খুব চেষ্টা করেও নাচানো গেল না ব্রাভোকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১১: ৩১
Thumbnail image

আর দুই দিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএল সামনে রেখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার পর গত রাতে রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্সি উন্মোচন করেছে ফরচুন বরিশাল। 

জার্সি উন্মোচনের পর দলের খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে মঞ্চে দাঁড়ালে ডোয়াইন ব্রাভোকে নাচার অনুরোধ জানান উপস্থাপিকা। একাধিকবার অনুরোধের পরও নাচ তো দূরের কথা এক চুলও নড়ানো যায়নি ফরচুন বরিশালের এই ক্যারিবীয় অলরাউন্ডারকে।

অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর দেখানো হয় ফরচুন বরিশালের থিম সং এবং দলটির অগ্রযাত্রা বিষয়ে তথ্যচিত্রও। তুলে ধরা হয় বরিশালের নানা আঞ্চলিক ঐতিহ্য। পরে অতিথিরা মঞ্চ ছেড়ে গেলে সাকিব আল হাসানের নেতৃত্বে বরিশালের খেলোয়াড়েরা মঞ্চে আসেন। কমলা-কালো রঙের জার্সিতে সবাই পেছনে ঘুরে জার্সির নম্বর দেখান। জার্সির নম্বর প্রদর্শনীর পর ব্রাভোকে নাচার  অনুরোধ জানান উপস্থাপিকা। বারবার বলতে থাকেন, ‘ব্রাভো, ক্যান ইউ ডান্স প্লিজ?’ ব্রাভো তখন মাথা নেড়ে অসম্মতি জানান। 

মঞ্চের সর্ব ডানে কোচ খালেদ মাহমুদ সুজনের পাশেই ছিলেন ব্রাভো। এদিক-সেদিক লাজুক চোখে তাকালেও উপস্থাপিকার অনুরোধে সাড়া দিচ্ছিলেন না এই ক্যারিবিয়ান। উপস্থাপিকা একপর্যায়ে মিউজিক বাজাতে বললে বাজানো হয় ফরচুন বরিশালের থিম সং। এ সময় মঞ্চের সব খেলোয়াড় থেকে শুরু করে সামনের দর্শক, গণমাধ্যমকর্মী সবার চোখ ব্রাভোর দিকে।

জায়ান্ট স্ক্রিনেও তখন শুধু ব্রাভোর লাজুক মুখ ভেসে উঠছে আর মাথা নিচু করে অসম্মতি জানাচ্ছেন তিনি। থিম সং শেষ হলেও ব্রাভো তাঁর সিদ্ধান্তে অনড়। কারোর অনুরোধই না শুনে স্রেফ দাঁড়িয়ে রইলেন আর মুচকি মুচকি হাসলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত