কোহলির ব্যাটিংয়ে বিরক্ত গাভাস্কার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২১: ২৯

বিরাট কোহলির পর পূর্ণ মেয়াদে ভারতের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে গতকাল জয় দিয়ে শুরু করেছেন রোহিত। সব বিভাগে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেয় ভারত। রোহিতের অধিনায়কত্বে খুশি ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। 

পরে ব্যাটিংয়েও দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন রোহিত। তবে রান পাননি সদ্য সাবেক হওয়া কোহলি। চার বলে দুই চারে ৮ রান করে আউট হয়েছেন তিনি। রোহিতে খুশি হলেও কোহলির ওপর যারপরনাই বিরক্ত গাভাস্কার। 

বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা গাভাস্কার কোহলিকে নিয়ে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বোলাররাও একই পরিকল্পনা নিয়েছিল। শর্ট বলে কোহলির স্বাভাবিক প্রবৃত্তি হলো পুল শট খেলা। বল ছাড়তে পারে না। এই ধরনের শট খেলার ক্ষেত্রে সব সময় নিয়ন্ত্রণ থাকে না। কারণ কখনো বল একটু বেশি লাফায়। গতির হেরফের হয়। মোতেরাতেও সেটাই হয়েছে। পরের দুই ম্যাচেও কোহলিকে এই ধরনের বল বেশি খেলতে হবে। ওকে তাই বল ছাড়া শিখতে হবে। না হলে এ ভাবেই আউট হওয়ার সুযোগ থাকবে।’ 

রোহিতকে নিয়েও কথা বলেছেন গাভাস্কার। অধিনায়ক হিসেবে তাঁর শুরুটা ভালো হয়েছে জানিয়ে সাবেক এই ভারত অধিনায়ক বলেছেন, ‘টস থেকে সব কাজ সঠিক করেছে রোহিত। প্রথমে টস জিতেছে। এরপর বোলারদের ঠিক সময়ে ব্যবহার করে উইকেট তুলে নিয়েছে। অল্প রান তাড়া করতে নেমে শুরুতে সে নিজে রান করেছে। সব দিক থেকে সফল রোহিত। তাই আমি ওকে ১০-এ ৯.৯৯ দেব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত