ধর্মশালায় সাকিব-মিরাজের ঘূর্ণি 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১৮: ৩৯

‘মর্নিং শোজ দ্য ডে’-আফগানিস্তানের দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিং দেখে অনেকেরই হয়তো ইংলিশ প্রবাদের কথা মনে পড়ছিল। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন ইব্রাহিম ও গুরবাজ। তবে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে মুহূর্তেই তছনছ হয়ে যায় আফগানদের ইনিংস। 

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। প্রথম ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে আফগানিস্তান করে ৪৭ রান। দলীয় ৪৭ রানেই আফগানদের উদ্বোধনী জুটি ভেঙেছেন সাকিব। নবম ওভারের দ্বিতীয় বলে সাকিবকে স্লগ সুইপ করেন ইব্রাহিম জাদরান। ডিপ স্কয়ার লেগ থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন তানজিদ হাসান তামিম। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা রহমত শাহকে নিয়ে আরও একটি বড় জুটি গড়ার পথে এগোতে থাকেন গুরবাজ। তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সাকিব। ১৬ তম ওভারের প্রথম বলে সুইপ করতে যান রহমত। টপ এজ হওয়া বল মিড অফে সহজে লুফে নেন লিটন দাস। দ্বিতীয় উইকেটে রহমত-গুরবাজের ৪১ বলে ৩৬ রানের জুটি ভেঙে যায়। 
 
৮৩ রানে ২ উইকেট হারানোর পর আফগানিস্তানের তৃতীয় উইকেটে ২৯ রানের জুটি গড়েন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী ও গুরবাজ। শাহিদীকে ফিরিয়ে মূলত আফগানদের ভাঙন ধরানোর কাজ শুরু করেন মিরাজ। ২৪ তম ওভারের চতুর্থ বলে মিরাজকে ডাউন দ্য উইকেটে খেলতে যান আফগান অধিনায়ক শাহিদী। আকাশে ওঠা বল মিড অনে সহজে লুফে নেন তাওহীদ হৃদয়। সাকিব-মিরাজের ঘূর্ণিজাদুতে পরাস্ত হয়ে ৪৪ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে অলআউট হয় আফগানরা। 

আফগানদের প্রথম দুই উইকেট নেওয়া সাকিব নিজের তৃতীয় উইকেট পেয়েছেন ২৯ তম ওভারে এসে। ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে যান নাজিবুল্লাহ জাদরান। সাকিবের মতো মিরাজও নিয়েছেন তিন উইকেট। রশিদ খান ও মুজিব উর রহমান-আফগানিস্তানের এই দুই ব্যাটারকে বোল্ড করে নিজের দ্বিতীয় ও তৃতীয় উইকেট পেয়েছেন মিরাজ। শুধু উইকেট নেওয়াতেই নয়, বাংলাদেশের আজ সবচেয়ে কৃপণ বোলিং করেন মিরাজ। ৯ ওভার বোলিং করে ২৫ রান খরচ করেছেন। সঙ্গে ৩ ওভার মেইডেন নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত