ক্রীড়া ডেস্ক
টেস্ট, ওয়ানডে—এ দুই সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে এরই মধ্যে জিতেছে বাংলাদেশ। বাকি রইল টি-টোয়েন্টি। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। বাংলাদেশকে ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসেছেন শেখ মেহেদি হাসান। প্রথম বলে ফিন অ্যালেন সিঙ্গেল নিয়েছেন। এরপর টানা দুই বল ডট দিয়ে চতুর্থ বলে উইকেট তুলে নিয়েছেন মেহেদি। ব্যাকফুটে শট খেলতে গিয়ে বোল্ড হয়েছেন টিম সাইফার্ট। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি সাইফার্ট। প্রথম ওভারে নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ১ উইকেটে ১ রান।
প্রথম ওভারের ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রেখেছে দ্বিতীয় ওভারেও। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শরীফুলকে কাভার ড্রাইভ করতে যান অ্যালেন। আউটসাইড এজ হওয়া বল স্লিপে তালুবন্দী করেন সৌম্য সরকার। ঠিক তার পরের বলেই গ্লেন ফিলিপসকে এলবিডব্লুর আবেদন করলে প্রথমে আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ রিভিউ নেওয়ার পর তা দেখে আম্পায়ার আউট দিয়েছেন। শরীফুল টানা ২ বলে ২ উইকেট নিলে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ১.৩ ওভারে ৩ উইকেটে ১ রান।
হ্যাটট্রিক করার সম্ভাবনাও জাগিয়েছিলেন শরীফুল। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শরীফুল ইয়র্কার করেন মার্ক চ্যাপম্যানকে। তবে তা লেগ সাইডের অনেক বাইরে হওয়ায় আম্পায়ার আউট দেননি। ১ রানে ৩ উইকেট হারানোর পর নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল চতুর্থ উইকেট জুটিতে। ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান ধীরেসুস্থে এগোচ্ছিলেন। তবে চতুর্থ উইকেটে তাঁদের (মিচেল-চ্যাপম্যান) জুটিটি ছিল ১৯ বলে ১৯ রানের। পঞ্চম ওভারের চতুর্থ বলে মিচেলকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন মেহেদি। তাতে ৪.৪ ওভারে ৪ উইকেটে ২০ রান হয়ে যায় নিউজিল্যান্ডের। ধুঁকতে থাকা নিউজিল্যান্ড প্রথম ৬ ওভার শেষ করেছে ৪ উইকেটে ৩৬ রানে।
চ্যাপম্যান এরপর পঞ্চম উইকেটে জেমস নিশামকে নিয়ে এগোতে থাকেন সাবলীলভাবেই। কিছুক্ষণ পর সেই চ্যাপম্যানই আউট হয়ে গেলেন। দশম ওভারের দ্বিতীয় বলে রিশাদকে কাভারের ওপর দিয়ে তুলে মারতে যান চ্যাপম্যান। আকাশে ভেসে থাকা বল ডিপ কাভার পয়েন্টে ক্যাচ ধরেছেন তানজিম হাসান সাকিব। ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন চ্যাপম্যান। নিউজিল্যান্ডের স্কোর তাতে হয়ে যায় ৯.২ ওভারে ৫ উইকেটে ৫০ রান।
চাপে পড়া নিউজিল্যান্ড এরপর পাল্টা আক্রমণে যায় বাংলাদেশের ওপর। বিশেষ করে জেমস নিশাম একটু বেশিই ঝোড়ো গতিতে ব্যাটিং করছিলেন।একের পর এক চার-ছক্কা মারছিলেন কিউই এই বাঁহাতি ব্যাটার। ষষ্ঠ উইকেট জুটিতে ৩১ বলে ৪১ রানের জুটি গড়েন নিশাম ও মিচেল স্যান্টনার।স্যান্টনারকে আউট করে জুটি ভাঙেন শরীফুল। ১৫তম ওভারের তৃতীয় বলে শরীফুলকে পুল করতে যান স্যান্টনার। মিড উইকেটে ডাইভ দিয়ে ক্যাচ ঠিকঠাক ধরেছেন কি না তা নিয়ে সৌম্য বেশ অনিশ্চিত ছিলেন। টিভি আম্পায়ার অনেকক্ষণ দেখার পর সিদ্ধান্ত নিয়ে আউট দিয়েছেন।
ঝড় তোলা নিশাম এরপর আউট হয়েছেন খুব দ্রুতই। ১৭তম ওভারের তৃতীয় বলে মোস্তাফিজুর রহমানের ফুলটস তুলে মারতে যান নিশাম। ডিপ কাভার পয়েন্টে সহজ ক্যাচ ধরেছেন আফিফ। ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন নিশাম। স্যান্টনার, নিশামের দ্রুত ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর ১৬.৩ ওভারে ৭ উইকেটে ১১০ রান।
দুর্দান্ত বোলিং করা বাংলাদেশ তালগোল পাকিয়েছে শেষের দিকে এসে। ১৮তম ওভার বোলিংয়ে আসা শরীফুলের ওভারে দুটি সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। ১৮তম ওভারের তৃতীয় বলে সাউদি তুলে মারতে যান। আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করতে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে থার্ড ম্যানের দিকে দৌঁড়াচ্ছিলেন রিশাদ। তবে তিনি ব্যর্থ হয়েছেন। একই ওভারের পঞ্চম বলে সাউদি আরও একবার জীবন পেয়েছেন। এবারও তিনি তুলে মেরেছেন। এক্সট্রা কাভারে ছিলেন রনি তালুকদার ও ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ। দ্বিধাদ্বন্দ্বে ভোগায় আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল কেউই তালুবন্দী করতে পারেননি। শরীফুলের নেওয়া হয়নি ৪ উইকেট। ৪ ওভার বোলিং করে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করেছে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪৮ রান করেন নিশাম। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শরীফুল। ২টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ ও মেহেদি। দুজনেই চার ওভার বোলিং করেন। মেহেদি খরচ করেন ১৪ রান। ১৫ রান দেন মোস্তাফিজ।
টেস্ট, ওয়ানডে—এ দুই সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে এরই মধ্যে জিতেছে বাংলাদেশ। বাকি রইল টি-টোয়েন্টি। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। বাংলাদেশকে ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসেছেন শেখ মেহেদি হাসান। প্রথম বলে ফিন অ্যালেন সিঙ্গেল নিয়েছেন। এরপর টানা দুই বল ডট দিয়ে চতুর্থ বলে উইকেট তুলে নিয়েছেন মেহেদি। ব্যাকফুটে শট খেলতে গিয়ে বোল্ড হয়েছেন টিম সাইফার্ট। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি সাইফার্ট। প্রথম ওভারে নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ১ উইকেটে ১ রান।
প্রথম ওভারের ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রেখেছে দ্বিতীয় ওভারেও। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শরীফুলকে কাভার ড্রাইভ করতে যান অ্যালেন। আউটসাইড এজ হওয়া বল স্লিপে তালুবন্দী করেন সৌম্য সরকার। ঠিক তার পরের বলেই গ্লেন ফিলিপসকে এলবিডব্লুর আবেদন করলে প্রথমে আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ রিভিউ নেওয়ার পর তা দেখে আম্পায়ার আউট দিয়েছেন। শরীফুল টানা ২ বলে ২ উইকেট নিলে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ১.৩ ওভারে ৩ উইকেটে ১ রান।
হ্যাটট্রিক করার সম্ভাবনাও জাগিয়েছিলেন শরীফুল। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শরীফুল ইয়র্কার করেন মার্ক চ্যাপম্যানকে। তবে তা লেগ সাইডের অনেক বাইরে হওয়ায় আম্পায়ার আউট দেননি। ১ রানে ৩ উইকেট হারানোর পর নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল চতুর্থ উইকেট জুটিতে। ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান ধীরেসুস্থে এগোচ্ছিলেন। তবে চতুর্থ উইকেটে তাঁদের (মিচেল-চ্যাপম্যান) জুটিটি ছিল ১৯ বলে ১৯ রানের। পঞ্চম ওভারের চতুর্থ বলে মিচেলকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন মেহেদি। তাতে ৪.৪ ওভারে ৪ উইকেটে ২০ রান হয়ে যায় নিউজিল্যান্ডের। ধুঁকতে থাকা নিউজিল্যান্ড প্রথম ৬ ওভার শেষ করেছে ৪ উইকেটে ৩৬ রানে।
চ্যাপম্যান এরপর পঞ্চম উইকেটে জেমস নিশামকে নিয়ে এগোতে থাকেন সাবলীলভাবেই। কিছুক্ষণ পর সেই চ্যাপম্যানই আউট হয়ে গেলেন। দশম ওভারের দ্বিতীয় বলে রিশাদকে কাভারের ওপর দিয়ে তুলে মারতে যান চ্যাপম্যান। আকাশে ভেসে থাকা বল ডিপ কাভার পয়েন্টে ক্যাচ ধরেছেন তানজিম হাসান সাকিব। ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন চ্যাপম্যান। নিউজিল্যান্ডের স্কোর তাতে হয়ে যায় ৯.২ ওভারে ৫ উইকেটে ৫০ রান।
চাপে পড়া নিউজিল্যান্ড এরপর পাল্টা আক্রমণে যায় বাংলাদেশের ওপর। বিশেষ করে জেমস নিশাম একটু বেশিই ঝোড়ো গতিতে ব্যাটিং করছিলেন।একের পর এক চার-ছক্কা মারছিলেন কিউই এই বাঁহাতি ব্যাটার। ষষ্ঠ উইকেট জুটিতে ৩১ বলে ৪১ রানের জুটি গড়েন নিশাম ও মিচেল স্যান্টনার।স্যান্টনারকে আউট করে জুটি ভাঙেন শরীফুল। ১৫তম ওভারের তৃতীয় বলে শরীফুলকে পুল করতে যান স্যান্টনার। মিড উইকেটে ডাইভ দিয়ে ক্যাচ ঠিকঠাক ধরেছেন কি না তা নিয়ে সৌম্য বেশ অনিশ্চিত ছিলেন। টিভি আম্পায়ার অনেকক্ষণ দেখার পর সিদ্ধান্ত নিয়ে আউট দিয়েছেন।
ঝড় তোলা নিশাম এরপর আউট হয়েছেন খুব দ্রুতই। ১৭তম ওভারের তৃতীয় বলে মোস্তাফিজুর রহমানের ফুলটস তুলে মারতে যান নিশাম। ডিপ কাভার পয়েন্টে সহজ ক্যাচ ধরেছেন আফিফ। ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন নিশাম। স্যান্টনার, নিশামের দ্রুত ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর ১৬.৩ ওভারে ৭ উইকেটে ১১০ রান।
দুর্দান্ত বোলিং করা বাংলাদেশ তালগোল পাকিয়েছে শেষের দিকে এসে। ১৮তম ওভার বোলিংয়ে আসা শরীফুলের ওভারে দুটি সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। ১৮তম ওভারের তৃতীয় বলে সাউদি তুলে মারতে যান। আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করতে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে থার্ড ম্যানের দিকে দৌঁড়াচ্ছিলেন রিশাদ। তবে তিনি ব্যর্থ হয়েছেন। একই ওভারের পঞ্চম বলে সাউদি আরও একবার জীবন পেয়েছেন। এবারও তিনি তুলে মেরেছেন। এক্সট্রা কাভারে ছিলেন রনি তালুকদার ও ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ। দ্বিধাদ্বন্দ্বে ভোগায় আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল কেউই তালুবন্দী করতে পারেননি। শরীফুলের নেওয়া হয়নি ৪ উইকেট। ৪ ওভার বোলিং করে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করেছে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪৮ রান করেন নিশাম। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শরীফুল। ২টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ ও মেহেদি। দুজনেই চার ওভার বোলিং করেন। মেহেদি খরচ করেন ১৪ রান। ১৫ রান দেন মোস্তাফিজ।
আন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
৩৯ মিনিট আগেটেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
২ ঘণ্টা আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
১১ ঘণ্টা আগে