ক্রীড়া ডেস্ক
কেন্দ্রীয় চুক্তি থেকে দুই মাস আগে বাদ পড়ায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল মাকার্স স্টয়নিসের। তবে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নিজের সুযোগ পাওয়া নিয়ে বিন্দুমাত্র সংশয় ছিল না অস্ট্রেলিয়ান ব্যাটারের মনে।
সবশেষ আইপিএল চলাকালীন স্টয়নিস দৃঢ়কণ্ঠে জানিয়েছিলেন, বিশ্বকাপে সুযোগ পাবেন তিনি। সেই আত্মবিশ্বাসে ভর করেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন তিনি। ব্যাটে-বলে চোখধাঁধানো পারফরম্যান্সে ম্যাচ-সেরার স্বীকৃতিও পেয়েছেন অজি অলরাউন্ডার।
বার্বাডোজে ৫০ রানে ৩ উইকেট হারিয়ে যখন অস্ট্রেলিয়া ধুঁকছিল, তখন ডেভিড ওয়ার্নারকে (৫৬) সঙ্গী করে দলকে ম্যাচে ফেরান স্টয়নিশ। চতুর্থ উইকেটে দুজনে মিলে ৬৪ বলে ১০২ রানের জুটি গড়েন, যার ৬৪ রানই আসে তাঁর ব্যাট থেকে। পরে ৩৬ বলে ৬৭ রানে অপরাজিত থেকে দলকে ১৬৪ রানের সংগ্রহ এনে দেন তিনি। ১৮৬.১১ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ ছক্কার বিপরীতে ২ চারে।
পরে স্টয়নিশ-ওয়ার্নারের ফিফটিতে ৩৯ রানের জয় পায় অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ওমানকে ১২৫ রানের বেশি করতে না দেওয়ার পথে বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। ১৯ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলারও তিনি। দলকে জয় এনে দিতে পেরে খুশি ৩৪ বছর বয়সী অলরাউন্ডার।
ওমান বাধা টপকানোর পর অস্ট্রেলিয়ার সামনে এবার অপেক্ষা করছে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে উন্মুখ আছেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন স্টয়নিস। সঙ্গে ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে ম্যাচ জয়ের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘ম্যাচটা ক্লোজ ছিল। তবে জিততে পেরে ভালো লাগছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে উন্মুখ আছি। এখানকার কন্ডিশন ভিন্ন ছিল। ওমান-অস্ট্রেলিয়া ম্যাচ কঠিন ছিল। তবে ক্রিকেটের জন্য ম্যাচটি দুর্দান্ত ছিল। এখানে পরের ম্যাচটিও দুর্দান্ত হতে যাচ্ছে।’
কেন্দ্রীয় চুক্তি থেকে দুই মাস আগে বাদ পড়ায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল মাকার্স স্টয়নিসের। তবে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নিজের সুযোগ পাওয়া নিয়ে বিন্দুমাত্র সংশয় ছিল না অস্ট্রেলিয়ান ব্যাটারের মনে।
সবশেষ আইপিএল চলাকালীন স্টয়নিস দৃঢ়কণ্ঠে জানিয়েছিলেন, বিশ্বকাপে সুযোগ পাবেন তিনি। সেই আত্মবিশ্বাসে ভর করেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন তিনি। ব্যাটে-বলে চোখধাঁধানো পারফরম্যান্সে ম্যাচ-সেরার স্বীকৃতিও পেয়েছেন অজি অলরাউন্ডার।
বার্বাডোজে ৫০ রানে ৩ উইকেট হারিয়ে যখন অস্ট্রেলিয়া ধুঁকছিল, তখন ডেভিড ওয়ার্নারকে (৫৬) সঙ্গী করে দলকে ম্যাচে ফেরান স্টয়নিশ। চতুর্থ উইকেটে দুজনে মিলে ৬৪ বলে ১০২ রানের জুটি গড়েন, যার ৬৪ রানই আসে তাঁর ব্যাট থেকে। পরে ৩৬ বলে ৬৭ রানে অপরাজিত থেকে দলকে ১৬৪ রানের সংগ্রহ এনে দেন তিনি। ১৮৬.১১ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ ছক্কার বিপরীতে ২ চারে।
পরে স্টয়নিশ-ওয়ার্নারের ফিফটিতে ৩৯ রানের জয় পায় অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ওমানকে ১২৫ রানের বেশি করতে না দেওয়ার পথে বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। ১৯ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলারও তিনি। দলকে জয় এনে দিতে পেরে খুশি ৩৪ বছর বয়সী অলরাউন্ডার।
ওমান বাধা টপকানোর পর অস্ট্রেলিয়ার সামনে এবার অপেক্ষা করছে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে উন্মুখ আছেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন স্টয়নিস। সঙ্গে ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে ম্যাচ জয়ের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘ম্যাচটা ক্লোজ ছিল। তবে জিততে পেরে ভালো লাগছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে উন্মুখ আছি। এখানকার কন্ডিশন ভিন্ন ছিল। ওমান-অস্ট্রেলিয়া ম্যাচ কঠিন ছিল। তবে ক্রিকেটের জন্য ম্যাচটি দুর্দান্ত ছিল। এখানে পরের ম্যাচটিও দুর্দান্ত হতে যাচ্ছে।’
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৩ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৫ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৬ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৭ ঘণ্টা আগে