নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টির এই যুগে বোলারদের ‘টুকটাক’ নয়, ব্যাটিংটা ভালোই জানতে হয়। লেজের দিকের ব্যাটাররা কীভাবে ব্যাট হাতে দলকে লড়াইয়ের স্কোর এনে দিতে পারেন, সে তো দেখাই গেল গত পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে।
তাইজুল ইসলাম–শরীফুল ইসলাম ওই সঙ্গটুকু না দিলে মুশফিকুর রহিমের পক্ষে লড়াই করা কঠিনই হতো। সপ্তম উইকেটে তাইজুলের সঙ্গে মুশফিক গড়েছিলেন ৪৪ বলে ৩৩ রানের জুটি। আর অষ্টম উইকেটে শরীফুলের সঙ্গে তাইজুল গড়েন ২০ বলে ১৯ রানের ছোট এক কার্যকরী জুটি। শেষ দিকে এই ছোট কিন্তু সময়োপযোগী জুটিই দলকে এনে দেয় লড়াইয়ের স্কোর।
পেসার শরীফুলও মনে করেন, মূল ভূমিকা বোলিং হলেও তাঁদের ব্যাটিংও ভালো পারতে হবে। বোলারদের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে শরীফুল কৃতিত্ব দিলেন তাঁর সিনিয়র সতীর্থ তাসকিন আহমেদকে। আজ ইংল্যান্ডে সাংবাদিকদের তিনি বলছিলেন, ‘সব দেশের টেল এন্ডাররা এখন ভালো ব্যাটিং করে। আমরাও সেভাবে চেষ্টা করছি। তাসকিন ভাইকে দেখে দেখে নেটে প্রতিদিন ব্যাটিং করছি। চেষ্টা করছি অবদান রাখতে। যদি ১০-১৫ রানও করি দলের উপকার হবে।’
ব্যাটিংয়ে অবদান রাখার বিষয়টি তো আছেই। গত দুই-তিন বছরে বাংলাদেশের পেসারদের ধারাবাহিক পারফরম্যান্সে জমে উঠেছে নিজেদের স্বাস্থ্যকর এক প্রতিযোগিতা। নিজেদের মধ্যে প্রতিযোগিতা নিয়ে শরীফুল বলেছেন, ‘যত প্রতিযোগিতা হবে তত ভালো। যে ভালো করবে দেশের জন্যই ভালো হবে। বেশ উপভোগ করছি । প্রতিযোগিতা বেশি হলে উপভোগও করা যায় বেশি। চাপ থাকলেও উপভোগ করছি।’
টি-টোয়েন্টির এই যুগে বোলারদের ‘টুকটাক’ নয়, ব্যাটিংটা ভালোই জানতে হয়। লেজের দিকের ব্যাটাররা কীভাবে ব্যাট হাতে দলকে লড়াইয়ের স্কোর এনে দিতে পারেন, সে তো দেখাই গেল গত পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে।
তাইজুল ইসলাম–শরীফুল ইসলাম ওই সঙ্গটুকু না দিলে মুশফিকুর রহিমের পক্ষে লড়াই করা কঠিনই হতো। সপ্তম উইকেটে তাইজুলের সঙ্গে মুশফিক গড়েছিলেন ৪৪ বলে ৩৩ রানের জুটি। আর অষ্টম উইকেটে শরীফুলের সঙ্গে তাইজুল গড়েন ২০ বলে ১৯ রানের ছোট এক কার্যকরী জুটি। শেষ দিকে এই ছোট কিন্তু সময়োপযোগী জুটিই দলকে এনে দেয় লড়াইয়ের স্কোর।
পেসার শরীফুলও মনে করেন, মূল ভূমিকা বোলিং হলেও তাঁদের ব্যাটিংও ভালো পারতে হবে। বোলারদের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে শরীফুল কৃতিত্ব দিলেন তাঁর সিনিয়র সতীর্থ তাসকিন আহমেদকে। আজ ইংল্যান্ডে সাংবাদিকদের তিনি বলছিলেন, ‘সব দেশের টেল এন্ডাররা এখন ভালো ব্যাটিং করে। আমরাও সেভাবে চেষ্টা করছি। তাসকিন ভাইকে দেখে দেখে নেটে প্রতিদিন ব্যাটিং করছি। চেষ্টা করছি অবদান রাখতে। যদি ১০-১৫ রানও করি দলের উপকার হবে।’
ব্যাটিংয়ে অবদান রাখার বিষয়টি তো আছেই। গত দুই-তিন বছরে বাংলাদেশের পেসারদের ধারাবাহিক পারফরম্যান্সে জমে উঠেছে নিজেদের স্বাস্থ্যকর এক প্রতিযোগিতা। নিজেদের মধ্যে প্রতিযোগিতা নিয়ে শরীফুল বলেছেন, ‘যত প্রতিযোগিতা হবে তত ভালো। যে ভালো করবে দেশের জন্যই ভালো হবে। বেশ উপভোগ করছি । প্রতিযোগিতা বেশি হলে উপভোগও করা যায় বেশি। চাপ থাকলেও উপভোগ করছি।’
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
২ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৪ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৫ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৬ ঘণ্টা আগে