Ajker Patrika

তামিমকে নিয়ে ফের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১৩
তামিমকে নিয়ে ফের গুঞ্জন

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখে করে বিসিবিতে ফেরার পর জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বসেন সভাপতি ফারুক আহমেদ। সেখানে উপস্থিত নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, তাসকিন আহমেদ, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, আফিফ হোসেনের চেয়ে যে নামটি সবচেয়ে বেশি রহস্য তৈরি করেছে, তা হলো তামিম ইকবাল।

বিকেলে সাদা র‍েঞ্জ রোভারে করে আসেন বিসিবি কার্যালয়ে। তামিমের পরনে কালো প্যান্ট আর গাঢ় নীল হাফ শার্ট। বিসিবি সভাপতির সভায় উপস্থিত সব ক্রিকেটারের গায়ে যেখানে দলের জার্সি, সেখানে তামিমের ‘ক্যাজুয়াল পোশাক’ বলে দিচ্ছিল জাতীয় দল থেকে তিনি কতটা দূরে! তবে অনেক দিন ধরে ক্রিকেটে থাকা কিংবা ছাড়ার মাঝে একটা রহস্যময় দাগ টেনে রেখেছেন তামিম। গত বছর আকস্মিক অবসর ঘোষণার পর থেকে বাঁহাতি ওপেনারের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে দেশের ক্রিকেটে লম্বা সময় ধরে চলছে নানা জল্পনা-কল্পনা।

কাল বিসিবি সভাপতির সভায় তামিমের উপস্থিতি তাঁর ক্রিকেট প্রশাসনে আসার গুঞ্জন আরও জোরাল করেছে। পরিচালনা পরিষদ থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের পরদিন তামিমের বিসিবি সভাপতির বৈঠকে উপস্থিতি দেখে গুঞ্জনটা যেন আরও বেড়েছে। যদিও বৈঠকে উপস্থিত একাধিক খেলোয়াড় এ বিষয়ে কিছুই বলতে চাননি।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ফারুক বলেছেন, ‘দেশের পরিস্থিতি তো সবাই জানেন। ওরাও (ক্রিকেটাররা) দেশের বাইরের কেউ না। খেলা নিয়ে সবার একটা দুশ্চিন্তা ছিল। বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ—এসব নিয়ে ওরা কথা বলেছে।’ 

আর তামিমের উপস্থিতি নিয়ে ফারুক বলেন, ‘এমনিতে (তামিম) দেখা করতে আসছিল। সে তো আমার সবচেয়ে কাছের, যে খেলোয়াড়দের সঙ্গে লম্বা সময় কাটিয়েছে। তাদের সঙ্গেই এসেছে, দেখা করেছে।’

তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে যত জল্পনা-কল্পনাই থাকুক, তিনি যে আগামী বিপিএল খেলবেন, এটা অন্তত নিশ্চিত ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত