Ajker Patrika

হুমকিতে পড়ে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ২০: ১৫
৫৫১ মিনিটে সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় মন্থরতম সেঞ্চুরির ইনিংস খেলেছেন জিৎ রাভাল। ছবি: ক্রিকইনফো
৫৫১ মিনিটে সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় মন্থরতম সেঞ্চুরির ইনিংস খেলেছেন জিৎ রাভাল। ছবি: ক্রিকইনফো

লাহোর থেকে মাউন্ট মঙ্গানুই-গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব প্রায় ১৩ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে ৪৭ বছর। দীর্ঘ এই সময়ে কত রেকর্ড ভাঙা-গড়ার খেলা হয়েছে। পাকিস্তানি কিংবদন্তি মুদাসসর নজারের বহু পুরোনো এক রেকর্ড প্রায় ভেঙেই গিয়েছিল আজ।

লাল বলের ক্রিকেটে মাটি আঁকড়ে কীভাবে পড়ে থাকতে হয়, সেটা আজ নতুন করে দেখালেন জিৎ রাভাল। বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে ৫৫১ মিনিটে সেঞ্চুরি করেছেন রাভাল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিসট্রিক্টসের হয়ে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। ম্যাচের চতুর্থ দিনে আজ সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে করেছেন কিউই এই ক্রিকেটার। সময়ের হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় এটা তৃতীয়। সবার ওপরে এখনো আছে নজারের সেই রেকর্ড। ১৯৭৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫৭ মিনিটে তিন অঙ্ক ছুঁয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি।

রাভাল ৫৫১ মিনিটের ম্যারাথন ইনিংসের শুরুটা করেছিলেন ৮ ডিসেম্বর শেষ বিকেলে। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনি ৫৮৯ মিনিট ব্যাটিং করেছেন। ৩৯৬ বলে ১০৭ রান করে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১০ চার মেরেছেন তিনি। সেন্ট্রাল ডিসট্রিক্টস-নর্দান ডিসট্রিক্টস ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে। নর্দার্ন প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছে। এরপর সেন্ট্রাল তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৯১ রান। ১৮৭ রানে পিছিয়ে থাকা নর্দার্ন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৬২ রান করতেই শেষ হয়ে যায় ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটে রাভাল সবশেষ ম্যাচ খেলেছেন ২০২০-এর জানুয়ারিতে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে ৪৩ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের জার্সিতে কেবল তিনি ২৪ টেস্ট খেলেন। ৩০.০৭ গড়ে করেন ১১৪৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি করেন ৭ ফিফটি।

রাভাল ও নজারের মাঝে আছেন সাদাগোপান রমেশ। ৫৫৬ মিনিটে সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় রমেশ আছেন তিনে। ২০০১ সালে চেন্নাইয়ে কেরালার বিপক্ষে সেঞ্চুরি করে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। রমেশ খেলেন তামিলনাড়ুর হয়ে।

প্রথম শ্রেণির ক্রিকেটে সময়ের হিসেবে মন্থরতম পাঁচ সেঞ্চুরি
দলমিনিটপ্রতিপক্ষভেন্যুসাল
মুদাসসর নজার পাকিস্তান৫৫৭ইংল্যান্ডলাহোর১৯৭৭
সাদাগোপান রমেশ তামিলনাড়ু৫৫৬কেলারাচেন্নাই২০০১
জিৎ রাভাল নর্দার্ন ডিসট্রিক্টস৫৫১সেন্ট্রাল ডিসট্রিক্টসমাউন্ট মঙ্গানুই২০২৪
প্রশান্ত মহাপাত্র উড়িষ্যা৫৫০বেঙ্গলবাড়িপাড়া১৯৯৫
জ্যাকি ম্যাকগ্লু দক্ষিণ আফ্রিকা৫৪৫অস্ট্রেলিয়াডারবান১৯৫৮
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত