বাংলাদেশের শহীদুলও আছেন আইপিএলের নিলামে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৬: ৫৪
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৭: ২১
আইপিএলের নিলামে বাংলাদেশের শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে ২০২৫ আইপিএলের নিলাম। আইপিএল আয়োজক কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, নিলামের জন্য মোট ১৫৭৪ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ভারতীয় ১১৬৫ ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার ৪০৯ জন। নিলামে নাম তুলতে নিবন্ধন করেছেন বাংলাদেশের ১৩ ক্রিকেটার।

সূত্র জানিয়েছে, আইপিএলের নিলামে নাম তুলতে নিবন্ধন করিয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শহীদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

সাকিব আল হাসান, মোস্তাফিজ ও লিটন আইপিএলে আগেও খেলেছেন। বাকি ১০ ক্রিকেটারের মধ্যে কেউ দল পেলে, সেটি হবে তাঁর প্রথম আইপিএল। শহীদুল ছাড়া নিবন্ধনকৃত সব ক্রিকেটারই জাতীয় দলে বর্তমানে বিভিন্ন সংস্করণে খেলছেন। ২৯ বছর বয়সী শহীদুল বাংলাদেশের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। নিলামে ওঠা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শহীদুলের নামটা তাই কিছুটা অচেনা। নিলামে তাঁর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটারের ভিত্তিমূল্যই ৭৫ লাখ রুপি; সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের—২ কোটি রুপি। মিরাজ, তাসকিন আর সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি রুপি।

নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারের স্কোয়াড গড়তে পারবে। সব মিলিয়ে ১০টি দলে ২৫০ জন ক্রিকেটার সুযোগ পেতে পারেন। এর মধ্যে গতবারের থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে ৪৬ ক্রিকেটার। নিলাম থেকে দল পাবেন শুধু আর ২০৪ ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯১ জন নাম নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়ার ৭৬, ইংল্যান্ডের আছেন ৫২, নিউজিল্যান্ডের ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, আফগানিস্তান ও শ্রীলঙ্কার আছে ২৯জন করে।

বাংলাদেশের ১৩, নেদারল্যান্ডসের ১২, যুক্তরাষ্ট্রের ১০, কানাডার ৪, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি থেকে ১ জন করে ক্রিকেটার আছেন নিবন্ধনের তালিকায়। ২০২৫ সালের মার্চ থেকে মে মাসে হওয়ার কথা আইপিএলের ১৮তম সংস্করণ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত