ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৪৬ তম ওভারে মানকাডিং আউট হয়েছিলেন ইশ সোধি। বল ছাড়ার আগেই উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়ায় তাঁকে আউট করেছিলেন হাসান মাহমুদ। ক্রিকেটীয় আইনে আউটের নিয়ম থাকায় পরে টিভি আম্পায়ারও তাই করেন।
তখন হতাশ ও বিরক্ত হয়ে মাঠ ছেড়ে যাচ্ছিলেন সোধি। তবে বাংলাদেশের উদারতায় বেঁচে যান তিনি। অধিনায়ক লিটন দাস ডাকলে আবারও ব্যাটিংয়ে নামেন। পরে পুনরায় ব্যাটিং করার আগে পেসার হাসানের সঙ্গে কোলাকুলি করেন কিউই স্পিনার। আউট হওয়ার আগে ৩৯ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন ৩০ বছর বয়সী লেগ স্পিনার। পরে ৩৯ রানে ৬ উইকেট নিয়ে একাই বাংলাদেশকে ৮৬ রানে হারান তিনি।
আউট হওয়ার পর সোধির এমন প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি বলে জানিয়েছেন তামিম ইকবাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘এই আউট নিলে, আমার মনে হয় না ওরও (সোধি) এমন করা উচিত হয়েছে। ও যেভাবে অবাক হয়েছে। এটা আমরা নেবো কি নেবো না এটা পুরোপুরি অধিনায়কের কল। সরি এটা অধিনায়ক না, দলের কল। এটা নেবো কি নেবো না, এভাবে রিয়াক্ট করায় আমরা অবাক হয়েছি।’
সোধিকে পুনরায় ব্যাটিং করতে দেওয়ায় ভুলও কিছু দেখছে না তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এটাতে ভুল কিছু নেই। নিয়ম আছে। আমরা নেই বা আমাদের বিপক্ষে কেউ নেয়। আমার মনে হয় না এটা নিয়ে সবাই যেভাবে রিয়াক্ট করছে এমন কিছু হয়েছে। অধিনায়কের মনে হয়েছে এটা নেবে না। এখানে ভুল ঠিক বলতে কিছু নেই।’
নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৪৬ তম ওভারে মানকাডিং আউট হয়েছিলেন ইশ সোধি। বল ছাড়ার আগেই উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়ায় তাঁকে আউট করেছিলেন হাসান মাহমুদ। ক্রিকেটীয় আইনে আউটের নিয়ম থাকায় পরে টিভি আম্পায়ারও তাই করেন।
তখন হতাশ ও বিরক্ত হয়ে মাঠ ছেড়ে যাচ্ছিলেন সোধি। তবে বাংলাদেশের উদারতায় বেঁচে যান তিনি। অধিনায়ক লিটন দাস ডাকলে আবারও ব্যাটিংয়ে নামেন। পরে পুনরায় ব্যাটিং করার আগে পেসার হাসানের সঙ্গে কোলাকুলি করেন কিউই স্পিনার। আউট হওয়ার আগে ৩৯ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন ৩০ বছর বয়সী লেগ স্পিনার। পরে ৩৯ রানে ৬ উইকেট নিয়ে একাই বাংলাদেশকে ৮৬ রানে হারান তিনি।
আউট হওয়ার পর সোধির এমন প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি বলে জানিয়েছেন তামিম ইকবাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘এই আউট নিলে, আমার মনে হয় না ওরও (সোধি) এমন করা উচিত হয়েছে। ও যেভাবে অবাক হয়েছে। এটা আমরা নেবো কি নেবো না এটা পুরোপুরি অধিনায়কের কল। সরি এটা অধিনায়ক না, দলের কল। এটা নেবো কি নেবো না, এভাবে রিয়াক্ট করায় আমরা অবাক হয়েছি।’
সোধিকে পুনরায় ব্যাটিং করতে দেওয়ায় ভুলও কিছু দেখছে না তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এটাতে ভুল কিছু নেই। নিয়ম আছে। আমরা নেই বা আমাদের বিপক্ষে কেউ নেয়। আমার মনে হয় না এটা নিয়ে সবাই যেভাবে রিয়াক্ট করছে এমন কিছু হয়েছে। অধিনায়কের মনে হয়েছে এটা নেবে না। এখানে ভুল ঠিক বলতে কিছু নেই।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৯ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৯ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৯ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১০ ঘণ্টা আগে