ক্রীড়া ডেস্ক
জেসন হোল্ডারের বলে সিঙ্গেল নিয়ে তানজিদ হাসান তামিমের উচ্ছ্বাস যেন থামতেই চাচ্ছিল না। শূন্যে ঘুষি মেরে এরপর হেলমেট খুলে আকাশের দিকে ব্যাট উঁচু করে ধরলেন। হবে না-ই বা কেন? স্বীকৃত টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরি যে করেছেন তানজিদ তামিম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের বিপিএলে তানজিদ তামিম খেলছেন চট্টগ্রামের হয়ে। ৫৮ বলে পেয়েছেন তিন অঙ্কের দেখা। তামিমের যেমন বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, তেমনি এটা এবারের বিপিএলের তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬৫ বলে ৮টি করে চার ও ছক্কায় ১১৬ রান করে আউট হয়েছেন। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তানজিদ তামিমকে সেঞ্চুরির অনুভূতি কেমন, তা নিয়ে প্রশ্ন করেন আতহার আলী খান। জুনিয়র তামিম তখন বলেন, ‘অবশ্যই। এটা আমার কাছে বিশেষ। আমার থেকে সম্ভবত আমার মা-বাবা বেশি খুশি হয়েছেন। আমার ছোট এক ভাগনে আছে। তাই আমার এই সেঞ্চুরিটা তাকে উৎসর্গ করতে চাই।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিনিধি হয়ে আসেন তানজিদ তামিম। সেঞ্চুরি কাকে উৎসর্গ করেছেন, সে প্রশ্ন আবারও করা হয় তানজিদ তামিমকে। তানজিদ তামিমের উত্তর ছিল একই (ছোট ভাগনেকে উৎসর্গ)। এবার তিনি বলেন, ‘অবশ্যই। আমি সেটা ওখানেও (পুরস্কার বিতরণী অনুষ্ঠানে) বলেছি। আমার ছোট একটা ভাগনে আছে। সব সময় ওর (ভাগনে) সঙ্গে কথা হয়। মাঠে আসার আগে, এমনকি ম্যাচে নামার আগেও কথা হয়। ও আমাকে দেখলে ছয় বললে ছয় দেখায়। আউট বললে আউট দেখায়। তো আমার এই সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই।’
খুলনা টাইগার্সকে ৬৫ হারিয়ে বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয়টাও এসেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক আগের দিন। এই জয় চট্টগ্রাম উৎসর্গ করেছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রাণ দেওয়া শহীদদের। সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, ‘ভালো একটা ম্যাচ জিতেছি আমরা। সঙ্গে সঙ্গে আমরা প্লে অফ নিশ্চিত করেছি। এটা বেশি ভালো লাগার। দলের সবার সঙ্গেই কথা হয়েছে। সবাই আমাদের এই জয়টা ভাষাশহীদদের জন্য উৎসর্গ করেছে।’
জেসন হোল্ডারের বলে সিঙ্গেল নিয়ে তানজিদ হাসান তামিমের উচ্ছ্বাস যেন থামতেই চাচ্ছিল না। শূন্যে ঘুষি মেরে এরপর হেলমেট খুলে আকাশের দিকে ব্যাট উঁচু করে ধরলেন। হবে না-ই বা কেন? স্বীকৃত টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরি যে করেছেন তানজিদ তামিম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের বিপিএলে তানজিদ তামিম খেলছেন চট্টগ্রামের হয়ে। ৫৮ বলে পেয়েছেন তিন অঙ্কের দেখা। তামিমের যেমন বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, তেমনি এটা এবারের বিপিএলের তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬৫ বলে ৮টি করে চার ও ছক্কায় ১১৬ রান করে আউট হয়েছেন। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তানজিদ তামিমকে সেঞ্চুরির অনুভূতি কেমন, তা নিয়ে প্রশ্ন করেন আতহার আলী খান। জুনিয়র তামিম তখন বলেন, ‘অবশ্যই। এটা আমার কাছে বিশেষ। আমার থেকে সম্ভবত আমার মা-বাবা বেশি খুশি হয়েছেন। আমার ছোট এক ভাগনে আছে। তাই আমার এই সেঞ্চুরিটা তাকে উৎসর্গ করতে চাই।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিনিধি হয়ে আসেন তানজিদ তামিম। সেঞ্চুরি কাকে উৎসর্গ করেছেন, সে প্রশ্ন আবারও করা হয় তানজিদ তামিমকে। তানজিদ তামিমের উত্তর ছিল একই (ছোট ভাগনেকে উৎসর্গ)। এবার তিনি বলেন, ‘অবশ্যই। আমি সেটা ওখানেও (পুরস্কার বিতরণী অনুষ্ঠানে) বলেছি। আমার ছোট একটা ভাগনে আছে। সব সময় ওর (ভাগনে) সঙ্গে কথা হয়। মাঠে আসার আগে, এমনকি ম্যাচে নামার আগেও কথা হয়। ও আমাকে দেখলে ছয় বললে ছয় দেখায়। আউট বললে আউট দেখায়। তো আমার এই সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই।’
খুলনা টাইগার্সকে ৬৫ হারিয়ে বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয়টাও এসেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক আগের দিন। এই জয় চট্টগ্রাম উৎসর্গ করেছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রাণ দেওয়া শহীদদের। সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, ‘ভালো একটা ম্যাচ জিতেছি আমরা। সঙ্গে সঙ্গে আমরা প্লে অফ নিশ্চিত করেছি। এটা বেশি ভালো লাগার। দলের সবার সঙ্গেই কথা হয়েছে। সবাই আমাদের এই জয়টা ভাষাশহীদদের জন্য উৎসর্গ করেছে।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৪ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৫ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৫ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৬ ঘণ্টা আগে