২৩ এপ্রিলকে নিশ্চিতভাবে ভুলতে চাইবেন কোহলি

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

এবারে আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকলেও আজকের দিনকে নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন বিরাট কোহলি। কেননা আইপিএলের ইতিহাসে এই দিনে ‘গোল্ডেন ডাকের’ হ্যাটট্রিক করেছেন ভারতীয় ব্যাটার।

তাই ২৪ এপ্রিলকে মনে রাখতে চাইবেন না কোহলি। ঠিক যেমন আনলাকি থার্টিনকে পছন্দ করেন না অনেকে। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে প্রথম বলেই আউট হন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গেলুরুর অধিনায়ককে এলবিডব্লিউ করে টুর্নামেন্টে লজ্জাজনক রেকর্ডটি উপহার দিয়েছেন ট্রেন্ট বোল্ট।

এর আগে আরও দুই মৌসুমে এই দিনেই প্রথম বলেই আউট হয়েছেন কোহলি। গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিনে ব্যাটিং করতে নেমে মার্কো ইয়ানসেনের বলে গোল্ডেন ডাক মারেন ভারতের সাবেক অধিনায়ক।

আর এই দিনে সর্বপ্রথম কোহলি শূন্য রানে আউট হন ২০১৭ আইপিএলে। টুর্নামেন্টের ২৭ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বোলার নাথান কোল্টার নাইনের বলে কোনো রান না করেই ড্রেসিংরুমে ফিরে যান তিনি। আজ এলবিডব্লিউ হলেও গত দুই ম্যাচে ক্যাচ আউট হয়েছেন ক্রিকেটে ‘রানমেশিন’ নামে খ্যাত এই ব্যাটার।

আজ এমন লজ্জার রেকর্ড গড়লেও টুর্নামেন্ট ফর্মে আছেন কোহলি। ৭ ম্যাচে ৪৬.৫০ গড়ে ২৭৯ রান করে রান সংগ্রাহকের তালিকায় তিনে আছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। আর সমান ম্যাচে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করে সবার শীর্ষে আছেন তাঁরই দলের সতীর্থ ও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত