নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরব আমিরাতের শারজায় ৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা, না খেলা নিয়ে নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। দেশের মাটিতে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে না আসায় সেই ম্যাচটি খেলা হয়নি তাঁর। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক দিন আগে দুবাই থেকে দেশে ফিরেছেন। আজ বিকেলে মিরপুরে বিসিবির জরুরি বোর্ড সভার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতির কৌশলী উত্তর, ‘যেহেতু ম্যাচটি দেশের বাইরে হবে, আর এখনো দল ঘোষণা করা হয়নি, তাই সিরিজের জন্য সে অ্যাভেইলেবল। আজ রাতে আমি চট্টগ্রামে যাচ্ছি। আগামীকাল সময়মতো দলের ক্রিকেটার ও কোচদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া নির্বাচকদের সঙ্গেও কথা হবে। সেখান থেকেই দল ঘোষণা হতে পারে।’
এদিকে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে আলোচনা চলছে। বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘আমি গণমাধ্যমে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি দেখেছি। তবে আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। চট্টগ্রামে শান্তর সঙ্গে সাক্ষাৎ হলে বিস্তারিত আলোচনা করা হবে।’
বিসিবি সভাপতির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে শান্তর অধিনায়কত্ব নিয়ে বোর্ডে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন হলেও বোর্ডের পক্ষ থেকে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। চট্টগ্রামে বিসিবি সভাপতি ও শান্তর মধ্যকার আলোচনা শেষে হয়তো এই বিষয়ে পরিষ্কার কোনো ঘোষণা আসতে পারে।
৬ নভেম্বর শুরু হতে হওয়া ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ৮ এবং ১১ নভেম্বর।
আরব আমিরাতের শারজায় ৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা, না খেলা নিয়ে নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। দেশের মাটিতে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে না আসায় সেই ম্যাচটি খেলা হয়নি তাঁর। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক দিন আগে দুবাই থেকে দেশে ফিরেছেন। আজ বিকেলে মিরপুরে বিসিবির জরুরি বোর্ড সভার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতির কৌশলী উত্তর, ‘যেহেতু ম্যাচটি দেশের বাইরে হবে, আর এখনো দল ঘোষণা করা হয়নি, তাই সিরিজের জন্য সে অ্যাভেইলেবল। আজ রাতে আমি চট্টগ্রামে যাচ্ছি। আগামীকাল সময়মতো দলের ক্রিকেটার ও কোচদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া নির্বাচকদের সঙ্গেও কথা হবে। সেখান থেকেই দল ঘোষণা হতে পারে।’
এদিকে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে আলোচনা চলছে। বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘আমি গণমাধ্যমে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি দেখেছি। তবে আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। চট্টগ্রামে শান্তর সঙ্গে সাক্ষাৎ হলে বিস্তারিত আলোচনা করা হবে।’
বিসিবি সভাপতির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে শান্তর অধিনায়কত্ব নিয়ে বোর্ডে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন হলেও বোর্ডের পক্ষ থেকে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। চট্টগ্রামে বিসিবি সভাপতি ও শান্তর মধ্যকার আলোচনা শেষে হয়তো এই বিষয়ে পরিষ্কার কোনো ঘোষণা আসতে পারে।
৬ নভেম্বর শুরু হতে হওয়া ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ৮ এবং ১১ নভেম্বর।
নারী সাফের ফাইনাল শুরু হতে বেশিক্ষণ বাকি নেই। কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ-নেপাল। ফাইনাল ম্যাচটি টিভিতে দেখার সুযোগ না থাকলেও ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ার কিছুই নেই।
৩৮ মিনিট আগেসফরকারী আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের যুবারা ৩১৪ রানের পাহাড় গড়েছে। জাওয়াদ–রিফাত–কালামের তিন ফিফটিতে বড় স্কোরের ভিত পায় আজিজুল হ
১ ঘণ্টা আগেপ্রতিপক্ষ ব্যাটিং করলে ব্যাটিং উইকেট, বাংলাদেশ ব্যাটিং করলে সেটা বোলিং সহায়ক উইকেট। ভেন্যু, সংস্করণ যা-ই হোক না কেন, বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের চিত্রটা সহজে বদলানোর নয়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ এখন চোখে সর্ষেফুল দেখছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
২ ঘণ্টা আগেমিরপুর টেস্টের পরই চাউর হয়ে যায়, দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। একটা সিরিজের মাঝপথেই এমন খবর ছড়ানোর বিষয়ে আজ মিরপুর শেরেবাংলায় কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
২ ঘণ্টা আগে