নামিবিয়াকে হারিয়ে সুপার টুয়েলভের আরও কাছে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৪: ৩১
Thumbnail image

সহজ ম্যাচ কঠিন করে জেতা যেন নেদারল্যান্ডস ক্রিকেট দলের এক অভ্যাসে পরিণত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পর নামিবিয়ার বিপক্ষেও শেষ ওভারে জয় পেল নেদারল্যান্ডস। গিলংয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে আজ নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। তাতে সুপার টুয়েলভের পথে এক ধাপ এগিয়ে গেল ডাচরা। 

১২২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের পথে অনেকটা এগিয়ে যায় নেদারল্যান্ডস। দুই ওপেনার ম্যাক্স-ও’ডাউড-বিক্রমজিত সিংহ করেছেন ৫০ বলে ৫৯ রানের জুটি। বিক্রমজিতের বিদায়ে ভেঙে যায় ৫৯ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় উইকেটে বাস ডি লিডের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন ও’-ডাউড। এরপরই ম্যাচে ফিরতে থাকে নামিবিয়া ৯২ থেকে ১০২- এই ১০ রান তুলতেই ডাচরা হারায় ৪ উইকেট, যেখানে ১৬তম ওভারে জে জে স্মিট  নিয়েছেন ২টি উইকেট।  

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে উইকেটে পড়ে থাকেন ডি লিড। ষষ্ঠ উইকেটে টম প্রিঙ্গেলের সঙ্গে ১৭ বলে ২০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ডি লিড। তাতে ৩ বল আগে জয় নিশ্চিত করেন ডাচরা। সর্বোচ্চ ৩৯ রান করেন বিক্রমজিত। নামিবিয়ার বোলারদের মধ্যে ২ উইকেট নিয়েছেন স্মিট। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ-সেরা হয়েছেন ডি লিড। ৩০ বলে ৩০ রানের অপরাজিত খেলেছেন, বোলিংয়ে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দুটো ক্যাচও ধরেছেন এই ডাচ অলরাউন্ডার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। ২০ এভারে ৬ উইকেটে নামিবিয়া করে ১২১ রান। দলটির সর্বোচ্চ স্কোরার ইয়ান ফ্রাইলিংক ৪৮ বলে করেছেন ৪৩ রান। নেদারল্যান্ডস বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন বাস ডি লিড।

টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত