ভারত ম্যাচের মাঝপথে চিন্তা বাড়ল অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক     
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬: ৩২
অস্ট্রেলিয়ার চিন্তা বাড়ালেন জশ হ্যাজলউড। ছবি: এএফপি

ব্রিসবেনের গ্যাবায় সিরিজের তৃতীয় টেস্টে ভারতের ওপর ছড়ি ঘোরালেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। কারণ, অজিদের যুদ্ধ করতে হচ্ছে আবহাওয়ার সঙ্গে। একই সঙ্গে স্বাগতিকদের চিন্তা বাড়ালেন তারকা পেসার জশ হ্যাজলউড।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার শঙ্কা এখন হ্যাজলউডের। কারণ, গ্যাবায় আজ টেস্টের চতুর্থ দিনে পায়ের মাংসপেশির চোটে পড়েছেন বলে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে। পরবর্তীতে তাঁর স্ক্যান করা হয়েছে। দিনের খেলা শুরুর আগে ওয়ার্ম আপের সময় ব্যথা পেয়েছেন বলে খেলা শুরুর দীর্ঘক্ষণ পর মাঠে এসেছেন। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও ফিজিও নিক জোনসের সঙ্গে কথা বলেন হ্যাজলউড। চতুর্থ দিনে হ্যাজলউড বোলিং করার সুযোগ পেয়েছেন এক ওভার।

হ্যাজলউডকে নিয়ে হতাশার কথা শোনালেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টরি। সহকারী কোচ বলেন,‘সে সত্যিই খুব হতাশ। আজ সকালে ওয়ার্ম আপের সময় ব্যথাটা টের পেয়েছেন। তার ফিরে আসার পর এটা সত্যিই দুর্ভাগ্যজনক। পাঁজরের চোটের পর সে অনেক চেষ্টা করেছিল। তারপর সে এখানে (ব্রিসবেনে) মাংসপেশির চোটে পড়ল।’ ব্রেন্ডন ডগেট, শন অ্যাবট এই দুই ক্রিকেটার আগে থেকেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে আছেন। অ্যাডিলেড টেস্টের দলে হ্যাজলউডের কাভার হিসেবে নেওয়া হয়েছিল ডগেট ও অ্যাবটকে। পাঁজরের চোটে অ্যাডিলেড টেস্টে খেলা হয়নি হ্যাজলউডের।

ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ফলোঅনে ফেলার সুযোগ থাকলেও অস্ট্রেলিয়া সফল হয়নি। কারণ, ভারত পিছিয়ে ১৯৩ রানে। টস হেরে ব্যাটিং পেয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৪৫ রানে অলআউট হয়েছে। ভারত এখন পর্যন্ত প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫২ রান করেছে। প্যাট কামিন্স নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট পেয়েছেন হ্যাজলউড ও নাথান লায়ন। হ্যাজলউড ব্রিসবেন টেস্টে ৬ ওভারে ২২ রান খরচ করেছেন। দুই ওভার মেডেন দিয়েছেন। টেস্টের আর মাত্র বাকি এক দিন। আগামীকাল পঞ্চম দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হ্যাজলউডকে নিয়ে আশঙ্কা সত্যি হলে স্কট বোল্যান্ড ফিরতে যাচ্ছেন বক্সিং ডে টেস্টে। মেলবোর্নে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টটাই অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু হবে নতুন বছরে। ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত