Ajker Patrika

নাসিরসহ ফিটনেস টেস্টে পাস করেছেন সবাই

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২০: ৫৩
নাসিরসহ ফিটনেস টেস্টে পাস করেছেন সবাই

সময়টা ভালো যাচ্ছে না নাসির হোসেনের। দুদিন আগেই আবারও খবরের শিরোনাম হয়েছেন তিনি, পুলিশের তদন্ত বিভাগ পিবিআই বলছে ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ে অবৈধ। ব্যক্তিগত জীবনের এসব ঝামেলা মাথায় নিয়েই জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আগে ফিটনেস টেস্ট দিতে আজ মিরপুরে এসেছিলেন নাসির। ফিটনেস টেস্টে পাসও করে গেছেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।

আগামী ১৭ তারিখের এনসিএল সামনে রেখে আজ সকাল থেকেই মিরপুরের ইনডোরে শুরু হয় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ফিটনেস টেস্টের পর এই প্রসঙ্গে সাংবাদিকদের সামনে কথা বলেন দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘ফিটনেস টেস্টে সবার ফল মোটামুটি খুব ভালো। এটা ভালো হওয়ার কারণ এবার প্রত্যেক দল অনেক দিন ফিটনেস ক্যাম্প করেছে। এবার কেউ খারাপ করেনি। লক্ষ্যের চেয়ে ওপরে আছে সবার নম্বর। এটা ইতিবাচক দিক। আগে দেখা যেত অনেকে ভালো করছে না বা ফিটনেস ভালো নয় দেখে বাদ পড়ছে। আমার মনে হয় না এবার ওরকম কোনো পরিস্থিতিতে পড়তে হবে।’

আগের মৌসুমেই তো ফিটনেস টেস্টে শুরুতে বাদ পড়েছিলেন কেউ কেউ। এই বাদ পরাদের তালিকায় ছিলেন নাসির হোসেনও। পরের অবশ্য টেস্টে উতরে গিয়েছিলেন। আজও নাসিরের ফিটনেস টেস্টের আগে সংবাদকর্মীদের চোখ ছিল তাঁর গতিবিধির ওপর। তবে নাসিরকে অবশ্য বেশ স্বাভাবিকই মনে হয়েছে। গাড়ি থেকে নেমে নাসির যখন ইনডোরে ঢুকছিল তখন দূর থেকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘কেমন আছেন নাসির ভাই।’ প্রতি উত্তরে নাসির বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো আছি।’

সত্যিই নাসির ভালো থাকুন আর না থাকুন সেটি নিয়ে প্রশ্ন থাকলেও আজ মিরপুরে পেশাদার ক্রিকেটার নাসিরকেই দেখা গেছে। জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ নাসির কিছু আগেও সংবাদমাধ্যমে বলেছিলেন, আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি। এই কঠিন কাজটা করতে হলে ঘরোয়া ক্রিকেটে তাকে আলো ছড়াতে হবে। সামনেই জাতীয় ক্রিকেট লিগ যেখানে খেলার প্রথম শর্ত পাস করতে হবে ফিটনেস টেস্টে। আপতত প্রাথমিক শর্তে পাস করেছেন নাসির হোসেন। এখন জাতীয় দলে ফেরার স্বপ্ন পূরণে তাকে পাড়ি দিতে হবে আরও লম্বা পথ!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত