Ajker Patrika

মুশফিক-তাসকিনের কেউই জেতেননি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০: ২৩
মুশফিক-তাসকিনের কেউই জেতেননি

মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ দুজনই জিম আফ্রো টি-টেনে একই দিনে দুটো ভিন্ন ম্যাচে গতকাল খেলেছেন। তবে দুই বাংলাদেশির কেউই ছিলেন না বিজয়ীদের দলে। জোবার্গ বাফালোজ, বুলাওয়ে ব্রেভস দুটো দলই হেরেছে। 

হারারে স্পোর্টস ক্লাবে গতকাল জোবার্গ বাফালোজের প্রতিপক্ষ ছিল কেপটাউন স্যাম্প আর্মি। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে জোবার্গ ১০ ওভারে ৫ উইকেটে ৯৬ রান করে। ১৩ বলে ১৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিক। ৯৭ রান তাড়া করতে নেমে বেশ সহজেই জিতে যায় কেপটাউন। ৭.৪ ওভারে ৩ উইকেটে ৯৭ রান করে কেপটাউন। কেপটাউনের বিশাল জয়ে দারুণ অবদান রেখেছেন তাদিওয়ানাশে মারুমানি। ২৪ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মারুমানি। 

অন্যদিকে একই মাঠ হারারেতে মুখোমুখি হয়েছিল বুলাওয়ে ব্রেভস ও ডারবান কালান্দার্স। তবে প্রথম তিন ম্যাচ খেলা তাসকিন এবার সুযোগ পাননি বুলাওয়ের একাদশে। আর এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ডারবান ১০ ওভারে ৬ উইকেটে ১২২ রান করে। ১২৩ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ৯৭ রানে থেমে যায় বুলাওয়ের ইনিংস। ডারবানের ২৫ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ব্র্যাড ইভানস। ২ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ইভানস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত