ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত-দুবাইয়ে আজ দুটি দলের জন্যই মঞ্চটা প্রস্তুত প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতার। বাংলাদেশ এর আগে ফাইনাল খেললেও জিততে পারেনি শিরোপা। অন্যদিকে এবার রীতিমতো সবাইকে চমকে দিয়ে ফাইনালে উঠেছে আরব আমিরাতের যুবারা।
দুবাইয়ে আজ ২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছেন আমিরাত অধিনায়ক আয়ান আফজাল খান। স্বাগতিক বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শুরুতে রানের চাকা ধীর গতির হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। পঞ্চম ওভারের শেষ বলে ওপেনার জিসান আলমের উইকেট তুলে নেন ওমিদ রেহমান। ১৫ বলে ১ চারে ৭ রান করে জিসান যখন বিদায় নেন, বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫ ওভারে ১ উইকেটে ১৪ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানকে নিয়ে বাংলাদেশকে সাবধানে এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ২৭ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখান থেকে ধীরে ধীরে রানরেট বাড়তে থাকে বাংলাদেশের। ২০ ওভার শেষে তাদের স্কোর হয়েছে ১ উইকেটে ৮১ রান। তখন রানরেট হয়েছে ৪.০৫।
সাবলীলভাবে খেলতে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ২৩ ওভার পর্যন্ত স্কোর ছিল ১ উইকেটে ৯৬ রান। এরপর ২৪তম ওভারে ৯ রান নিয়েছে বাংলাদেশ। যার মধ্যে রিজওয়ান একটি চার মেরেছেন আমিরাতের লেগস্পিনার আম্মার বাদামিকে। ২৫তম ওভারে শিবলি, রিজওয়ান দুজনই ফিফটির দেখা পেয়েছেন। শিবলি এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চারটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। যার মধ্যে একটিকে পরিণত করেছেন সেঞ্চুরিতে।
শিবলি, রিজওয়ানের সাবলীল ব্যাটিংয়ে ৩০ ওভারে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১ উইকেটে ১৩৭ রান। ৩১তম ওভারের চতুর্থ বলে ধ্রুব পরাশরকে সুইপ করতে যান রিজওয়ান। টপ এজ হওয়া বল ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন বাদামি। ৭১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬০ রান রিজওয়ান। দ্বিতীয় উইকেটে রিজওয়ান-শিবলির জুটিতে যোগ হয়েছিল ১২৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩৬ ওভারে ২ উইকেটে ১৭২ রান। ৮৮ রানে ব্যাটিং করছেন শিবলি। আরিফুল ইসলাম অপরাজিত আছেন ১৩ রানে।
বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত-দুবাইয়ে আজ দুটি দলের জন্যই মঞ্চটা প্রস্তুত প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতার। বাংলাদেশ এর আগে ফাইনাল খেললেও জিততে পারেনি শিরোপা। অন্যদিকে এবার রীতিমতো সবাইকে চমকে দিয়ে ফাইনালে উঠেছে আরব আমিরাতের যুবারা।
দুবাইয়ে আজ ২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছেন আমিরাত অধিনায়ক আয়ান আফজাল খান। স্বাগতিক বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শুরুতে রানের চাকা ধীর গতির হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। পঞ্চম ওভারের শেষ বলে ওপেনার জিসান আলমের উইকেট তুলে নেন ওমিদ রেহমান। ১৫ বলে ১ চারে ৭ রান করে জিসান যখন বিদায় নেন, বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫ ওভারে ১ উইকেটে ১৪ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানকে নিয়ে বাংলাদেশকে সাবধানে এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ২৭ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখান থেকে ধীরে ধীরে রানরেট বাড়তে থাকে বাংলাদেশের। ২০ ওভার শেষে তাদের স্কোর হয়েছে ১ উইকেটে ৮১ রান। তখন রানরেট হয়েছে ৪.০৫।
সাবলীলভাবে খেলতে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ২৩ ওভার পর্যন্ত স্কোর ছিল ১ উইকেটে ৯৬ রান। এরপর ২৪তম ওভারে ৯ রান নিয়েছে বাংলাদেশ। যার মধ্যে রিজওয়ান একটি চার মেরেছেন আমিরাতের লেগস্পিনার আম্মার বাদামিকে। ২৫তম ওভারে শিবলি, রিজওয়ান দুজনই ফিফটির দেখা পেয়েছেন। শিবলি এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চারটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। যার মধ্যে একটিকে পরিণত করেছেন সেঞ্চুরিতে।
শিবলি, রিজওয়ানের সাবলীল ব্যাটিংয়ে ৩০ ওভারে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১ উইকেটে ১৩৭ রান। ৩১তম ওভারের চতুর্থ বলে ধ্রুব পরাশরকে সুইপ করতে যান রিজওয়ান। টপ এজ হওয়া বল ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন বাদামি। ৭১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬০ রান রিজওয়ান। দ্বিতীয় উইকেটে রিজওয়ান-শিবলির জুটিতে যোগ হয়েছিল ১২৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩৬ ওভারে ২ উইকেটে ১৭২ রান। ৮৮ রানে ব্যাটিং করছেন শিবলি। আরিফুল ইসলাম অপরাজিত আছেন ১৩ রানে।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে