Ajker Patrika

বল তাসকিনের কথা শুনছে, সাইফউদ্দিনের আশঙ্কা সত্যি হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বল তাসকিনের কথা শুনছে, সাইফউদ্দিনের আশঙ্কা সত্যি হয়েছে

দুজনের পরিবারই বেশ টেনশনে ছিল গত পরশু। তাসকিন আহমেদের বাবা আবদুর রশিদ পরশু বিকেলে চিন্তিত কণ্ঠে বলছিলেন, ‘কী যে হয় বলতে পারছি না। ছেলেটা কী দারুণ ছন্দে ছিল। আমাকে বলছিল, বল এখন আমার কথা শোনে!’ 

তিন বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও তিনি সেরা খেলোয়াড় হয়েছেন। বিসিবি তাই চোটে পড়া তাসকিনকে রেখেই শুধু দল দেয়নি, তাঁকে সহ-অধিনায়কও করেছে। চোট নিয়ে চিন্তা থাকলেও বিশ্বকাপগামী ফ্লাইট ধরার আগে কাল ফুরফুরে তাসকিন বিকেলে বেরিয়ে পড়েছিলেন পরিবারকে নিয়ে। রওনা দেওয়ার আগে পরিবারকে সময় দিতে চেয়েছেন তিনি। 

জিম্বাবুয়ে সিরিজ শেষে সাইফউদ্দিন গিয়েছিলেন নিজের বাড়ি ফেনীতে। বাড়িতে গিয়েই দেখেন পরিবারের সবাই টেনশনে। চারদিকে চাউর হয়েছে, বিশ্বকাপ দলে নেই তিনি। পরশু সাইফউদ্দিন নিজেই ফোনে আজকের পত্রিকাকে বলছিলেন, ‘বিশ্বকাপ দলে আছি কি না কে জানে! সবশেষ ম্যাচে বাড়ি (মার) খেয়ে টেনশনে পড়ে গেছি! এর আগ পর্যন্ত ভালো আত্মবিশ্বাস ছিল। (সিরিজের) শেষ দিকে অনেক মার খেয়ে আত্মবিশ্বাস নিচুতে নেমে গেছে। বাসায় এসেছি, পরিবারের সবাই টেনশনে পড়ে গেছে। বলছে, কী করলি, কত আশা-স্বপ্ন ছিল! আমি শক্ত মানসিকতার মানুষ, এত চোটে পড়েছি ক্যারিয়ারে। পরিবারের সবার টেনশন আমাকেও স্পর্শ করে।’ 

সাইফউদ্দিনের আশঙ্কা সত্যি হয়েছে। তাঁর সুযোগ হয়নি বিশ্বকাপের দলে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাঁকে বাদ পড়ার ব্যাখ্যায় সবশেষ সিরিজে সাইফউদ্দিনের অনিয়ন্ত্রিত বোলিং সামনে এনেছেন। গত তিন মাস ঘরোয়া ক্রিকেটে ভালো করা সাইফউদ্দিন জায়গা হারিয়েছেন তানজিম হাসান সাকিবের কাছে। স্বাভাবিকভাবেই হতাশ সাইফ কাল শুধু বললেন, ‘দোয়া করবেন যেন ভালোভাবে ফিরতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত