নিউজিল্যান্ডের কাছে অপয়া ভারত, খেলা না হলেই যেন খুশি

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

গ্রেটার নয়ডায় গত মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলতে ভারত সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ওশেনিয়া মহাদেশ থেকে ভ্রমণ ঝক্কি শেষে আফগানদের বিপক্ষে একটি বলও খেলতে পারেনি কিউইরা। টানা বৃষ্টি, মাঠ শুকানো ও পানি নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা না থাকায় ৫ দিনের টেস্টে একটি বলও মাঠে গড়ায়নি। টসের সুযোগ হয়নি।

মাসখানেক পর আজ বেঙ্গালুরুতে শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ডের সিরিজের প্রথম টেস্ট। কিন্তু সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। মাঝে কিছুক্ষণ বৃষ্টির মাত্রা কমলেও একেবারে বন্ধ হয়নি। দুপুরের দিকে কিছু সময় বন্ধ ছিল, আবার শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। টস করার সুযোগ পাননি আম্পায়াররা। শেষ পর্যন্ত প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন তাঁরা।

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ দিনের সেই টেস্টের পর এবার ভারতের বিপক্ষেও মাঠে নামার সুযোগ পেল না নিউজিল্যান্ড। প্রকৃতি যেন খেলা না হলেই খুশি। রসিকতা করে বললে, ভারত যেন টম লাথামদের যেন অপয়া! বেঙ্গালুরুর এই এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ৪০২ রান করেও বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছিল কিউইরা।

ভারতে সবশেষ টেস্টেও ছিল বৃষ্টির বাগড়া। বাংলাদেশ-ভারতের কানপুর টেস্টে সব মিলিয়ে খেলা হয়নি দুই দিনও। এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বেঙ্গালুরুতে আগামী কয়েক দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত