সাকিবের খেলার প্রশ্নে বিসিবি সভাপতির কৌশলী উত্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৬: ২৩
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৬: ৩৪
সভাপতি ফারুক আহমেদ। ছবি: বিসিবি

আরব আমিরাতের শারজায় ৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা, না খেলা নিয়ে নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। দেশের মাটিতে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে না আসায় সেই ম্যাচটি খেলা হয়নি তাঁর। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক দিন আগে দুবাই থেকে দেশে ফিরেছেন। আজ বিকেলে মিরপুরে বিসিবির জরুরি বোর্ড সভার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতির কৌশলী উত্তর, ‘যেহেতু ম্যাচটি দেশের বাইরে হবে, আর এখনো দল ঘোষণা করা হয়নি, তাই সিরিজের জন্য সে অ্যাভেইলেবল। আজ রাতে আমি চট্টগ্রামে যাচ্ছি। আগামীকাল সময়মতো দলের ক্রিকেটার ও কোচদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া নির্বাচকদের সঙ্গেও কথা হবে। সেখান থেকেই দল ঘোষণা হতে পারে।’

এদিকে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে আলোচনা চলছে। বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘আমি গণমাধ্যমে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি দেখেছি। তবে আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। চট্টগ্রামে শান্তর সঙ্গে সাক্ষাৎ হলে বিস্তারিত আলোচনা করা হবে।’

বিসিবি সভাপতির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে শান্তর অধিনায়কত্ব নিয়ে বোর্ডে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন হলেও বোর্ডের পক্ষ থেকে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। চট্টগ্রামে বিসিবি সভাপতি ও শান্তর মধ্যকার আলোচনা শেষে হয়তো এই বিষয়ে পরিষ্কার কোনো ঘোষণা আসতে পারে।

৬ নভেম্বর শুরু হতে হওয়া ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ৮ এবং ১১ নভেম্বর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত