Ajker Patrika

ধোনির নেতৃত্বে সেরা সময় কাটিয়েছি, বললেন কোহলি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১১: ৫৩
ধোনির নেতৃত্বে সেরা সময় কাটিয়েছি, বললেন কোহলি

দীর্ঘদিন ধরে মাঠের সময়টা ভালো কাটছে না বিরাট কোহলির। ছুটি শেষে দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে এই মুহূর্তে আরব আমিরাতে তিনি। ২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন সাবেক অধিনায়ক। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামার আগে নিজের সেরা সময়কে খুঁজছেন তিনি। ভারতীয় ব্যাটার জানিয়েছেন, ধোনির অধিনায়কত্বে সেরা সময় কাটিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে ধোনির সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করেছেন কোহলি। হৃদয় ছুঁয়ে যাওয়া একটি ক্যাপশনও লিখেছেন ভারতের তারকা ব্যাটার। তিনি লিখেছেন, ‘এই ব্যক্তির বিশ্বস্ত ডেপুটি হওয়াটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে আনন্দের এবং উত্তেজনাপূর্ণ সময়। আমাদের জুটিটা সর্বদা আমার কাছে বিশেষ হয়ে থাকবে। ৭ + ১৮।’ ৭ হচ্ছে ধোনির জার্সি নম্বর আর ১৮ কোহলির।

কোহলির এই পোস্ট সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে। দুই ক্রিকেটারের প্রতি কমেন্ট ও রিঅ্যাক্ট দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন সমর্থকেরা। ধোনির নেতৃত্বেই ২০০৮ সালে অভিষেক কোহলির। সাবেক অধিনায়কের নেতৃত্বে কোহলি নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন। পরে তাঁর কাছে থেকেই দলের নেতৃত্বভার নেন ‘রান মেশিন’ খ্যাত ব্যাটার।

ধোনির অবসর নেওয়ার বছরেই, অর্থাৎ ২০১৯ সাল থেকে কোনো সংস্করণেই সেঞ্চুরির দেখা পাচ্ছেন না কোহলি। নিজের আসল রূপে ফিরতে দল ও আইপিএলের অধিনায়কত্বও ছেড়েছেন তিনি। তবু রান না পাওয়ায় শেষ কয়েক সিরিজে ছুটি নিয়েছেন ভারতীয় ব্যাটার। এবার ছুটি শেষে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছেন কোহলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত