বিশ্বকাপের সেমিফাইনালে নিজের দেশকে রাখলেন না সাবেক কিউই পেসার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৬: ৪১
আপডেট : ০১ জুন ২০২৪, ১৭: ১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কিছুদিন আগে নিজেদের জ্যোতির্বিদ্যার চর্চা করেছেন সুনীল গাভাস্কার-ম্যাথু হেইডেনরা। তাঁদের মতোই এবার বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সাইমন ডুলও। তবে গাভাস্কার-হেইডেনের সঙ্গে একটা জায়গায় মিল নেই তাঁর। 

গাভাস্কার-হেইডেনররা শেষ চারে নিজেদের দেশকে রাখলেও ডুল রাখেননি নিউজিল্যান্ডকে। সঙ্গে বর্তমান সময়ের অন্যতম টি-টোয়েন্টি দল ইংল্যান্ডকেও রাখেননি তিনি। ক্রিকবাজকে সাবেক কিউই পেসার বলেছেন, ‘আমি ইংল্যান্ডকে রাখছি না। ব্যাটার সহায়ক উইকেটে ২৩০-২৪০ রান করতে পারা দুর্দান্ত এক দল হলেও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে তারা কার্যকর নয়। ভারত কিংবা দক্ষিণ আফ্রিকার মধ্যে কেউ একজন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে।’ 

ভারত-দক্ষিণ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়া এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে শেষ চারে রেখেছেন সাইমন ডুল। বর্তমান সময়ের অন্যতম ধারাভাষ্যকার বলেছেন, ‘আমার মতে সেমিফাইনালের বাকি দুই দল হচ্ছে—অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।’ 

আগামীকাল সকাল সাড়ে ৬টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে এবারের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শুরু হবে। ২৯ জুন বার্বাডোজের ফাইনালে সাইমন ডুলের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না—সেটাই এখন দেখার বিষয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত