Ajker Patrika

জীবন দিলেন শান্ত, দিশেহারা সাকিব-মিরাজরা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৫৬
জীবন দিলেন শান্ত, দিশেহারা সাকিব-মিরাজরা

চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। আজ তৃতীয় দিন বাংলাদেশ দলকে কত বড় লক্ষ্য ছুড়ে দেবে তারা, সেটাই দেখার অপেক্ষা। গতকাল ৩০৮ রানের লিড নিয়ে আজ ব্যাটিংয়ে নেমে দ্রুত রান বাড়াচ্ছে ভারত। 

ঋষভ পন্ত ও শুভমান গিলের অসাধারণ ব্যাটিংয়ের সামনে একরকম অসহায় বাংলাদেশের বোলাররা। দিনের প্রথম সেশনে কোনো উইকেট নিতে পারেননি তাঁরা। বিপরীতে পন্ত-গিল যোগ করেছেন আজ ১২৪ রান। দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। সব মিলিয়ে স্বাগতিকদের লিড হলো ৪৩২ রান। 

পন্ত ও গিল দুজনই হাঁটছেন সেঞ্চুরির পথে। গিল ১৩৭ বলে ৮৬, পন্ত ১০৮ বলে ৮২ রানে অপরাজিত আছেন। ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল ভারত। চতুর্থ উইকেটে পন্ত-গিলের ১৩৮ রানের জুটির সৌজন্যে সেই ধাক্কা সামলে ওঠে তারা। 

ইনিংসের ৪৯তম ওভারে জুটি ভাঙার দারুণ একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সহজ ক্যাচ হাতছাড়া করলেন। সাকিব আল হাসানের বলে স্লগসুইপ খেলতে গিয়ে বেশ ওপরে বল তুলে দেন পন্ত। মিড উইকেটে শান্ত যথেষ্ট সময় পেয়েও বল হাতে জমা করতে পারেননি, জীবন দিলেন পন্তকে। তাতে বোলারদের দিশেহারা একটা সেশনই পার করতে হলো। 

গতকাল তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের তিন ব্যাটার—রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির উইকেট হারায় ভারত। দুই শতাধিক রানে এগিয়ে থাকা দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং শুরু করে তারা। দ্রুত রান তুলতে গিয়ে তৃতীয় ওভারে তাসকিন আহমেদের বলে থার্ড স্লিপে জাকির হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। 

সপ্তম ওভারে নাহিদ রানার বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট হন জয়সওয়াল। একটু দুর্ভাগ্য কোহলির। দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারের প্রথম বলে রুম বানিয়ে স্কয়ার লেগ দিয়ে মেহেদী হাসান মিরাজের বলে দারুণ এক চার মারলেন বিরাট কোহলি। মিরাজ পরের বলটি করলেন কিছুটা গতিময় ফুল লেন্থের। কোহলি দ্রুত চেষ্টা করেও বল ফেরাতে পারেননি, প্যাডে গিয়ে লাগে। 

মিরাজ-লিটনদের এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দিয়ে কোহলিকে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। কোহলি এগিয়ে এসে অপর প্রান্তে থাকা শুভমান গিলের কাছে পরামর্শ চাইলেন রিভিউ নেবেন কি না। হাঁটুর নিচের বল মিডল স্টাম্পেই ছিল। গিল অবশ্য রিভিউ নেওয়ার ব্যাপারে সায় দেননি। 

সতীর্থের সায় না পেয়ে ১৭ রান করে ড্রেসিংরুমে ফিরলেন কোহলি। এর পরই টিভি রিপ্লেতে দেখা যায়, প্যাডে লাগার আগে কোহলির ব্যাটেও লেগেছিল বল। রিভিউ নিলে নিশ্চিত আউট হতেন না এই অভিজ্ঞ ব্যাটার। 

আজও দ্রুত রান তুলছেন ভারতের ব্যাটাররা। প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। ওভারপ্রতি তাঁদের রান তোলার হার ৪.৪২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত