আফ্রিদি মনে করেন, ভারতীয় অধিনায়কের শাস্তি কম হয়েছে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ২২: ৪৮
Thumbnail image

বাংলাদেশের মেয়েদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে রোমাঞ্চকর টাইয়ের পর থেকে আলোচনায় ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। রান তাড়া করতে নেমে ১৪ রানে এলবিডব্লু হন তিনি। তবে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে মাঠেই ক্ষোভ ঝাড়েন। এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে উদ্দেশ করে কটূক্তি করেন কৌর। যা মোটেও খেলোয়াড়সুলভ নয়। 

ভারতীয় ব্যাটারের এমন অশোভন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব। তাঁর নিজ দেশের সাবেক ক্রিকেটাররাও আহত হয়েছেন এ ব্যাপারে। এমনকি তাঁরা হারমানপ্রীতের সমালোচনা করতেও ছাড়েননি। অবশ্য এমন আচরণের শাস্তিও পেয়েছেন ভারতীয় অধিনায়ক। আইসিসির ভিন্ন দুই নিয়মভঙ্গে ৪টি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। লেভেল ২ ভঙ্গের অভিযোগে ৫০ শতাংশ এবং লেভেল ১ ভঙ্গের দায়ে ২৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে তাঁর। গতকাল দুই ম্যাচের নিষেধাজ্ঞাও পান হারমানপ্রীত। 

তবে এ শাস্তি কম হয়েছে মনে করেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। হারমানপ্রীতের আচরণে হতাশ হয়েছেন তিনি। পাকিস্তানের সামা টিভির ‘গেট সেট ম্যাচ’ অনুষ্ঠানে দেশটির সাবেক অধিনায়ক জানান, হারমানপ্রীতের ম্যাচ ফির ৭৫ শতাংশ কেটে নেওয়া শাস্তি হিসেবে কম হয়েছে। তিনি বলেন, ‘যা শুনেছি, তাতে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয় এবং ১-২ ম্যাচ নিষিদ্ধ করা হয়।’ 

হারমানপ্রীতকে উদ্দেশ করে আফ্রিদি সেই অনুষ্ঠানে আরও বলেন, ‘এটা কেবল ভারতে নয়। আমরা এমন ঘটনা অতীতেও দেখেছি। যদিও নারী ক্রিকেটে সচরাচর এমন কিছু দেখা যায় না। এটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে। আইসিসির অধীনে এটা একটা বড় ইভেন্ট ছিল। এই শাস্তির মাধ্যমে, আপনি ভবিষ্যতের জন্য একটি উদাহরণই স্থাপন করলেন। আপনি ক্রিকেটে আক্রমণাত্মক হতে পারেন। ক্রিকেটে নিয়ন্ত্রিত আগ্রাসী মনোভাব ভালো, তবে এটা খুব বেশি হয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত