ক্রীড়া ডেস্ক
লাহোর থেকে মাউন্ট মঙ্গানুই-গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব প্রায় ১৩ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে ৪৭ বছর। দীর্ঘ এই সময়ে কত রেকর্ড ভাঙা-গড়ার খেলা হয়েছে। পাকিস্তানি কিংবদন্তি মুদাসসর নজারের বহু পুরোনো এক রেকর্ড প্রায় ভেঙেই গিয়েছিল আজ।
লাল বলের ক্রিকেটে মাটি আঁকড়ে কীভাবে পড়ে থাকতে হয়, সেটা আজ নতুন করে দেখালেন জিৎ রাভাল। বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে ৫৫১ মিনিটে সেঞ্চুরি করেছেন রাভাল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিসট্রিক্টসের হয়ে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। ম্যাচের চতুর্থ দিনে আজ সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে করেছেন কিউই এই ক্রিকেটার। সময়ের হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় এটা তৃতীয়। সবার ওপরে এখনো আছে নজারের সেই রেকর্ড। ১৯৭৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫৭ মিনিটে তিন অঙ্ক ছুঁয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি।
রাভাল ৫৫১ মিনিটের ম্যারাথন ইনিংসের শুরুটা করেছিলেন ৮ ডিসেম্বর শেষ বিকেলে। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনি ৫৮৯ মিনিট ব্যাটিং করেছেন। ৩৯৬ বলে ১০৭ রান করে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১০ চার মেরেছেন তিনি। সেন্ট্রাল ডিসট্রিক্টস-নর্দান ডিসট্রিক্টস ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে। নর্দার্ন প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছে। এরপর সেন্ট্রাল তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৯১ রান। ১৮৭ রানে পিছিয়ে থাকা নর্দার্ন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৬২ রান করতেই শেষ হয়ে যায় ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটে রাভাল সবশেষ ম্যাচ খেলেছেন ২০২০-এর জানুয়ারিতে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে ৪৩ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের জার্সিতে কেবল তিনি ২৪ টেস্ট খেলেন। ৩০.০৭ গড়ে করেন ১১৪৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি করেন ৭ ফিফটি।
রাভাল ও নজারের মাঝে আছেন সাদাগোপান রমেশ। ৫৫৬ মিনিটে সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় রমেশ আছেন তিনে। ২০০১ সালে চেন্নাইয়ে কেরালার বিপক্ষে সেঞ্চুরি করে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। রমেশ খেলেন তামিলনাড়ুর হয়ে।
দল | মিনিট | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
মুদাসসর নজার পাকিস্তান | ৫৫৭ | ইংল্যান্ড | লাহোর | ১৯৭৭ |
সাদাগোপান রমেশ তামিলনাড়ু | ৫৫৬ | কেলারা | চেন্নাই | ২০০১ |
জিৎ রাভাল নর্দার্ন ডিসট্রিক্টস | ৫৫১ | সেন্ট্রাল ডিসট্রিক্টস | মাউন্ট মঙ্গানুই | ২০২৪ |
প্রশান্ত মহাপাত্র উড়িষ্যা | ৫৫০ | বেঙ্গল | বাড়িপাড়া | ১৯৯৫ |
জ্যাকি ম্যাকগ্লু দক্ষিণ আফ্রিকা | ৫৪৫ | অস্ট্রেলিয়া | ডারবান | ১৯৫৮ |
লাহোর থেকে মাউন্ট মঙ্গানুই-গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব প্রায় ১৩ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে ৪৭ বছর। দীর্ঘ এই সময়ে কত রেকর্ড ভাঙা-গড়ার খেলা হয়েছে। পাকিস্তানি কিংবদন্তি মুদাসসর নজারের বহু পুরোনো এক রেকর্ড প্রায় ভেঙেই গিয়েছিল আজ।
লাল বলের ক্রিকেটে মাটি আঁকড়ে কীভাবে পড়ে থাকতে হয়, সেটা আজ নতুন করে দেখালেন জিৎ রাভাল। বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে ৫৫১ মিনিটে সেঞ্চুরি করেছেন রাভাল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিসট্রিক্টসের হয়ে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। ম্যাচের চতুর্থ দিনে আজ সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে করেছেন কিউই এই ক্রিকেটার। সময়ের হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় এটা তৃতীয়। সবার ওপরে এখনো আছে নজারের সেই রেকর্ড। ১৯৭৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫৭ মিনিটে তিন অঙ্ক ছুঁয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি।
রাভাল ৫৫১ মিনিটের ম্যারাথন ইনিংসের শুরুটা করেছিলেন ৮ ডিসেম্বর শেষ বিকেলে। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনি ৫৮৯ মিনিট ব্যাটিং করেছেন। ৩৯৬ বলে ১০৭ রান করে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১০ চার মেরেছেন তিনি। সেন্ট্রাল ডিসট্রিক্টস-নর্দান ডিসট্রিক্টস ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে। নর্দার্ন প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছে। এরপর সেন্ট্রাল তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৯১ রান। ১৮৭ রানে পিছিয়ে থাকা নর্দার্ন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৬২ রান করতেই শেষ হয়ে যায় ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটে রাভাল সবশেষ ম্যাচ খেলেছেন ২০২০-এর জানুয়ারিতে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে ৪৩ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের জার্সিতে কেবল তিনি ২৪ টেস্ট খেলেন। ৩০.০৭ গড়ে করেন ১১৪৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি করেন ৭ ফিফটি।
রাভাল ও নজারের মাঝে আছেন সাদাগোপান রমেশ। ৫৫৬ মিনিটে সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় রমেশ আছেন তিনে। ২০০১ সালে চেন্নাইয়ে কেরালার বিপক্ষে সেঞ্চুরি করে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। রমেশ খেলেন তামিলনাড়ুর হয়ে।
দল | মিনিট | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
মুদাসসর নজার পাকিস্তান | ৫৫৭ | ইংল্যান্ড | লাহোর | ১৯৭৭ |
সাদাগোপান রমেশ তামিলনাড়ু | ৫৫৬ | কেলারা | চেন্নাই | ২০০১ |
জিৎ রাভাল নর্দার্ন ডিসট্রিক্টস | ৫৫১ | সেন্ট্রাল ডিসট্রিক্টস | মাউন্ট মঙ্গানুই | ২০২৪ |
প্রশান্ত মহাপাত্র উড়িষ্যা | ৫৫০ | বেঙ্গল | বাড়িপাড়া | ১৯৯৫ |
জ্যাকি ম্যাকগ্লু দক্ষিণ আফ্রিকা | ৫৪৫ | অস্ট্রেলিয়া | ডারবান | ১৯৫৮ |
সেমিফাইনালে উঠতে দুই দলের জন্যই এটি ছিল বাঁচা-মরার লড়াই। তবে শুরু হয়েও বৃষ্টির কারণে এই লড়াই শেষ না হওয়ায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে উঠে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট পাওয়া আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও তা অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপর নির্ভর করছে...
৬ ঘণ্টা আগেআগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। এমন দুর্দান্ত চমক তারা এখন প্রায়ই দিয়ে চলেছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের সমীকরণ মিলাতে লাহোরে আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে তারা। আগে ব্যাটিং করে অজিদের ২৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোরও ছুড়ে দিয়েছে। ট্রাভিস হেডেরও...
৮ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোর মতো নেইমার জুনিয়রকেও ভেড়াতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ চেষ্টাই করেছিল তারা। তা-ই নয়, ব্রাজিলিয়ান তারকার জন্য তারা ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব করেছিল, যেখানে নেইমার নিজের খুশি মতো অঙ্ক বসানোর সুযোগ ছিল। তবে তিনি সেটি না করে, ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে পড়ি জমালেন
৯ ঘণ্টা আগেওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর চ্যাম্পিয়নস ট্রফি থেকেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। পরশু আফগানিস্তানের কাছে ৮ রানের হারের পরই বিদায় ঘণ্টা বেজে যায় তাদের। সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনাও হচ্ছিল।
৯ ঘণ্টা আগে