ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া থেকে ভারতের দূরত্ব ৭ হাজার ৮০৯ কিলোমিটার। দূরত্বের ব্যবধান অনেক হলেও ২৮ জানুয়ারি দুই দেশ মিলে গিয়েছিল এক জায়গা। দেশের মাঠে নিজ নিজ প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে এগিয়ে থেকেও শেষে হারতে হয়েছে তাদের।
ভারতকে হায়দরাবাদ টেস্টে পরাজয় উপহার দিয়েছেন ওলি পোপ আর টম হার্টলি। অন্যদিকে অস্ট্রেলিয়াকে ব্রিসবেন টেস্টে একাই হারিয়েছেন শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন শামার।
টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আজ তাঁরা পুরস্কৃতও হয়েছেন। হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন পর্যন্ত আধিপত্য দেখানো ভারতের বিপক্ষে ১৯৬ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে ২৮ রানের জয় এনে দিয়েছেন তিনি। সেই ইনিংসের জন্য আজ ২০ ধাপ এগিয়েছেন ২৬ বছর বয়সী ব্যাটার। ক্যারিয়ার সেরা ৬৮৪ রেটিং পয়েন্ট নিয়ে এখন ব্যাটারদের তালিকায় ১৫ নম্বরে।
পোপের মতো এত বড় লাফ দিতে না পারলেও উন্নতি হয়েছে উসমান খাজারও। ব্রিসবেন টেস্টে ফিফটি করায় দুই ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। শীর্ষ দশের চূড়ায় আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে দুই ধাপ করে পিছিয়ে বাংলাদেশের লিটন দাস ও মুশফিকুর রহিম আছেন ১৯ ও ২৬ নম্বরে।
অন্যদিকে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেওয়া শামারও বড় লাফ দিয়েছেন বোলিংয়ে। চোটের কারণে যাঁর বোলিং করার কথা ছিল না সেই শামার পরে ৭ উইকেট নিয়ে দলকে ৮ রানের জয় এনে দিয়েছেন। ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নামা পেসার ৪২ ধাপ এগিয়ে ৫০ নম্বরে আছেন। তাঁর সতীর্থ কেমার রোচ দুই ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন। আর চার ধাপ এগিয়ে ৩৩ নম্বরে আছেন ক্যারিবিয়ানদের আরেক পেসার আলজেরি জোসেফ।
বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন রবিচন্দ্রন অশ্বিন। হায়দরাবাদে ৬ উইকেট নিয়ে নিজের অবস্থানটা আরও পোক্ত করেছেন ভারতীয় অফ স্পিনার। ওই টেস্টেই ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে অবদান রাখা জো রুট এক ধাপ এগিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে উঠে এসেছেন। ৩১৩ রেটিং পয়েন্ট তাঁর ক্যারিয়ার সেরা। ৪২৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। ৩২৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অশ্বিন। আর তিনে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩২০।
অস্ট্রেলিয়া থেকে ভারতের দূরত্ব ৭ হাজার ৮০৯ কিলোমিটার। দূরত্বের ব্যবধান অনেক হলেও ২৮ জানুয়ারি দুই দেশ মিলে গিয়েছিল এক জায়গা। দেশের মাঠে নিজ নিজ প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে এগিয়ে থেকেও শেষে হারতে হয়েছে তাদের।
ভারতকে হায়দরাবাদ টেস্টে পরাজয় উপহার দিয়েছেন ওলি পোপ আর টম হার্টলি। অন্যদিকে অস্ট্রেলিয়াকে ব্রিসবেন টেস্টে একাই হারিয়েছেন শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন শামার।
টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আজ তাঁরা পুরস্কৃতও হয়েছেন। হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন পর্যন্ত আধিপত্য দেখানো ভারতের বিপক্ষে ১৯৬ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে ২৮ রানের জয় এনে দিয়েছেন তিনি। সেই ইনিংসের জন্য আজ ২০ ধাপ এগিয়েছেন ২৬ বছর বয়সী ব্যাটার। ক্যারিয়ার সেরা ৬৮৪ রেটিং পয়েন্ট নিয়ে এখন ব্যাটারদের তালিকায় ১৫ নম্বরে।
পোপের মতো এত বড় লাফ দিতে না পারলেও উন্নতি হয়েছে উসমান খাজারও। ব্রিসবেন টেস্টে ফিফটি করায় দুই ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। শীর্ষ দশের চূড়ায় আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে দুই ধাপ করে পিছিয়ে বাংলাদেশের লিটন দাস ও মুশফিকুর রহিম আছেন ১৯ ও ২৬ নম্বরে।
অন্যদিকে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেওয়া শামারও বড় লাফ দিয়েছেন বোলিংয়ে। চোটের কারণে যাঁর বোলিং করার কথা ছিল না সেই শামার পরে ৭ উইকেট নিয়ে দলকে ৮ রানের জয় এনে দিয়েছেন। ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নামা পেসার ৪২ ধাপ এগিয়ে ৫০ নম্বরে আছেন। তাঁর সতীর্থ কেমার রোচ দুই ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন। আর চার ধাপ এগিয়ে ৩৩ নম্বরে আছেন ক্যারিবিয়ানদের আরেক পেসার আলজেরি জোসেফ।
বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন রবিচন্দ্রন অশ্বিন। হায়দরাবাদে ৬ উইকেট নিয়ে নিজের অবস্থানটা আরও পোক্ত করেছেন ভারতীয় অফ স্পিনার। ওই টেস্টেই ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে অবদান রাখা জো রুট এক ধাপ এগিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে উঠে এসেছেন। ৩১৩ রেটিং পয়েন্ট তাঁর ক্যারিয়ার সেরা। ৪২৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। ৩২৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অশ্বিন। আর তিনে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩২০।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৫ ঘণ্টা আগে