ক্রীড়া ডেস্ক
ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের আবির্ভাব আক্রমণাত্মক ব্যাটিং দিয়েই। ইনিংসের শুরু থেকে স্ট্রোক খেলার দক্ষতাই আসলে তাঁকে অন্যভাবে চিনিয়েছে। সময়ের সঙ্গে খেলার ধরন বদলেছেন বাঁহাতি ওপেনার। শুরুতে ঝুঁকি নিতে চান না, এগোতে চান ধীরলয়ে। হাত খুলে মারতে চান থিতু হয়ে। অন্য প্রান্তের ব্যাটসম্যানদের ওপরই তখন বর্তায় দলের রানের চাকা সচল রাখার দায়িত্ব।
তামিমের বর্তমান খেলার ধরন নিয়ে প্রশ্নটা এখন নিয়মিতই উঠছে। দুয়ারে যখন শ্রীলঙ্কা সিরিজ, প্রশ্নটা আরও একবার উঠেছে। খেলার ধরন নিয়ে বারবার প্রশ্ন ওঠায় বাংলাদেশ অধিনায়ক বোধ হয় বিরক্তই! অবশ্য এই সময়ে সাদা বলের ক্রিকেটে ওপেনাররা যখন আক্রমণাত্মক ব্যাটিংয়ে জোর দিচ্ছেন, এখানে তামিমের ভাবনা একটু ভিন্ন। তাঁর মতে, তিনি যেভাবে খেলেন সেটিই দলের বেশি কাজে আসছে। যেটি কাজে আসছে, সেটি আর বদলাতে চান না বাংলাদেশ ওপেনার।
২৩মে প্রথম ওয়ানডে। আজ সিরিজপূর্ব এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে যখন তামিমের ব্যাটিং নিয়ে প্রশ্নটা উঠল, ‘আমার ব্যাটিং অ্যাপ্রোচ (ধরন) নিয়ে অনেকবারই কথা বলেছি। তবু এটা থামে না।’ ব্যাটিংয়ের ধরন নিয়ে আর প্রশ্ন না করার অনুরোধ জানান তামিম।
তামিম ইনিংসের শুরু থেকেই যে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন না, তা কিন্তু নয়। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেই বাঁহাতি ওপেনার শুরু থেকেই এগিয়েছেন আক্রমণাত্মক মেজাজে। লাল বলের ক্রিকেটে যেটি সম্ভব, সাদা বলের ক্রিকেট কেন নয়? তামিমের উত্তর, ‘ওয়ানডেতে এভাবে খেলেই আমি সফল হয়েছি। গত চার-পাঁচ বছরে যেভাবে ব্যাটিং করেছি, শ্রীলঙ্কার বিপক্ষেও (ওয়ানডে সিরিজে) এই ব্যাটিংটাই করতে চাই।’
ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের আবির্ভাব আক্রমণাত্মক ব্যাটিং দিয়েই। ইনিংসের শুরু থেকে স্ট্রোক খেলার দক্ষতাই আসলে তাঁকে অন্যভাবে চিনিয়েছে। সময়ের সঙ্গে খেলার ধরন বদলেছেন বাঁহাতি ওপেনার। শুরুতে ঝুঁকি নিতে চান না, এগোতে চান ধীরলয়ে। হাত খুলে মারতে চান থিতু হয়ে। অন্য প্রান্তের ব্যাটসম্যানদের ওপরই তখন বর্তায় দলের রানের চাকা সচল রাখার দায়িত্ব।
তামিমের বর্তমান খেলার ধরন নিয়ে প্রশ্নটা এখন নিয়মিতই উঠছে। দুয়ারে যখন শ্রীলঙ্কা সিরিজ, প্রশ্নটা আরও একবার উঠেছে। খেলার ধরন নিয়ে বারবার প্রশ্ন ওঠায় বাংলাদেশ অধিনায়ক বোধ হয় বিরক্তই! অবশ্য এই সময়ে সাদা বলের ক্রিকেটে ওপেনাররা যখন আক্রমণাত্মক ব্যাটিংয়ে জোর দিচ্ছেন, এখানে তামিমের ভাবনা একটু ভিন্ন। তাঁর মতে, তিনি যেভাবে খেলেন সেটিই দলের বেশি কাজে আসছে। যেটি কাজে আসছে, সেটি আর বদলাতে চান না বাংলাদেশ ওপেনার।
২৩মে প্রথম ওয়ানডে। আজ সিরিজপূর্ব এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে যখন তামিমের ব্যাটিং নিয়ে প্রশ্নটা উঠল, ‘আমার ব্যাটিং অ্যাপ্রোচ (ধরন) নিয়ে অনেকবারই কথা বলেছি। তবু এটা থামে না।’ ব্যাটিংয়ের ধরন নিয়ে আর প্রশ্ন না করার অনুরোধ জানান তামিম।
তামিম ইনিংসের শুরু থেকেই যে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন না, তা কিন্তু নয়। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেই বাঁহাতি ওপেনার শুরু থেকেই এগিয়েছেন আক্রমণাত্মক মেজাজে। লাল বলের ক্রিকেটে যেটি সম্ভব, সাদা বলের ক্রিকেট কেন নয়? তামিমের উত্তর, ‘ওয়ানডেতে এভাবে খেলেই আমি সফল হয়েছি। গত চার-পাঁচ বছরে যেভাবে ব্যাটিং করেছি, শ্রীলঙ্কার বিপক্ষেও (ওয়ানডে সিরিজে) এই ব্যাটিংটাই করতে চাই।’
বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডেতে হারের পর পাকিস্তানকে নিতে শুরু হয় ব্যঙ্গবিদ্রূপ। সেই পাকিস্তান ৪৮ ঘণ্টার ব্যবধানে নিল ‘মধুর প্রতিশোধ’। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বুলাওয়েতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
২২ মিনিট আগেকাল থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের আগে আজ ছিল দুই দলের সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচনের আয়োজন। ট্রফি উন্মোচনে বিসিবির নতুনত্ব নজর কেড়েছে সবার।
১ ঘণ্টা আগেটানা তিন টেস্ট হারার পর গতকাল পার্থে স্বস্তির জয় পেল ভারত। চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়াকে। কিন্তু দলের এমন সুখের সময়ে দেশে ফিরলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
২ ঘণ্টা আগে৩ নভেম্বর, ২০২৪—মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেদিন ভারতকে তৃতীয় টেস্টে ২৫ রানে হারিয়ে ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়। এক মাস না যেতে টেস্ট খেলতে নামার আগেই চমকে গেল কিউইরা।
২ ঘণ্টা আগে