তাসকিনকে দেখে নেটে ব্যাটিং করেন শরীফুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ মে ২০২৩, ২০: ২৪

টি-টোয়েন্টির এই যুগে বোলারদের ‘টুকটাক’ নয়, ব্যাটিংটা ভালোই জানতে হয়। লেজের দিকের ব্যাটাররা কীভাবে ব্যাট হাতে দলকে লড়াইয়ের স্কোর এনে দিতে পারেন, সে তো দেখাই গেল গত পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। 

তাইজুল ইসলাম–শরীফুল ইসলাম ওই সঙ্গটুকু না দিলে মুশফিকুর রহিমের পক্ষে লড়াই করা কঠিনই হতো। সপ্তম উইকেটে তাইজুলের সঙ্গে মুশফিক গড়েছিলেন ৪৪ বলে ৩৩ রানের জুটি। আর অষ্টম উইকেটে শরীফুলের সঙ্গে তাইজুল গড়েন ২০ বলে ১৯ রানের ছোট এক কার্যকরী জুটি। শেষ দিকে এই ছোট কিন্তু সময়োপযোগী জুটিই দলকে এনে দেয় লড়াইয়ের স্কোর। 

পেসার শরীফুলও মনে করেন, মূল ভূমিকা বোলিং হলেও তাঁদের ব্যাটিংও ভালো পারতে হবে। বোলারদের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে শরীফুল কৃতিত্ব দিলেন তাঁর সিনিয়র সতীর্থ তাসকিন আহমেদকে। আজ ইংল্যান্ডে সাংবাদিকদের তিনি বলছিলেন, ‘সব দেশের টেল এন্ডাররা এখন ভালো ব্যাটিং করে। আমরাও সেভাবে চেষ্টা করছি। তাসকিন ভাইকে দেখে দেখে নেটে প্রতিদিন ব্যাটিং করছি। চেষ্টা করছি অবদান রাখতে। যদি ১০-১৫ রানও করি দলের উপকার হবে।’ 

ব্যাটিংয়ে অবদান রাখার বিষয়টি তো আছেই। গত দুই-তিন বছরে বাংলাদেশের পেসারদের ধারাবাহিক পারফরম্যান্সে জমে উঠেছে নিজেদের স্বাস্থ্যকর এক প্রতিযোগিতা। নিজেদের মধ্যে প্রতিযোগিতা নিয়ে শরীফুল বলেছেন, ‘যত প্রতিযোগিতা হবে তত ভালো। যে ভালো করবে দেশের জন্যই ভালো হবে। বেশ উপভোগ করছি । প্রতিযোগিতা বেশি হলে উপভোগও করা যায় বেশি। চাপ থাকলেও উপভোগ করছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত