ক্রীড়া ডেস্ক
কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়ের পর নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, পরের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে আসতে বলবেন তিনি। রংপুর রাইডার্সের অধিনায়কের কথাই গতকাল সত্যি হলো। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের অলরাউন্ডার।
বিপিএল শুরুর পর থেকেই সাকিবকে ঘিরে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রংপুরের হয়ে তাঁর ব্যাটিং করতে না নামা নিয়ে। চোখের সমস্যায় ভুগছেন বলে ব্যাটিংয়ে নামছেন না তিনি। তাই অলরাউন্ডার থেকে শুধু বোলার হিসেবে খেলছেন বাংলাদেশের অধিনায়ক।
এর বাইরেও অনেক আলোচনা-সমালোচনা ছিল। গতকাল সংবাদ সম্মেলনে সব প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। চোখের বিষয়ে তিনি বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই, কখন এটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই যে বারবার চোখ, চোখ, চোখ বলছেন, আসলে আমার চোখের কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা ছাড়া আপনার চেয়ে ভালো দেখি। আসলে কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি।’
রংপুরের হয়ে ব্যাটিং করতে না পারার জন্য নিজেও অনুতপ্ত সাকিব। তিনি বলেছেন, ‘জীবনে কখনো এমনটা হয়নি। প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি। রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে। তারা আমাকে যে প্রত্যাশা অনুযায়ী দলে নিয়েছিল। অথচ তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি, অর্ধেক পারছি না। তার পরও তারা যেভাবে আমাকে সমর্থন করে যাচ্ছে, তাদের ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এ রকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত। কারণ, তারা আমাকে যেভাবে দেখাশোনা করছে এই সময়ে, তারা অবস্থাটা বুঝেছে এবং যেভাবে সামলাচ্ছে, আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই।’
কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়ের পর নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, পরের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে আসতে বলবেন তিনি। রংপুর রাইডার্সের অধিনায়কের কথাই গতকাল সত্যি হলো। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের অলরাউন্ডার।
বিপিএল শুরুর পর থেকেই সাকিবকে ঘিরে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রংপুরের হয়ে তাঁর ব্যাটিং করতে না নামা নিয়ে। চোখের সমস্যায় ভুগছেন বলে ব্যাটিংয়ে নামছেন না তিনি। তাই অলরাউন্ডার থেকে শুধু বোলার হিসেবে খেলছেন বাংলাদেশের অধিনায়ক।
এর বাইরেও অনেক আলোচনা-সমালোচনা ছিল। গতকাল সংবাদ সম্মেলনে সব প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। চোখের বিষয়ে তিনি বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই, কখন এটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই যে বারবার চোখ, চোখ, চোখ বলছেন, আসলে আমার চোখের কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা ছাড়া আপনার চেয়ে ভালো দেখি। আসলে কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি।’
রংপুরের হয়ে ব্যাটিং করতে না পারার জন্য নিজেও অনুতপ্ত সাকিব। তিনি বলেছেন, ‘জীবনে কখনো এমনটা হয়নি। প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি। রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে। তারা আমাকে যে প্রত্যাশা অনুযায়ী দলে নিয়েছিল। অথচ তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি, অর্ধেক পারছি না। তার পরও তারা যেভাবে আমাকে সমর্থন করে যাচ্ছে, তাদের ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এ রকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত। কারণ, তারা আমাকে যেভাবে দেখাশোনা করছে এই সময়ে, তারা অবস্থাটা বুঝেছে এবং যেভাবে সামলাচ্ছে, আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই।’
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৮ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১০ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১২ ঘণ্টা আগে