নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিম ডিরেক্টর হিসেবে ২০২৩ বিশ্বকাপে দলের সঙ্গে ভারত সফরে গিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। দলের থিংক ট্যাংকের অংশ হয়েও তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে না পারায় ভারতে থাকতেই ক্ষোভ উগরে দিয়েছিলেন বিসিবির এ পরিচালক। কোচ হাথুরুর সঙ্গে তার মতানৈক্যের বিষয়টিও পরিষ্কার করেন। গত কিছুদিনে একাধিকবার তিনি বলেছেন, আর টিম ডিরেক্টর হতে চান না। বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের প্রতি তাঁর আহ্বান, যেন আর এই পদে তাঁকে না রাখা হয়।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সুজন বলেন, ‘আমি তো ওনার কাছে মাফ চেয়েই নিয়েছি। আমি চাই পাপন ভাই আমাকে না বলুন।’ কিন্তু বিষয়টি নিয়ে কি পাপন অবগত? আবাহনী কোচ বলেন, ‘আমার মনে হয় তিনি জানেন। বাংলাদেশ দলে এই পজিশন দরকার নেই। খামাখা বাড়তি একটি পদের দরকার নেই। এক সময়ে প্রয়োজন ছিল, এখন আর দরকার নেই। আমি পাপন ভাইয়ের প্রতিটি কথা সম্মান করে থাকি। আমি এবার মাপ চেয়ে নিয়েছি সত্যি বলতে। কাজটা আর করতে চাই না।’
সুজনের সামনে আসে প্রিমিয়ার লিগে নারী আম্পায়ারিং নিয়ে বিতর্কের বিষয়টিও। গত ২৫ এপ্রিল মোহামেডান–প্রাইম ব্যাংকের ম্যাচে নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির আম্পায়ারিং নিয়ে যে ঝড়, সেটি নিয়ে সুজনের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, ‘বড় ম্যাচে এমন একজন দেওয়া উচিত, যার অভিজ্ঞতা আছে, চাপ নেওয়ার ক্ষমতা আছে, তার ওপরের খেলোয়াড়দের অনেক সম্মান থাকে। তার (জেসির) ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। তবে আম্পায়ার হিসেবে তার যে অভিজ্ঞতা প্রিমিয়ার লিগের এত বড় ম্যাচে...আমার মত হচ্ছে, প্রিমিয়ার লিগের এত বড় চাপের ম্যাচে আরেকটু বিচক্ষণ হতে হবে যে কারা আম্পায়ারিং করছে। কারণ, দেশে এত অভিজ্ঞ আম্পায়ার থাকতে জেসিকে কেন ওই ম্যাচে আম্পায়ারিং করতে দেওয়া হলো। তাকে তৈরি করার আরও ম্যাচ আছে তবে প্রিমিয়ার লিগের এই ম্যাচে না। বাংলাদেশ নারী দলের আম্পায়ারিং আর প্রিমিয়ার লিগের আবাহনী–মোহামেডান, মোহামেডান–প্রাইম ব্যাংক ম্যাচের আম্পায়ারিং অন্য ব্যাপার। জেসি বড় ম্যাচে আম্পায়ারিং অবশ্যই করবে। তবে এখনই না। সময়ের সঙ্গে সঙ্গে করবে। এটা একটু আগেভাগে হয়ে গেছে।’
সুজন কথা বলেছেন আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়েও। তিনি মনে করেন সিরিজটা বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে ৫–০ ব্যবধানে জেতা উচিত।
টিম ডিরেক্টর হিসেবে ২০২৩ বিশ্বকাপে দলের সঙ্গে ভারত সফরে গিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। দলের থিংক ট্যাংকের অংশ হয়েও তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে না পারায় ভারতে থাকতেই ক্ষোভ উগরে দিয়েছিলেন বিসিবির এ পরিচালক। কোচ হাথুরুর সঙ্গে তার মতানৈক্যের বিষয়টিও পরিষ্কার করেন। গত কিছুদিনে একাধিকবার তিনি বলেছেন, আর টিম ডিরেক্টর হতে চান না। বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের প্রতি তাঁর আহ্বান, যেন আর এই পদে তাঁকে না রাখা হয়।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সুজন বলেন, ‘আমি তো ওনার কাছে মাফ চেয়েই নিয়েছি। আমি চাই পাপন ভাই আমাকে না বলুন।’ কিন্তু বিষয়টি নিয়ে কি পাপন অবগত? আবাহনী কোচ বলেন, ‘আমার মনে হয় তিনি জানেন। বাংলাদেশ দলে এই পজিশন দরকার নেই। খামাখা বাড়তি একটি পদের দরকার নেই। এক সময়ে প্রয়োজন ছিল, এখন আর দরকার নেই। আমি পাপন ভাইয়ের প্রতিটি কথা সম্মান করে থাকি। আমি এবার মাপ চেয়ে নিয়েছি সত্যি বলতে। কাজটা আর করতে চাই না।’
সুজনের সামনে আসে প্রিমিয়ার লিগে নারী আম্পায়ারিং নিয়ে বিতর্কের বিষয়টিও। গত ২৫ এপ্রিল মোহামেডান–প্রাইম ব্যাংকের ম্যাচে নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির আম্পায়ারিং নিয়ে যে ঝড়, সেটি নিয়ে সুজনের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, ‘বড় ম্যাচে এমন একজন দেওয়া উচিত, যার অভিজ্ঞতা আছে, চাপ নেওয়ার ক্ষমতা আছে, তার ওপরের খেলোয়াড়দের অনেক সম্মান থাকে। তার (জেসির) ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। তবে আম্পায়ার হিসেবে তার যে অভিজ্ঞতা প্রিমিয়ার লিগের এত বড় ম্যাচে...আমার মত হচ্ছে, প্রিমিয়ার লিগের এত বড় চাপের ম্যাচে আরেকটু বিচক্ষণ হতে হবে যে কারা আম্পায়ারিং করছে। কারণ, দেশে এত অভিজ্ঞ আম্পায়ার থাকতে জেসিকে কেন ওই ম্যাচে আম্পায়ারিং করতে দেওয়া হলো। তাকে তৈরি করার আরও ম্যাচ আছে তবে প্রিমিয়ার লিগের এই ম্যাচে না। বাংলাদেশ নারী দলের আম্পায়ারিং আর প্রিমিয়ার লিগের আবাহনী–মোহামেডান, মোহামেডান–প্রাইম ব্যাংক ম্যাচের আম্পায়ারিং অন্য ব্যাপার। জেসি বড় ম্যাচে আম্পায়ারিং অবশ্যই করবে। তবে এখনই না। সময়ের সঙ্গে সঙ্গে করবে। এটা একটু আগেভাগে হয়ে গেছে।’
সুজন কথা বলেছেন আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়েও। তিনি মনে করেন সিরিজটা বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে ৫–০ ব্যবধানে জেতা উচিত।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৫ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৭ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৮ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৯ ঘণ্টা আগে