নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা তিন হারের পর টানা তিন জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ানস। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের ষষ্ঠ ম্যাচে ঢাকা ডমিনেটরসকে ৩৩ রানে হারিয়েছেন ইমরুল-লিটনরা। নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুনরা চেষ্টা করেও জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন দলকে।
১৮৪ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে ১৫১ রান করতে পেরেছে ঢাকা। নিজেদের পাঁচ ম্যাচে চারটিতেই হেরেছে তারা। ঢাকা হারলেও ব্যাটিং-বোলিংয়ে উজ্জ্বল অধিনায়ক নাসির হোসেন। এবারের বিপিএলে ৩০-এর নিচে কোনো ইনিংস নেই এই অলরাউন্ডারের। আজ পেয়েছেন প্রথম ফিফটি। ৪৫ বলে ৬৬ রান করে অপরাজিত থেকেছেন নাসির।
মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩৬ রান। ২৪ রানে অপরাজিত থাকেন আরিফুল হক। কুমিল্লার হয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তানভীর ইসলাম। এই বিপিএলে তানভীরের শিকার করলেন ৮ উইকেট। যা দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার। এ ছাড়া হাসান আলি ও মোসাদ্দেক হোসেন নেন একটি করে উইকেট।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক নাসির। আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৮৪ রান করে কুমিল্লা। ২৪ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন খুশদিল। আর রিজওয়ান অপরাজিত থাকেন ৪৭ বলে ৫৫ রানে।
হাতে উইকেট থাকলেও কুমিল্লার রানের চাকা খুব বেশি সচল ছিল না। ওপেনিংয়ে নামা রিজওয়ান এক প্রান্তে ধীরে ব্যাটিং করে যাচ্ছিলেন। তবে শেষের গল্পটা ভিন্নভাবে লিখলেন মাত্র ১৮ বলে তুলে নেন ফিফটি। যা এই বিপিএলের দ্রুততম। ৬৪ রানের ইনিংসে ছিল সাত চার ও পাঁচ ছক্কা।
ঢাকার হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, নাসির, মোহাম্মদ ইমরান ও সৌম্য সরকার।
টানা তিন হারের পর টানা তিন জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ানস। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের ষষ্ঠ ম্যাচে ঢাকা ডমিনেটরসকে ৩৩ রানে হারিয়েছেন ইমরুল-লিটনরা। নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুনরা চেষ্টা করেও জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন দলকে।
১৮৪ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে ১৫১ রান করতে পেরেছে ঢাকা। নিজেদের পাঁচ ম্যাচে চারটিতেই হেরেছে তারা। ঢাকা হারলেও ব্যাটিং-বোলিংয়ে উজ্জ্বল অধিনায়ক নাসির হোসেন। এবারের বিপিএলে ৩০-এর নিচে কোনো ইনিংস নেই এই অলরাউন্ডারের। আজ পেয়েছেন প্রথম ফিফটি। ৪৫ বলে ৬৬ রান করে অপরাজিত থেকেছেন নাসির।
মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩৬ রান। ২৪ রানে অপরাজিত থাকেন আরিফুল হক। কুমিল্লার হয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তানভীর ইসলাম। এই বিপিএলে তানভীরের শিকার করলেন ৮ উইকেট। যা দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার। এ ছাড়া হাসান আলি ও মোসাদ্দেক হোসেন নেন একটি করে উইকেট।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক নাসির। আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৮৪ রান করে কুমিল্লা। ২৪ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন খুশদিল। আর রিজওয়ান অপরাজিত থাকেন ৪৭ বলে ৫৫ রানে।
হাতে উইকেট থাকলেও কুমিল্লার রানের চাকা খুব বেশি সচল ছিল না। ওপেনিংয়ে নামা রিজওয়ান এক প্রান্তে ধীরে ব্যাটিং করে যাচ্ছিলেন। তবে শেষের গল্পটা ভিন্নভাবে লিখলেন মাত্র ১৮ বলে তুলে নেন ফিফটি। যা এই বিপিএলের দ্রুততম। ৬৪ রানের ইনিংসে ছিল সাত চার ও পাঁচ ছক্কা।
ঢাকার হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, নাসির, মোহাম্মদ ইমরান ও সৌম্য সরকার।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৫ ঘণ্টা আগে