Ajker Patrika

নিষিদ্ধ দুই ক্রিকেটারকে ফেরার অনুমতি দিল জিম্বাবুয়ে 

ক্রীড়া ডেস্ক
নিষিদ্ধ দুই ক্রিকেটারকে ফেরার অনুমতি দিল জিম্বাবুয়ে 

এ বছরের শুরুতেই ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার দুঃসংবাদ পান ওয়েসলি মাধেভেড়ে ও ব্র্যান্ডন মাভুতা। দুজনেরই নিষিদ্ধ হওয়ার কারণ বিনোদনমূলক মাদক ব্যবহার। অবশেষে প্রায় চার মাস পর সুসংবাদ পেলেন তাঁরা। ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা রইল না জিম্বাবুয়ের দুই ক্রিকেটারের। 

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আজ এক বিবৃতিতে জানিয়েছে যে মাধেভেড়ে ও মাভুতার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘ওয়েসলি ও ব্র্যান্ডনকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে পেরে আমি খুবই আনন্দিত। দুজনেই পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিল। ড্রাগ টেস্টও দিয়েছে এটা দেখতে যে তারা স্বচ্ছ কি না। সবচেয়ে বড় কথা দুজনই তাদের অপরাধ স্বীকার করেছে। সব সময় পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখার প্রতিজ্ঞা করেছে তারা। সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারের ক্ষেত্রেই তারা মনোযোগী।’ 

জানুয়ারিতে নিষিদ্ধ হলেও ডোপ টেস্টে মাভুতা ও মাধেভেড়ে ধরা পড়েন গত বছরের ডিসেম্বরে। কেভিন কাসুজা ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন জানুয়ারি মাসেই। তাঁর নিষিদ্ধ হওয়ার কারণও বিনোদনমূলক মাদক ব্যবহার। তবে কাসুজার ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায়নি। একই সঙ্গে জেডসির অ্যাকাডেমি খেলোয়াড় ডেভিস মুরিয়েন্দো মাদক পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তাঁর শুনানি হবে শিগগিরই। 

মাভুতা, মাধেভেড়ে দুজনেই সবশেষ গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০১৮ সালে অভিষেক হওয়া মাভুতা এখন পর্যন্ত ৪ টেস্ট, ১২ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি খেলেছেন। আর ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয়েছিল মাধেভেরের। দুটি টেস্ট, ৩৬ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী ব্যাটার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত