Ajker Patrika

জিম্বাবুয়ে সফরেও থাকছেন না সাইফউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৬: ৪৯
জিম্বাবুয়ে সফরেও থাকছেন না সাইফউদ্দিন

লম্বা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে দলে ফেরার অপেক্ষায় ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের পুরোনো চোটে সেই অপেক্ষা বাড়ে এ পেস বোলিং অলরাউন্ডারের। ক্যারিবীয় সফর শেষে বাংলাদেশের পরের গন্তব্য জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে সফরেও যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেই জানিয়েছেন এ কথা। 

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে দেশে ফিরবে বাংলাদেশ দল। সপ্তাহ খানেকের বিশ্রাম শেষে জিম্বাবুয়ে রওনা দেবে তারা। এই সফরেও যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের। সফরে না যাওয়া নিয়ে বিসিবির নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সামনের জিম্বাবুয়ে সিরিজে আমাকে হয়তো বিবেচনার রাখা হবে না। গত পরশু নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আমাকে এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা করতে বলেছেন। ইনশাআল্লাহ, সময় লাগলও ভালোভাবে ফিট হয়ে ফেরার জন্য কাজ করছি।’ 

চোট থেকে ফিরে এই মুহূর্তে ফিটনেস ফিরে পাওয়া নিয়ে কাজ করছেন সাইফউদ্দিন। পুরোপুরি ফিট হয়ে উঠতে কী করছেন জানিয়ে সাইফউদ্দিন বলেন, ‘নিজের কাজগুলো করছি, রিহ্যাব করছি। সব মিলিয়ে ফেরার প্রক্রিয়া ঠিক রাখার কাজ করছি। সব কিছু ঠিক থাকলে সামনের সপ্তাহে ভারতে যেতে পারি। ২২ জুন শেষবার বোলিং করেছি। গত একমাস বোলিং করিনি। রিহ্যাব করছি। নিজের কাছে ভালো অনুভব হচ্ছে।’ 

নিজেকে ফিরে পেতে বাংলাদেশ টাইগার্সের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানিয়েছেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘বায়জিদ ভাই (বিসিবির ফিজিও) ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলে উনার সঙ্গে বসে ১-২ সপ্তাহের পরিকল্পনা নিয়ে কীভাবে এগোনো যায় ঠিক করব। জাতীয় দল নিয়ে উনি যেহেতু অনেক ব্যস্ত থাকেন, সব সময় উনাকে পাওয়া বা কথা বলার সুযোগ হয়ে ওঠে না। উনি হয়তো আগামীকাল আসবেন, তখন বসে একটা পরিকল্পনা ঠিক করব। সামনে যেহেতু খুলনায় বাংলাদেশ টাইগার্সের প্রস্তুতি ম্যাচ আছে, নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম, ওখানে একটা দুইটা ম্যাচ খেলে বুঝব কোন অবস্থায় আছি।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত