Ajker Patrika

বিমান দুর্ঘটনায় নিহত জাওয়াদকে স্মরণ করে শান্ত-রাজাদের নীরবতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২৪, ১৯: ৩৪
বিমান দুর্ঘটনায় নিহত জাওয়াদকে স্মরণ করে শান্ত-রাজাদের নীরবতা

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের চতুর্থ টি-টোয়েন্টির খেলা শুরু হওয়ার আগে দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালরা নীরবতা পালন করেন। 

বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে গতকাল সকালে চট্টগ্রামের বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পড়ে। 

দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার মো. সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ জরুরি প্যারাসুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। দুই বৈমানিককে বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয়। 

বৈমানিকদের মধ্যে স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গায় নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত আসিম জাওয়াদকে নিয়ে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবি: বিসিবিজিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যে টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আজ স্বাগতিকদের সুযোগ ব্যবধান আরও বাড়িয়ে নেওয়া। আর সফরকারীরা একটা সান্ত্বনার জয়ের খোঁজে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত