কলকাতার একাদশে আজও নেই লিটন 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেকের অপেক্ষা বাড়ল লিটন দাসের। আজও কলকাতা নাইট রাইডার্সের একাদশে সুযোগ হয়নি লিটনের। 

ওয়াংখেড়েতে আজ কলকাতার প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস। টস হেরে আগে ব্যাটিং পায় কলকাতা। অধিনায়ক নীতিশ রানা আগের একাদশ নিয়ে খেলছেন। চার বিদেশির কোটা পূর্ণ হওয়ায় জায়গা হয়নি লিটনের। রহমানুল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, লকি ফার্গুসন-এই চার বিদেশি আজ খেলছেন কলকাতার একাদশে। 

এই নিয়ে ২০২৩ আইপিএলে পঞ্চম ম্যাচ খেলছে কলকাতা। ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে আছে কলকাতা। 

প্রথমবারের মতো আইপিএল খেলতে গত রোববার ভারতে উড়াল দিয়েছিলেন লিটন। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে শেখার মঞ্চ হিসেবে দেখছেন লিটন। এপ্রিলের মাসের বাকি সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন লিটন। তাতে ছয় ম্যাচ খেলার সুযোগ থাকছে তাঁর। লিটন যাওয়ার পর আজই দ্বিতীয় ম্যাচ খেলছে কলকাতা। বাকি চার ম্যাচে সুযোগ পাবেন কি না তা হয়তো সময়ই বলে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত