ক্রীড়া ডেস্ক
ঢাকা: এমনিতে কেন উইলিয়ামসন সংবাদমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেন না। সাক্ষাৎকার তো দূরে থাক! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় যত কাছে আসছে, না চাইতেও টুকটাক কথা বলতেই হচ্ছে কিউই অধিনায়ককে। ইংল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে ফাইনাল দুই দলের জন্যই দারুণ হবে বলে আশা করছেন উইলিয়ামসন।
২০১৯ এর আগস্টে অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ। এজবাস্টনে শুরু, শেষ হচ্ছে সাউদাম্পটনে। ইংল্যান্ডে শুরু হয়ে পর্দা নামছে ইংল্যান্ডেই। নিরপেক্ষ ভেন্যু বলেই কি না ফাইনাল জয়ের আশা দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। ইংল্যান্ডের মাঠে ফাইনাল কেমন আশা করছেন এমন এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘ইংল্যান্ডের দর্শকেরা মাঠে দারুণ উৎসাহ দেয়। তবে ফাইনালে যেহেতু তাদের দল (ইংল্যান্ড) নেই, ব্যাপারটা একটু অন্যরকম হবে। ভারতের মাঠেও অনেক দর্শক আসে। তাদের দর্শকের সামনে খেলাও দারুণ, তবে একটু চ্যালেঞ্জিংও। ভারতের দর্শকেরা সব সময় নিজেদের দলকে উৎসাহ দিয়ে যায়। এখানে ব্যাপারটা তাই একটু অন্যরকম হবে।’
টেস্ট ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। উইলিয়ামসন বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলে দর্শকদের আগ্রহ বেড়েছে আগের থেকে। খেলার মানও বেড়েছে। সবচেয়ে বড় বিষয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে।’
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আর উইলিয়ামসন অনূর্ধ্ব-১৯ দল থেকে একে অপরের বিপক্ষে খেলছেন। কোহলির বিপক্ষে খেলাটা সব সময় উপভোগ করেন জানিয়ে বলেছেন, ‘আমরা একজন আরেকজনকে অনেক দিন থেকে চিনি। সে (কোহলি) দারুণ আত্মবিশ্বাসী থাকে। সব সময় নিজেকে চাঙা রাখে। জিততে চায়। তার বিপক্ষে খেলা উপভোগ করি।’
ঢাকা: এমনিতে কেন উইলিয়ামসন সংবাদমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেন না। সাক্ষাৎকার তো দূরে থাক! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় যত কাছে আসছে, না চাইতেও টুকটাক কথা বলতেই হচ্ছে কিউই অধিনায়ককে। ইংল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে ফাইনাল দুই দলের জন্যই দারুণ হবে বলে আশা করছেন উইলিয়ামসন।
২০১৯ এর আগস্টে অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ। এজবাস্টনে শুরু, শেষ হচ্ছে সাউদাম্পটনে। ইংল্যান্ডে শুরু হয়ে পর্দা নামছে ইংল্যান্ডেই। নিরপেক্ষ ভেন্যু বলেই কি না ফাইনাল জয়ের আশা দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। ইংল্যান্ডের মাঠে ফাইনাল কেমন আশা করছেন এমন এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘ইংল্যান্ডের দর্শকেরা মাঠে দারুণ উৎসাহ দেয়। তবে ফাইনালে যেহেতু তাদের দল (ইংল্যান্ড) নেই, ব্যাপারটা একটু অন্যরকম হবে। ভারতের মাঠেও অনেক দর্শক আসে। তাদের দর্শকের সামনে খেলাও দারুণ, তবে একটু চ্যালেঞ্জিংও। ভারতের দর্শকেরা সব সময় নিজেদের দলকে উৎসাহ দিয়ে যায়। এখানে ব্যাপারটা তাই একটু অন্যরকম হবে।’
টেস্ট ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। উইলিয়ামসন বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলে দর্শকদের আগ্রহ বেড়েছে আগের থেকে। খেলার মানও বেড়েছে। সবচেয়ে বড় বিষয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে।’
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আর উইলিয়ামসন অনূর্ধ্ব-১৯ দল থেকে একে অপরের বিপক্ষে খেলছেন। কোহলির বিপক্ষে খেলাটা সব সময় উপভোগ করেন জানিয়ে বলেছেন, ‘আমরা একজন আরেকজনকে অনেক দিন থেকে চিনি। সে (কোহলি) দারুণ আত্মবিশ্বাসী থাকে। সব সময় নিজেকে চাঙা রাখে। জিততে চায়। তার বিপক্ষে খেলা উপভোগ করি।’
এর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১ ঘণ্টা আগেজসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৩ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
৩ ঘণ্টা আগে