Ajker Patrika

ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব, বললেন রমিজ

ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব, বললেন রমিজ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা। দায়িত্ব নিয়েই নতুন বোর্ড সভাপতিকে কথা বলতে হয়েছে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলা নিয়ে। রমিজ অবশ্য স্পষ্টভাবেই বলে দিয়েছেন, এই মুহূর্তে ভারতের সঙ্গে সিরিজ খেলা অসম্ভব। 

তিন বছরের জন্য পিসিবি সভাপতির দায়িত্বে পেয়েছেন রমিজ। বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান এহসান মানির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। গত মাসে দায়িত্ব মেয়াদ শেষ হয়েছে মানির। দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে রমিজের কাছে জানতে চাওয়া হয়েছিল ভারতে সঙ্গে সিরিজ খেলার সম্ভাবনা নিয়ে। উত্তরে রমিজ বলেন, ‘এটা (ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ) এই মুহূর্তে অসম্ভব। খেলাধুলার মডেল রাজনীতি দ্বারা নষ্ট হয়ে গেছে। এখন এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। এই বিষয় নিয়ে আমরা তাড়াহুড়ো করছি না। আমরা এখন নিজেদের ঘরোয়া ও স্থানীয় ক্রিকেটে মনোযোগ দিতে চাই।’ 

দ্বিপক্ষীয় সিরিজ খেলা না হলেও অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে এই দুই দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ম্যাচটি নিয়ে রমিজ বলেন, ‘ম্যাচটি (ভারত-পাকিস্তান) আকর্ষণের কেন্দ্রে থাকবে। যখন আমি পাকিস্তান দলের সঙ্গে দেখা করেছিলাম, তাদের বলেছি এবার ভিন্ন কিছু দেখতে চাই।’ 

ক্রিকেটের এই বিশ্ব আসরে পাকিস্তানের ভয়ডরহীন মানসিকতা দেখতে চান জানিয়ে রমিজ আরও বলেন, ‘জাতীয় দলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে। আমাদের উচিত বিশ্বকাপের জন্য যে দল নির্বাচন করা হয়েছে সেটাকে সমর্থন করা। আমাদের পরিকল্পনাগুলো গুছিয়ে নিতে হবে। আগ্রাসী মনোভাব পাকিস্তান ক্রিকেটের ডিএনএ’তে আছে। কাঙ্ক্ষিত ফল পেতে এখন সঠিক মডেলটি কেমন হবে তা ঠিক করতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত