ক্রীড়া ডেস্ক
ব্যক্তিগতভাবে সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। চোট, করোনা ও ছন্দহীনতায় সংগ্রাম করছেন ভারত অধিনায়ক। তবে দুঃসময় কাটাতে অনুপ্রাণিত হওয়ার মতো এক মাইলফলকের সামনে এখন রোহিত। অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ে কিংবদন্তি রিকি পন্টিংকে ছোঁয়ার সুযোগ এখন রোহিতের সামনে।
আজ ইংল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টিতে হারাতে পারলেই এই কীর্তি গড়বেন রোহিত। ২০০৩ সালে টানা ২০ ম্যাচ জিতেছিলেন পন্টিং। যে রেকর্ড এখনো অক্ষত আছে। সে সঙ্গে এ ম্যাচ জিতলে ইংল্যান্ডকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারবে ভারত।
অধিনায়ক হিসেবে রোহিতের জয়ের ধারাটা শুরু হয়েছিল ২০১৯ সালে বাংলাদেশকে দিয়ে। তখন অবশ্য নিয়মিত অধিনায়ক ছিলেন না তিনি। এখন নেতৃত্বের পটপরিবর্তনে বিরাট কোহলির জায়গায় ভারতের নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রোহিত।
সব মিলিয়ে বেশি জয়ের মাইলফলক স্পর্শ করার অপেক্ষা থাকলেও, টি-টোয়েন্টিতে অবশ্য সেই কীর্তি ইতিমধ্যে গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি টানা ১৪ ম্যাচ জেতা অধিনায়ক হচ্ছেন রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জিতেই সবার ওপরে ওঠে যান তিনি। এখন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেও।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর রোহিত বলেছেন, ‘আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। সবগুলো কাজ একে একে সম্পন্ন করছি।’
ব্যক্তিগতভাবে সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। চোট, করোনা ও ছন্দহীনতায় সংগ্রাম করছেন ভারত অধিনায়ক। তবে দুঃসময় কাটাতে অনুপ্রাণিত হওয়ার মতো এক মাইলফলকের সামনে এখন রোহিত। অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ে কিংবদন্তি রিকি পন্টিংকে ছোঁয়ার সুযোগ এখন রোহিতের সামনে।
আজ ইংল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টিতে হারাতে পারলেই এই কীর্তি গড়বেন রোহিত। ২০০৩ সালে টানা ২০ ম্যাচ জিতেছিলেন পন্টিং। যে রেকর্ড এখনো অক্ষত আছে। সে সঙ্গে এ ম্যাচ জিতলে ইংল্যান্ডকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারবে ভারত।
অধিনায়ক হিসেবে রোহিতের জয়ের ধারাটা শুরু হয়েছিল ২০১৯ সালে বাংলাদেশকে দিয়ে। তখন অবশ্য নিয়মিত অধিনায়ক ছিলেন না তিনি। এখন নেতৃত্বের পটপরিবর্তনে বিরাট কোহলির জায়গায় ভারতের নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রোহিত।
সব মিলিয়ে বেশি জয়ের মাইলফলক স্পর্শ করার অপেক্ষা থাকলেও, টি-টোয়েন্টিতে অবশ্য সেই কীর্তি ইতিমধ্যে গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি টানা ১৪ ম্যাচ জেতা অধিনায়ক হচ্ছেন রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জিতেই সবার ওপরে ওঠে যান তিনি। এখন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেও।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর রোহিত বলেছেন, ‘আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। সবগুলো কাজ একে একে সম্পন্ন করছি।’
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
১ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৫ ঘণ্টা আগে