৪৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি করেন ৭ ফিফটি।
রাভাল ও নজারের মাঝে আছেন সাদাগোপান রমেশ। ৫৫৬ মিনিটে সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় রমেশ আছেন তিনে। ২০০১ সালে চেন্নাইয়ে কেরালার বিপক্ষে সেঞ্চুরি করে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। রমেশ খেলেন তামিলনাড়ুর হয়ে।
দল | মিনিট | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
মুদাসসর নজার পাকিস্তান | ৫৫৭ | ইংল্যান্ড | লাহোর | ১৯৭৭ |
সাদাগোপান রমেশ তামিলনাড়ু | ৫৫৬ | কেলারা | চেন্নাই | ২০০১ |
জিৎ রাভাল নর্দার্ন ডিসট্রিক্টস | ৫৫১ | সেন্ট্রাল ডিসট্রিক্টস | মাউন্ট মঙ্গানুই | ২০২৪ |
প্রশান্ত মহাপাত্র উড়িষ্যা | ৫৫০ | বেঙ্গল | বাড়িপাড়া | ১৯৯৫ |
জ্যাকি ম্যাকগ্লু দক্ষিণ আফ্রিকা | ৫৪৫ | অস্ট্রেলিয়া | ডারবান | ১৯৫৮ |
লাহোর থেকে মাউন্ট মঙ্গানুই-গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব প্রায় ১৩ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে ৪৭ বছর। দীর্ঘ এই সময়ে কত রেকর্ড ভাঙা-গড়ার খেলা হয়েছে। পাকিস্তানি কিংবদন্তি মুদাসসর নজারের বহু পুরোনো এক রেকর্ড প্রায় ভেঙেই গিয়েছিল আজ।
লাল বলের ক্রিকেটে মাটি আঁকড়ে কীভাবে পড়ে থাকতে হয়, সেটা আজ নতুন করে দেখালেন জিৎ রাভাল। বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে ৫৫১ মিনিটে সেঞ্চুরি করেছেন রাভাল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিসট্রিক্টসের হয়ে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। ম্যাচের চতুর্থ দিনে আজ সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে করেছেন কিউই এই ক্রিকেটার। সময়ের হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় এটা তৃতীয়। সবার ওপরে এখনো আছে নজারের সেই রেকর্ড। ১৯৭৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫৭ মিনিটে তিন অঙ্ক ছুঁয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি।
রাভাল ৫৫১ মিনিটের ম্যারাথন ইনিংসের শুরুটা করেছিলেন ৮ ডিসেম্বর শেষ বিকেলে। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনি ৫৮৯ মিনিট ব্যাটিং করেছেন। ৩৯৬ বলে ১০৭ রান করে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১০ চার মেরেছেন তিনি। সেন্ট্রাল ডিসট্রিক্টস-নর্দান ডিসট্রিক্টস ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে। নর্দার্ন প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছে। এরপর সেন্ট্রাল তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৯১ রান। ১৮৭ রানে পিছিয়ে থাকা নর্দার্ন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৬২ রান করতেই শেষ হয়ে যায় ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটে রাভাল সবশেষ ম্যাচ খেলেছেন ২০২০-এর জানুয়ারিতে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে ৪৩ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের জার্সিতে কেবল তিনি ২৪ টেস্ট খেলেন। ৩০.০৭ গড়ে করেন ১১৪৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি করেন ৭ ফিফটি।
রাভাল ও নজারের মাঝে আছেন সাদাগোপান রমেশ। ৫৫৬ মিনিটে সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় রমেশ আছেন তিনে। ২০০১ সালে চেন্নাইয়ে কেরালার বিপক্ষে সেঞ্চুরি করে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। রমেশ খেলেন তামিলনাড়ুর হয়ে।
দল | মিনিট | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
মুদাসসর নজার পাকিস্তান | ৫৫৭ | ইংল্যান্ড | লাহোর | ১৯৭৭ |
সাদাগোপান রমেশ তামিলনাড়ু | ৫৫৬ | কেলারা | চেন্নাই | ২০০১ |
জিৎ রাভাল নর্দার্ন ডিসট্রিক্টস | ৫৫১ | সেন্ট্রাল ডিসট্রিক্টস | মাউন্ট মঙ্গানুই | ২০২৪ |
প্রশান্ত মহাপাত্র উড়িষ্যা | ৫৫০ | বেঙ্গল | বাড়িপাড়া | ১৯৯৫ |
জ্যাকি ম্যাকগ্লু দক্ষিণ আফ্রিকা | ৫৪৫ | অস্ট্রেলিয়া | ডারবান | ১৯৫৮ |
লাসিথ মালিঙ্গা অবসর নিলেও তাঁর মতো বোলিং অ্যাকশন নিয়ে আলোচনায় উঠে আসেন মাতিশা পাতিরানা। এবার গতির ঝড় তুলতে শ্রীলঙ্কা দলে চলে এলেন আরেক ‘মালিঙ্গা’। দেশটির ফাস্ট বোলিং প্রতিযোগিতায় যিনি কিনা প্রথম হয়েছিলেন ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতিতে বল করে। লঙ্কা দলের নতুন এই পেসারের নাম ঈশান মালিঙ্গা।
৯ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব সম্পর্কে পাকিস্তানের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি বলাবলি করেন সাধারণত। তবে এবার এই বিতর্ক যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। দুই দিন পরেই বক্সিং ডে টেস্ট—তার আগমুহূর্তে প্যাট কামিন্স-স্টিভেন স্মিথরা
১১ ঘণ্টা আগেজোহানেসবার্গে সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়েছে পাকিস্তান। তবে অতিথিদের জয়ের পাশাপাশি ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আরও ‘ওয়ান্ডারফুল’ ঘটনাও ঘটেছে গতকাল। খেলা দেখতে আসা এক তরুণী সন্তানের মা হয়েছেন স্টেডিয়ামেই। আরেকজন বান্ধবীকে পরিয়ে দিয়েছেন বিয়ের আংটি।
১৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-ভারত বোর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনার কোনো শেষ নেই। মাঠের পারফরম্যান্স না যতটা, তার চেয়ে বেশি অন্যান্য ঘটনা নিয়ে তর্ক-বিতর্ক চলে।এবার অনুশীলন গ্রাউন্ডের পিচ নিয়ে শোনা গেছে রহস্যময় কথা।
১৩ ঘণ্টা আগে