Ajker Patrika

রান বিলিয়ে তাসকিনের বিব্রতকর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৬: ০৪
বোলিংয়ে ১০৭ রান খরচ করে বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ। ছবি: এএফপি
বোলিংয়ে ১০৭ রান খরচ করে বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ। ছবি: এএফপি

এ মাসেই বাংলাদেশ ক্রিকেটে একমাত্র পেসার হিসেবে কেন্দ্রীয় চুক্তির ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন তাসকিন আহমেদ। চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সংক্ষিপ্ত বিরতির পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরেছেন তিনি। প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছিলেন তাসকিন—৭ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে। তবে আজ লিগে নিজের দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন তিনি।

তাসকিনকে বেধড়ক পিটিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের তোফায়েল আহমেদ, এনামুল হক বিজয় ও আব্দুল গাফফার সাকলাইনরা। বিশেষ করে তোফায়েল ব্যাটিং করেন বিধ্বংসী মেজাজে। ৪৬তম ওভারে তাসকিনের স্লোয়ার ডেলিভারিতে এক্সট্রা কভারের ওপর দিয়ে খেলতে গিয়ে টাইমিং গড়বড় করে মিড অফে মাহিদুল ইসলাম অঙ্কনের হাতে ক্যাচ দেন তোফায়েল। ২৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৩ রান করেন তোফায়েল। এই ওভারেই তাসকিন দেন ২৫ রান।

তাসকিনের দুঃস্বপ্ন যে তখনো শেষ হয়নি। নতুন ব্যাটার আব্দুল গাফফার সাকলাইন এসেই মিড অফের ওপর দিয়ে খেলতে গিয়ে দুই রান নেন। তাতেই এক ম্যাচে রানের ‘সেঞ্চুরি’র রেকর্ডে নাম উঠে যায় তাসকিনের। আর ৪৮তম ওভারের শেষ বলে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে তাসকিনকে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডে এক নম্বরে বসিয়ে দেন আব্দুল গাফফার সাকলাইন।

১০ ওভারে ১০৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তাসকিন। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে এত রান দেননি বাংলাদেশের আর কোনো বোলার। তিনি ছাড়িয়ে গেছেন ইকবাল হোসেনকে, যিনি আগে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার ছিলেন। ডিপিএলে সবচেয়ে খরুচে বোলিংয়ের তালিকায় এখন শীর্ষে তাসকিন। দ্বিতীয় স্থানে ইকবাল হোসেন ও তৃতীয় স্থানে মুক্তার আলী।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি শফিউল ইসলামের। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৯৭ রান দিয়েছিলেন তিনি। একই বছর পাকিস্তানের বিপক্ষে ৯৫ রান খরচ করেছিলেন।

মোস্তাফিজুর রহমান ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৯৩ রান দিয়েছিলেন। তাসকিনও আন্তর্জাতিক ক্রিকেটে বড় রান দেওয়ার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন—২০২২ সালে ভারতের বিপক্ষে ৯ ওভারে ৮৯ রান খরচ করেছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ডটি নেদারল্যান্ডসের বাস ডি লিডের দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৫ রান দিয়েছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত